![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।
প্রতিদিনের মতই ভিড় ঠেলে এগিয়ে যেতেই মেয়েটাকে বাসে উঠতে দেওয়া হলো না।
কন্ডাক্টরের হাঁক, ‘মহিলা তুলিস না। বাসে মহিলা সিট নাই।’
এটা ঢাকা শহরে থাকা কর্মজীবী নারী কিংবা শিক্ষার্থীদের জীবনে প্রতিদিনের ঘটনা, যাঁরা নিয়মিত বাসে যাতায়াত করেন। সারা দিন ক্লাস-অফিস শেষে ক্লান্ত শরীরে দাঁড়িয়ে থাকতে হয় অসহায়ের মতো। একটা বাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা তাদের; যদিও বেশীর ভাগ বাসই তাদের তুলতে চান না। কি লাভ ঝামেলা বাড়িয়ে।
আমাদের বাসগুলোতে ‘মহিলা সিট’ নামে কিছু সিট আছে। বাস গুলোতে সামনের দিকে ড্রাইভারের পিছনে ৯টি সিট “মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের” জন্য সংরক্ষিত। বাসের এই সিট গুলোর উপরের এই লেখাটি পড়ার পর কারোই কখনো ইচ্ছা করবেনা ঐ সিটগুলোতে বসতে। কারণ, শিশু বা প্রতিবন্ধিরা চলাচলে হয়তো কিছুটা অক্ষম বা চলাচলে তাদের কিছু সমস্যা হয়। তাই তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। কিন্তু তাদের পাশে ‘মহিলা’ শব্দটি যোগ করে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলাদের অক্ষম হিসাবে ফুটিয়ে তোলা।
মহিলারা আজ সংসার ও সন্তান মানুষ করার পাশাপাশি অফিস করছে, সংসারের হাল ধরছে, সংসার চালাতে সমান ভূমিকা রাখছে এবং আমার মনে হয় পুরুষদের থেকে তারা অনেক বেশী কাজ করছে, অনেক বেশী পরিশ্রম করছে। কিন্তু তারপরও মহিলারা এই সমাজে অবহেলিত, অপমানিত। তাদেরকে রাখা হচ্ছে ‘শিশু ও প্রতিবন্ধীদের’ পাশে।
বড় বাস গুলোতে ‘মহিলা সিট’ গুলিতে প্রায়ই দেখা যায়, মহিলাদের থেকে পুরুষদের সংখ্যাই বেশি। হেলপাররা তাদেরকে যতই বলুক না কেন ‘মহিলা সিট ছেড়ে বসেন’ তারা তা শুনতেই চায়না নব্বুই শতাংশ ক্ষেত্রে। বরং অনেক সময়ই অহেতুক তর্ক জুড়ে দেয় হেলপার বা সিটে বসা মহিলাদের সঙ্গে। তাদের কথা “খুব তো সম অধিকার সম অধিকার করেন, তাহলে সিট দখলের সময় আবার মহিলাদের জন্য আলাদা সিটের কি দরকার?” এদের সাথে তর্ক করে লাভ হয় না; বাসটি যদি সিটিং সার্ভিস না হয় তাহলে তখন মহিলারা দাঁড়িয়ে থাকেন আর পুরুষেরা ‘মহিলা সিটে’ বসে থাকেন।
এই ঘটনাটা এতোটাই স্বাভাবিক যে এটা প্রতিদিনের অনিবার্য বিষয়। প্রায় প্রত্যেকটা দিন দেখা যায় মহিলা সিটটা নিয়ে পুরুষদের ক্যাচাল। একদিনের ঘটনা বলি; ঘটনার উৎস এক মধ্য বয়স্ক মহিলাকে নিয়ে। না সেদিন বাসের সীট খালিই ছিলো শুধু মহিলা তার পাশের ভদ্রলোক সহযাত্রীকে জানালার পাশের সিটটাতে বসতে বলছিলেন। এই নিয়েই কথা চলছিলো;
হঠাৎ ভদ্রলোক বললেন
"আপনারা না সারাদিন খালি পুরুষ নারী সমান অধিকার বলে লাফালাফি করেন, আবার আলাদা সুযোগ চান কেন?"
আমি বললাম
"ভাই নিজের মায়ের জন্য অধিকার চাইলে সেটাকে লাফালাফি বলবেন?"
"খবরদার!! মা নিয়া একটা বাজে কথা বলবেন না......"
"ও আচ্ছা আপনার মা'ই শুধু মা আর কারো মা তো মা না।"
মায়ের অধিকার আর নারীর অধিকার এই শব্দদুটির মধ্যে ফারাকটা কি ? নারী মানেই তো মা......
নিজের মায়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অসম্মান তো আপনি মেনে নেন না।
আবার রাস্তাঘাটে অন্যের মা কে অপদস্থ করতে ছাড়েন না। তাহলে কিসের মনুষ্যত্ব?
এদের সাথে তর্ক করে লাভ হয় না। ব্যাপারটা নৈতিকতার।
এখন একটা বিষয় হলো মহিলা সিট আসলে কেন প্রয়োজন? কারণটা বলার অপেক্ষা রাখে না কেননা আমরা সবাই কারণটা জানি। মহিলারা যদি প্রচন্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যেতে চান, তাহলে ‘পুরুষদের বরং সুবিধাই হয়’ কারণ তারা তখন বিভিন্ন কৌশলে মেয়েদের গায়ে ধাক্কা লাগান অথবা আরও বেশি কিছু করার চেষ্টা করেন। তাদের “মধুর” ব্যবহার আর আচার আচরণের কারণেই মহিলা সিটের প্রয়োজন হয়েছে। এই যে মহিলা সিটে মহিলারা বসছেন, তারপরও কি তারা নিরাপদ? এ ব্যপারে আমার দেখা
মহিলা সিট দেবার পরও যদি মান সম্মান রাখা দায় হয়ে যায়, তাহলে কিভাবে মেয়েরা ঘর থেকে বের হবে? বাইরে বের হলেই ইভ টিজিং এর শিকার হতে হয়, বাসে উঠলে অপমানিত বা নির্যাতিত হতে হয়, কোন কোন মহিলাকে তো আবার বাসার ভিতরেও নির্যাতনের শিকার হতে হয়। তাহলে মহিলারা এদেশের কোথায় নিরাপদ? কোথায় আশ্রয় নেবে তারা?
মহিলা সিটের বিষয়টি আত্মসম্মান আর মর্যাদার ব্যাপার; মানুষকে বুঝিয়ে এই সমস্যার সমাধান হবে না। যদি না নৈতিক শিক্ষার বিকাশ ঘটে।
দুঃখ একটাই আমাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নৈতিকতার শিক্ষাটা দেয় না।
১৮ ই মে, ২০১৪ রাত ১:৩১
হিসলা সিবা বলেছেন: ঐ মিয়া আমি পুলা, ভাইয়া বলেন
২| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৯
দি সুফি বলেছেন: পাবলিক পরিবহনের অবস্থা এতোই খারাপ, অফিস শুরু বা শেষের সময় পুরুষরাই বাসে উঠতে পারেনা!
দুঃখের হলেও সত্যি, এই সমস্যার সমাধান নিকট ভবিষ্যতে হবে না। বরং অবস্থা আরো খারাপের দিকেই যাবে।
এর পিছনে নারী-পুরুষের অধিকারের ব্যাপার-স্যাপারের চেয়ে ঢাকা শহরের অতিরিক্ত জনসংখ্যাই দায়ী।
৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:২৩
নতুন বলেছেন: দুঃখ একটাই আমাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নৈতিকতার শিক্ষাটা দেয় না।
৪| ১৮ ই মে, ২০১৪ রাত ১:২১
মুহাই বলেছেন: sufi u r right
৫| ১৮ ই মে, ২০১৪ রাত ১:২৭
সচেতনহ্যাপী বলেছেন: নৈতিকতার মান এতো নীচে নেমে গেছে যে এনিয়ে কথা বলতেও ইচ্ছে করে না। আর মেয়েরা যত উচ্চশিক্ষীতাই হোন না কেন ঘরে-বাহিরে নির্যাতন,অপমান আর অবহেলা যেন তাদের ভবিতব্য।
লিখে যান যদি এতে একজনেরও মানষিকতার পরিবর্তন হয়,তবুও কাজ হবে।।
৬| ১৮ ই মে, ২০১৪ রাত ২:২৩
জাফরুল মবীন বলেছেন: “ড্রাইভারের পিছনে ৯টি সিট “মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের” জন্য সংরক্ষিত। ‘মহিলা সিট’ গুলিতে প্রায়ই দেখা যায়, মহিলাদের থেকে পুরুষদের সংখ্যাই বেশি”-আসলে এই পুরুষগুলো নৈতিক প্রতিবন্ধী!
৭| ১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৩
জেরিফ বলেছেন: নৈতিকতা এখন বাকরুদ্ধ । সমাজে এখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত । নিজের স্বার্থটা যে আগে দেখতে হয় আপু ।
দিন দিন এটা বাড়তে থাকবে যদিনা পরিবার থেকে একটা ছেলে নৈতিকতা শিখতে না পারে ।
"খবরদার!! মা নিয়া একটা বাজে কথা বলবেন না......"
হ্যা আমরা মা নিয়ে কিছু শুনলে সহ্য হয়না , যত দিন না ভাববো যে আমার মা ও তো মহিলা বা বোন ও মেয়ে তত দিন পর্যন্ত পরিবর্তন আসবে না ।
দারুণ প্রয়াস ভালো লাগলো !!
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: দুঃখ একটাই আমাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নৈতিকতার শিক্ষাটা দেয় না।
এটাই আসলে বড় কথা ।।
সমাজ একটা আয়না , আপনি কাউকে অসম্মান করলেন একদিন
তার জবাব আপনি নিজেই ভোগ করতে হবে ।।
সুন্দর পোস্টে ধন্যবাদ আপু