![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রায় ২৪টি বসন্ত পার করে দিলাম।কিন্তু এই ২৪টি বসন্তে যা কখনও মনে হয়নি আজ কেন যেন তা বার বার নিজেকে অশান্ত করে তুলছে।ঘটনার সূত্রপাত আজ সন্ধ্যায়।তার আগে কিছু বলে নেয়া ভাল।আমি বাংলাদেশের স্বনামধন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আড়াই মাস হল স্নাতক পাস করলাম(ইঞ্জিনিয়ার কিন্তু.। )।এখন আপাতত শিক্ষিত বেকার জীবন যাপন করতেছি।সেই সুবাদে বাসাতে চলে এসেছি(বিশ্ববিদ্যালয় রাজধানীতে,আর বাসা চিংড়ির শহরে
)।নিজের এলাকাতে এলে যা হয়।সারা দিন আড্ডা আর আড্ডা।আমার কিছু স্কুলের বন্ধু আছে,যারাও আর কিছু দিনের মধ্যে আমার মত বেকার জীবনে প্রবেশ করতে যাচ্ছে।কিন্তু তাদের আর আমার মাঝে বড় একটা পার্থক্য আছে।আর তা হল আমি প্রাইভেট থেকে পাস করেছি,আর আমার বন্ধুবরেরা পাবলিক থেকে পাস করতে যাচ্ছে।আমার কাছে ব্যাপারটা আজ পর্যন্ত এতটা বেদনাদায়ক ছিল না।আমার কাছে যেটা মনে হত তা হল,আমি আমার বাবা মার অনেক গুলো টাকা নষ্ট করলাম যেটা ওরা করেনি।কিন্তু আজ আমার চেতনা প্রস্নবিদ্ধ।হত না যদি না আজ সন্ধায় আমি যেতাম ওদের সাথে ওদের বিশ্ববিদ্যালয়ে।তিন ধরে চলছে ওদের র্যাগ ডে।সারা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসব মুখর পরিবেশ।এত বিশাল কাম্পাস।সবাই মিলে কত মজাটাই না করছে।আমি কি জীবনে কখনও পাব এই মজার সাধ।না আমি পাব না।আমি হয়ত এটার যোগ্য না।সব থেকে বড় উপলব্ধি যেটা আমার হল তা হলঃ জীবনে এমন কিছু জিনিস আছে যেটা তুমি অর্জনের দ্বিতীয় কোন সুযোগ পাবে না।তুমি এক বার যদি পা পিছলে পড়ে যাও,জীবন তোমাকে ক্ষমা করবে না এবং এই অতৃপ্তি নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে তোমার বাকিটা জীবন।এমন অনেক অতৃপ্ত বাসনার সমষ্টির নামই হয়ত জীবন।কিন্তু অবুজ মন আজ প্রশ্ন করে ফিরে আমি কি পারব না এমন বিশাল প্রাঙ্গনে আমার র্যাগ ডে পালন করতে...............।
©somewhere in net ltd.