![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনা লেখক শিবিরের একজনক্ষুদ্র সদস্য। গান গাইতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে রবিন্দ্র সংগীত। এখনও শিক্ষা জীবনের মাঝে আছি আমি। সাহিত্য হলো আমার ভালোলাগার যায়গা, খুব এক্টা লিখতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলুন চোখের সামনে এতো অসংগতি ও মানতে পারি না। আমি বাংলাকে প্রচন্ড রকমের ভালোবাসি।
হিমেল হাসান
সেদিন ঝাউয়ের সাখে হেলানো দুলানো বাতাস,
আর বসন্তে বনে,
ককিলের গানে,
মুখরির হলো আকাশ।
সেদিন ফুটেছিল বনে ফুল,
সেদিন ভেংছিলো কারো ভুল।
শত কবিতার ভাষাও সেদিন পারিনিকো তাকে রচিতে।
শাষন করতে বসেছিলে এসে আমার হৃদয় সূচিতে।
দুর থেকে দেখি, অপলক আখি।
চেয়ে রয়েছে এ পারে,
সেদিন ঝরনার ধারা, আর শুখতারা,
হেয়ালি পনাটা ছাড়ে।
সেদিন আকাশের চাদ, বাড়ায়ে দুহাত,
দিয়েছিলো ডাক এসে,
সেদিন সরবরে মন, হারিয়ে কখন,
গিয়েছিলো তার পাশে,।
সেদিন বাশপাতার ঐ খরখর শুনে
ভরেছিলো মোর মন,
সেদিন ফুটে বনফুল গন্ধে আকুল
মাতায়ে তুলিলো বন।
সেদিন মত্ত মাতল ও খনিকের তরে,
হয়েছিল উদাশিন,
জেলোনা ফাগুন রুপেরো আগুন,
পুড়ে পুড়ে হবে ক্ষীন,।
সেদিন বাউলের গানে পল্লী পরানে,
উল্লাশে মেতে রাখি।
সেদিন কাননের ফুল মাতাল হয়িল,
বন্য ফুলের ও লাগি।
এইতো সেদিন হারিয়ে গিয়েছে,
কালের অতল তলে।
ফিরে নাহি পাবো, তবু গেয়ে যাবো,
সেদিন গিয়েছে চলে।
,,,,,,,,,,,,,,,,,,
©somewhere in net ltd.