![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে বাসায় এসে যত পরিচিত মুরুব্বিকেই জিজ্ঞাসা করেছি "ভালো আছেন?"
.
ততবারই একই উত্তর পাই, "না গো বাবা, এ সমস্যা, তা সমস্যা, এখানে ব্যাথা, ওখানে ব্যথা, ঘুম হয়না, খাওয়া হয়না, হজম হয়না, পেসার বেশি, বসতে পারি না, চলতে পারিনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি………"
.
কিন্তু আমারই সামনে, অন্য কেউ যদি একই প্রশ্ন জিজ্ঞাসা করে "ভালো আছেন?"
.
তখন ঠিকই উত্তর আসে "জ্বী, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি।"
.
ফিলিং- "কোন দুনিয়ায় আইলাম রে হনু, আমারে দেখলেই সবাই অসুস্থ হইয়া যায় ক্যারে??"
২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
মেডিকো মাকড়সা বলেছেন: কি যে বলেন ভাই
২| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩১
গোধুলী রঙ বলেছেন: আমার ভাই আইনের-আদালতের কর্তা, বাড়ী গেলেই গ্রামের লোকজন সব ভিড় করে জমিজমার কাবজাব নিয়া। আমি সফটু এঞ্জিনিয়ার, আমারে কেউ কিছু কয় না আমার কাছেও কেউ আসে না
২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
মেডিকো মাকড়সা বলেছেন: হা হা হা হা
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১১
ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার প্র্যকটিস ভাল হবে!!