![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
জামাত শিবির যেভাবে এদেশে রাজনৈতিক ফিল্ড তৈরি করেছিল ঠিক একই ভাবে "হেফাজতে ইসলাম" নামক দলটি নিজেদের রাজনৈতিক ফিল্ড তৈরি করছে৷ যারা জামাতে ইসলামি-দের ফিল্ড মেকিং পলিসি সম্পর্কে ধারনা রাখেন তারা এই বিষয়ে এখন মিল পাবেন৷
এরা প্রথমেই ধর্মীয় আবেগ অনুভূতি মানুষের সামনে দাড় করাবে৷ বুঝাবে এরা চায় ইসলামী শাসন, আল্লাহর শাসন, এরা পাঁচ ওকাক্ত নামায পরে, কথা বার্তা অমায়িক, আচার আচরন ছাত্রলীগ-ছাত্রদলের মত উগ্র না৷ এরা দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রদের সুন্দর পড়ার রুটিন করে দেয়, খরচ চালায়৷ আলহামদুলিল্লাহ সবি ভাল৷ একসম যখন বুঝে এরা ঐসকল ছাত্রদের ক্যাপচার করে নিয়েছে তখন হালকা ডোজে জিহাদ শেখায়৷ আস্তে আস্তে ডোজ বাড়তে থাকে৷
তাদের চির প্রতিদন্ডি আওয়ামীলীগ সম্পর্কে ধারনা দিতে থাকে এরা কাফের, এরা মুর্দাদ, এরা মুসলমানদের দুইভাগ করেছে( পূর্বপাকিস্থান-পশ্চিমপাকিস্থান থেকে বাংলাদেশ)৷ আওয়ামিলীগ করা মানেই কাফের মুর্দাদ হয়ে যাওয়া ব্লা ব্লা ব্লা৷
সেইম একই ভাবে এগিয়ে যাচ্ছে হেফাজত৷ কারন জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এরা যাবে কই? জামাতে ইসলামির সাথে হেফাজতের সাংগঠনিক কিছু অমিল রয়েছিল যাকে তারা বলে আকিদাগত পার্থক্য৷ কিন্তু উভয় দলের এখন উভয়কে দরকার৷ এক হয়ে গেছে৷ ফলশ্রুতিতে একই পদ্ধতিতে আবার মাথাচাড়া দেয়ার চেস্টা করছে৷
৯০% ভাগ মুসলমানের দেশে ধর্মীয় আবেগ টা ব্যাবহার করাটা খুব সহজ৷ কারন এদেশিও মুসলমানেরা ধর্মের কিছু জানুক না জানুক ধর্ম টাকে অনেক ভালবাসে ভয় পায় শ্রদ্ধা করে৷ তাই প্রিয় নবির সুন্নতি হালতে কাউকে কিছু বলতে শুনলেই সেটাকেই বিশ্বাস করে৷ আর এভাবেই ব্যবসা করে যাচ্ছে লালশালুরা৷
২| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৭
লাতিনো বলেছেন: কিন্তু কি আশ্চর্য! সরকার যুদ্ধাপরাধ ইস্যুতে জামাত শিবিরকে বলতে গেলে বিলুপ্ত করে ফেলল, কিন্তু হেফাজতের গায়ে হাত দিতেও সাহস পাচ্ছেনা।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিএনপি,জামাত শিবিরের নাকে দড়ি লাগানো শেষ।এদের কেবল নাকে দড়ি পরাচ্ছে।যত বেশি আন্দোলন করবে ততবেশী নাকে দড়ি জড়াবে।তার পর এদের নিয়ে খেলবে।এই খেলাটা শেখ হাসিনা শিখেছে এরশাদের নাকে দড়ি লাগিয়ে।
৪| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫১
নেওয়াজ আলি বলেছেন: জামাত শিবির আদৌ পছন্দ করে কওমী এবং তাবলীগ। মওদুদী আর কওমী ঘরণার ইসলামী বই পড়লে বুঝা যাবে আকাশ পাতাল ব্যবধান । তাদের সম্পর্ক বাঘে মহিষের
৫| ১০ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: জামাত শিবির হেফাজত এদের ঝাটা মেরে দেশ থেকে বিদায় করা উচিত। আমি ক্ষমতায় থাকলে তাই ই করতাম। শেখ হাসিনা যে এদের কি করে সহ্য করছে!!
৬| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫
অক্পটে বলেছেন: এই লেখা পড়ে মনে হচ্ছে হেফাজত জামাত শিবিরের কারণেই দেশের আজকের এই অবস্থা!!
একটা অবৈধ সরকারের পালিত গুন্ডাবাহিনী ক্রমাগত জোচ্চোরি বাটপারি করছে, এত যে গুম খুন হামলা মামলা দুর্ণীতি ও পেশি শক্তির মাধ্যমে মানুষের পকেট কাটছে। হাজার হাজার কোটি টাকার লুটেরা তৈরীর এক মহান কারিগর হচ্ছে এই সরকার এসব চোখে পড়ছেনা। এদের বিদেয় না করে ঝাটা মেরে বিদায় করতে হবে মোল্লাদের। আরেক নির্বোদ বলছে, 'আমি ক্ষমতায় থাকলে তাই ই করতাম।' কেন? ওদের ঝাটা মেরে কোথায় বিদায় করা হবে। ওরা কি বাংলাদেশের নাগরিক না? ওরা কি অবৈধ এই দেশে? এদেশে বাস করতে হলে কি অবৈধ এবং স্বৈরাচারের পদলেহন করেই বাস করতে হবে, যেমন নির্বোধেরা করে?
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:২৭
রানার ব্লগ বলেছেন: বাহ এটা আপনি আজ জানলেন, এই কাহিনি তো সেইদিনই মানুষ জেনে।গেছে যে শাপলা চত্বরে এরা প্যান্ট খুলে দৌড়ানী খাইলো।