![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নারীবাদী না , তবে বাস্তববাদী হওয়ার চেষ্টা করছি।
.
সত্যি কথা হলো, ঋতুস্রাব/Menstruation নিয়ে হাসাহাসির অভ্যাসটা ছেলেদের।
.
পিরিয়ড/Menstruation খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটা মেয়ে সুস্থ কিনা তা নির্ণয় করতে এটার ভূমিকা অনেক। পিরিয়ড আপনার মায়ের হয়, ভবিষ্যৎ স্ত্রীর হবে, আপনার বোনের হয়, আপনার মেয়ের ও হবে।
.
যে জিনিসটা আপনার আমার জন্মের ভূমিকা পালন করে, সেটা নিয়ে এত ট্রল কেন? এটাই তো মাথায় ঢুকে না।
.
যেদিন আপনার বৌয়ের বা মেয়ের পিরিয়ড সংশ্লিষ্ট কোন রোগ( Menorrhagia, Menorrhalgi, Menometrorrhagia, Leucorrhea, Cryptomenorrhoea etc etc ) নিয়ে যখন হাসপাতালে ভর্তি হবেন তখন নিশ্চয়ই মজা করার মানসিকতায় থাকবেন না! কয়েকদিন প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তখন।
.
ক্লাসে তলপেট আঁকড়ে ধরে যে লজ্জায় ব্যথায় মেয়েটা মুখ লাল করে বসে আছে ওর কষ্ট আমরা ছেলেরা কোনদিন বুঝব না।
.
ব্যপারটা সোজা করে বুঝিয়ে বলি, জন্মের সময় ৩,৫০,০০০ ডিম্বানু থাকে মেয়েদের ডিম্বাশয়ে থেকে প্রতি মাসে ১ টা ডিম্বানু Mature হয় শুক্রানুর সাথে মিলে নিষিক্ত হওয়ার জন্যে। সে হিসেবে একজন মেয়ের Reproductive Age (13-45) এ প্রায় ৪৫০ টা ডিম্বানু Mature হবার সুযোগ পায়। আর বাকি ডিম্বানুগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে তখন, যাকে মেডিকেলের ভাষায় আমরা বলি মেনোপজ। সোজা কথায়, সাধারনত, ৪৫ বছর বয়সের পর মেয়েদের আর মাসিক হয় না।
.
যাই হোক প্রতিমাসে একটা করে ডিম(Ovum) একটা মেয়ের ডিম্বাশয় (যেখানে ডিম্বানু জমা থাকে, Ovary ) থেকে বের হয়ে জরায়ুতে( Uterus, যেখানে বাচ্চা বেড়ে উঠে) অপেক্ষা করতে থাকে শুক্রাণুর জন্যে, কখন বেচারা আসবে।
.
শুক্রাণু যদি আসে তো ভাল, শুক্রাণু ডিম্বানু নিষিক্ত হয়ে জাইগোট (Zygote)তৈরি করে, যা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হয়। ডিম্বানু যদি নিষিক্ত হয় সে ক্ষেত্রে মাসিক বন্ধ থাকে।
.
কিন্তু যদি ডিম্বানু টি কোন শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে, তখনই ঘটে এই পিরিয়ড (Menstruation) নামক ঘটনার। জরায়ু তে অবস্থান নেয়া ডিম্বানু টি তখন জরায়ুর ভিতরের লেয়ার (Endometrium) কে ছিড়ে ফেলে বের হয়ে যেতে থাকে।
.
আপনি চিন্তা করেন আপনার শরীরের একটা অংশ একজন ছুরি দিয়ে কেটে নিয়ে যাচ্ছে , ব্যাপারটা অনেকটা এরকম ই। মেয়েদের ক্ষেত্রে যেটা ন্যাচার্যালি হচ্ছে। এর জন্যেই এত ব্যাথা হয় আর এর ই জন্যেই মাসিকের রক্তের সাথে জমাট বাধা রক্তের মত কিছু থাকে যা কিনা জরায়ুর ছিড়ে নিয়ে আসা অংশ। ( Endometrium, blood vessel-rich, glandular tissue layer, Decidua)।
.
একবার ভাবুন তো, আপনার অণ্ডকোষ দুটো পেটের অংশ (Abdominal Organ) হলেও তা দেহের বাইরের দিকে থাকে, এটা নিয়ে মেয়েরা কোন ট্রল করেছে কখনো? শুধু তাই না, স্পর্শকাতর অঙ্গ এটা, জীবনে কোনদিন দুর্ঘটনা বশতও যদি এখানে আঘাত পান, তো সেদিন বুঝবেন।
.
স্বাভাবিক একটা প্রক্রিয়াকে ট্রল বানাতে সত্যি বলতে ছেলেরাই দায়ী, আরো সত্যি কথা হলো, আমরা বাঙালী ছেলেরাই দায়ী।
.
ছেলেরাই জিজ্ঞেস করবে একটা মেয়েকে - রোজা রাখিস নাই? ''অসুস্থ'' বললে বাঁকা একটা হাসি দিবে। অথবা কখনও বা মেয়েটা দাঁড়িয়ে থাকবে ফার্মেসির বাইরে- ভিড় কমলে লোকজনের রক্তচক্ষু আর টিটিকারী উপেক্ষা করে প্যাড নেয়ার অপেক্ষায়।
.
সময় আছে, পথে আসুন। মনে রাখবেন, আমাদের মায়ের এটা হত বলেই আপনি আমি পৃথিবীর মুখ দেখছি।
.
যে পুরুষকে জন্ম দিয়ে মেয়েদের গর্ব করে বলার কথা "আমাদের জন্যই তোমাদের জন্ম হয়", ঠিক সেই জন্ম দেয়ার কারনের জন্যই যেন কোন মেয়েকে আর বিদ্রুপের হাসির স্বীকার হতে না হয়।
.
#শ্রদ্ধা
#সকল_নারীর_জন্য
[বোঝার সুবিধার্থে একটা ভিডিও লিঙ্ক দিলামঃ
[ https://www.youtube.com/watch?v=UJm6xlvd3sM ]
.
[সাথে একটা ছবিও দিলাম যেটা Fertility Clock নামে পরিচিত...]
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
মেডিকো মাকড়সা বলেছেন: ধন্যবাদ বুঝতে পারার জন্য।
২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫
রিফাত হোসেন বলেছেন: সুন্দর পোস্ট,
তবে একঘেয়ে বলেছেন যদিও, যুগ বদলেছে মেয়েরাও ফাজলামো কম করে না!
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৯
মেডিকো মাকড়সা বলেছেন: ছেলেরা অনবরত করতে থাকলে তারা কতক্ষণ চুপ করে থাকবে বলু্ন
৩| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, আমাদের সবারই দৃষ্টি ভংগিতে পরিবর্তন আনতে হবে আর পরিবার থেকেই সঠিক যৌন শিক্ষা দিতে হবে।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪১
মেডিকো মাকড়সা বলেছেন: জ্বী, জহির ভাই.।
৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১
হাইপারসনিক বলেছেন: কোনদিন এইরকম ফাজলামো করিনি,আর ভবিষ্যতে হবে না!কিছু মেধাবী মূর্খ এখনও ঠাট্টা করে
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪২
মেডিকো মাকড়সা বলেছেন: জ্বি ভাই
৫| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬
ওয়াহিদ সাইম বলেছেন: "আপনার অণ্ডকোষ দুটো পেটের অংশ (Abdominal Organ) হলেও তা দেহের বাইরের দিকে থাকে, এটা নিয়ে মেয়েরা কোন ট্রল করেছে কখনো? " ....lol...
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪২
মেডিকো মাকড়সা বলেছেন:
৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০২
ওয়াহিদ সাইম বলেছেন: যেমন অসংখ্য অসভ্য-বেয়াদব ছেলে আছে, তেমনি কিছু ফাজিল-উসৃংখল মেয়েরও আবির্ভাব দেখা যায় সমাজে। পারস্পারিক মূল্যবোধ,সম্মান,সহানুভতি লোপ পেলে যা হয় আর কি।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪০
মেডিকো মাকড়সা বলেছেন: জ্বী ভাইজান। ভালো বলেছেন।
৭| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১:০৯
নতুন বলেছেন: খুবই ভাল লিখেছেন। সবাইকে জানতে এবং সচেতন হতে হবে।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৯
মেডিকো মাকড়সা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৮
নাফিজ মেহরাব বলেছেন: ভাল লাগলো লেখাটা। আসলেই এ ব্যাপারে আমরা ছেলেরাই দায়ী।