নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

নিজেই নিজেকে ভোদাই বানাচ্ছেন না তো?

১৯ শে জুন, ২০২১ সকাল ১১:১৭




কোথায় গেলো RAW? কোথায় গেলো পুলিশ হেড কোয়ার্টার এর GPS লোকেশন ট্র‍্যাক এর ছবি?

যারা এগুলো শেয়ার করেছিলেন বা বিশ্বাস করেছিলেন নিজের অজ্ঞতা, মূর্খতার ব্যাপারে কিছুটা আঁচ কি পেয়েছেন?

যা দেখবেন তাই শেয়ার দিবেন? তামিল মুভি দেখে RAW/CIA বা এ জাতীয় গোয়েন্দা সংস্থাকে খুব সস্তা মনে হয় যে একজন সামান্য ইসলামী বক্তাকে গুম করবে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সবগুলো মোল্লা ধর্মব্যবসায়ীর অবস্থা এমনই। হঠাৎ বেশী টাকাপয়শা হয়ে গেলে যা হয়।
এরা মানুষের আবেগ নিয়ে ফুটবল খেলে আর অফুরন্ত টাকা নিয়ে খেলে মানবিক খেলা।

এদের সমর্থকদের বড় বিপদ। এরা যাদেরকে আসমানে উঠায় সবগুলোই নারীঘটিত কারনে ধরা খেয়ে ভুপাতিত হয়।

২| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৩

মাকার মাহিতা বলেছেন: সম্ভব " ডি জি এফ আই " ( ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ) এর লোকেশন ট্র্যাক করা হয়েছিল। তার মানে মাইক্রোবাস সহ তিনি সেচ্ছায় সেখানে লুক্কায়িত ছিলেন।

" ইসলামী ব্যাক্তিত্বকে ঘায়েল করার অন্যতম টোটা নারী ঘটিত অনুঘটক বেশ কার্যকরী বলে প্রমানিত "

সত্যিকার অর্থে মূল ঘটনা প্রকাশ হয়ে যাবার পর তাঁকে দিয়ে হযবরল অযোক্তিক স্বীকারোক্তি বলানো হচ্ছে। সেটা দিবা লোকের মতো পরিষ্কার।

তবে হ্যাঁ, একাত্তর টিভি যখন গুম হয়ে যায় সেসময় কোন নিউজ করে নাই, করল প্রথম/দ্বিতীয় বউ জাতীয় নিউজ। ব্যপারটা ওরাই লেজে গুবুরে করে ফেলেছে।

তবে, আসল সত্য কিন্তু পাবলিক জানে। কি বলে ব্রো?

এখন প্রশ্ন হলো, ভোদাই কে? সরকার না পাবলিক?

৩| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: উনি ইমাম মাহাদীর আগমনের কাহিনি শোনাইতেছেন । যারা রুপকথা বিশ্বাস করে তারা ইমাম মেহেদীর জন্য অপেক্ষা করছে। এদের ভোদাই বানানো সহজ। রুপকথা বিশ্বাস করার জন্য কিছু মানুষ বসে থাকে।

৪| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

নতুন বলেছেন: কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনির এমআই৬ রা একে নিয়ে কিছু করেনাই এটাও তো বিশ্বাস যোগ্য না।

আমাদের দেশের পুলিশ রেব সবাইকে দিয়েই স্বীকারক্তি আদায় করাইতে পারে।

কিন্তু উনি যেহেতু সত্যবাদী তাই উনার কথাই তো সবার মানা উচিত। সত্য বলার সাহস না থাকলে উনি আর বড় হনু কিভাবে হইলো?

৫| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশে যথেষ্ট কাজের সুযোগ সৃষ্টি না হলে মানুষ এমনভাবেই বিভিন্ন ধান্দা করে রুটি-রুজি, হুর-পরীর ব্যবস্থা করতে চেষ্টা করবে।
আর একবার সেলিব্রিটি হতে পারলে তো কথাই নেই, পরবর্তী দুই-তিন প্রজন্মের আখেরাত গোছানোও শেষ।

তবে কোন পক্ষের বক্তব্য কতটা সঠিক তা উপরওয়ালাই বলতে পারবেন। আমরা ভোদাই পাবলিক সারাটা জীবন ভোদাইই রয়ে যাবো।

৬| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: এফডিসি'তে স্ক্রীপ্ট রাইটারদের রোজগার বন্ধ হলো বলে!

৭| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:২৪

দূরের যাত্রী বলেছেন: যেমন আপনি একজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.