নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" মানব ও মানবতা " Human

NOTHING IS IMPOSIBLE

যাযাবোর

আমি হিমাদ্রী। যাযাবর পথিক হিমাদ্রী। মানুষকে ভালবাসি আর মানবতার জন্য কাজ করি।

যাযাবোর › বিস্তারিত পোস্টঃ

জীবনের মূল্য কোথায়?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

জীবনের মূল্য কোথায়?

**========**



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবীকে না চিনি ।



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবীর আপন হতে না পারি ।



জীবনের মূল্য কোথায়?

যদি মহামহিম আহলে বায়েত

মহামান্য খোলাফায়ে রাশেদীন

মহান ছাহাবায়ে কেরাম ও জামিয়ায়ে আওলিয়া কেরামের

আপন হতে না পারি ।



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবীর জন্য হৃদয় না কাঁদে ।



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবীর জন্য দু ফোঁটা অশ্রুজল না ঝরে ।



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবীকে কেন্দ্র করে

আত্মপরিয়ে জাতীয়তা না থাকে ।



জীবনের মূল্য কোথায়?

যদি যা কিছু প্রিয়নবীর আপন

তা কিছু আমার আপন না হয় ।



জীবনের মূল্য কোথায়?

যদি যা কিছু প্রিয়নবীর শত্রু

তা কিছু আমার শত্রু না হয় ।



জীবনের মূল্য কোথায়?

যদি কারবালার সাথে

আমার আত্মার জীবনের সম্পর্ক না থাকে ।



জীবনের মূল্য কোথায়?

যদি ইমামে আকবরের পবিত্র রক্তের সাথে বেইমানির

প্রতিশোধ না থাকে ।



জীবনের মূল্য কোথায়?

যদি ইমামে আকবরের আমাদের জন্য যে ত্যাগ,

যদি তা উপলব্ধি না করি ।



জীবনের মূল্য কোথায়?

যদি ইমামে আকবরের চাওয়া পাওয়া

ভালবাসা না বুঝি ।



জীবনের মূল্য কোথায়?

যদি ইমামের আকবরের জন্য

হৃদয় আকুল ব্যাকুল না হয় ।



জীবনের মূল্য কোথায়?

যদি প্রিয়নবী ও প্রিয়নবীর আপনদের

শান মানে অবজ্ঞা অপমান অবমাননায়

আমার হৃদয়ে রক্ত ক্ষরণ না হয় ।



জীবনের মূল্য কোথায়??

যদি মানুষ ও মানবতার জন্য

হৃদয় না কাঁদে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.