![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ফর্সানেস" যদি কারো সৌন্দর্য হয়, তাইলে সব শ্বেতাঙ্গরাই শুধু এবং সবচেয়ে সুন্দর……
.
আসলে আমাদের উপমহাদেশের মানুষ সবচেয়ে বেশি রেসিজমে আক্রান্ত, এজন্য রং ফর্সাকারী ক্রিমগুলো শুধু উপমহাদেশেই ব্যবসা করে। আমেরিকান রং ফর্সাকারী ক্রীমের কয়েকটা নাম কেউ বলতে পারবেন?? পারতেও পারেন হয়ত। কারন ওখানেও তো কিছু বাঙ্গালি থাকে।
.
একবার কাছের এক জুনিয়রকে একটা বিশেষ কাজের জন্য ছবি তুলে দিতে চাইলে বলেছিলো "দাদা, ছবি তে আমার ছবি তুললে আপনার মুড নষ্ট হয়ে যাবে, আমি অনেক কালো।" ওকে বলেছিলাম "তুই কানা খোড়া বোবা হয়ে ফর্সা হলে সুখী হতিস??দেখিস, কালো হয়েছিস তো কি হয়েছে, আল্লাহ তোকে এমন জিনিস দিবে, তখন বুঝবি তুই কেনো এমন, কতটা ভাগ্যবান। হয়তো নিজের ভুল বুঝছিলো, বলেছিলো দাদা, আমি সূখি। তার কিছুদিন পরেই পরিবার থেকে ওর ভালোবাসার মানুষের সাথে "বাগদান" করিয়ে দেয়। এখন ওর সুখ দেখলে নিজেরই হিংসা হয়।
.
কালো হোক, সাদা হোক, বাদামী হোক, আসল কথাটা হলো সুস্থ থাকা। আপনি অনেক দুধে আলতা সাদা ফর্সা চকচকা, কিন্তু ঔষধ ছাড়া এক পাও নড়তে পারেন না, ঔষধ না মেখে রোধে বের হতে পারেন না, বৃষ্টিতে ভিজতে পারেন না আবার দাবী করেন আপনি সূখী। তাহলে যে কালো বা শ্যামলা হয়ে আপনার সামনেই উদ্দাম হয়ে এসব করছে তার চেয়ে কি আপনি বেশি সুখী?? আমার তো মনে হয় না।
.
তবে হ্যা, আপনি একটা জায়গায় অনেক সুখী, কোথায় জানেন?? শুধু আয়নার সামনে আর ক্যামেরার স্ক্রীনে, যার পুরোটাই ফেক সুখ…… পুরোটাই ফেক, আর তা just সূখের স্বান্তনা মাত্র………
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
মেডিকো মাকড়সা বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন...