![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত মায়ের স্মরণে....
মা আমার মা
#হিমু_কবি
মাগো, তোমায় ছাড়া আমি
বুঝিনা কোন কিছুই
খুজিনা কোন কিছুই
এ নিখিল ভুবন মাঝে।
মাগো, তোমায় আমি চাই
প্রতিটি প্রহরে চাই
মোর সকল ভাবনায়
মোরি সকল জীবন কাজে।
মাগো, তোমার সকল বাণী
দিয়েছে সফলতা আনি
মোরি চলার পথে
পথ প্রদর্শক রূপে।
মাগো, তোমার চরণ তলে
তোমার মাতৃ কোলে
দিয়ো মোরে ঠাঁই
সারা জীবনভর।
মাগো, কেমন তোমার ভালোবাসা
কেমন তোমার মায়া
কোথাও থাকতে পারিনা
কভু, আমি তোমায় ছাড়া।
মাগো, বিধাতার কাছে করি
আমি মিনতি বারবার
তোমায় যেন করেনা
তিনি, আমায় থেকে পর।
☆☆☆বিধাতার পরে যদি কাউকে ভালোবাসে থাকি সে হচ্ছে আমার মা।
সেই মাকে ভেবে 01&02-july, 2013 তারিখে কবিতাটি লিখেছিলাম।
কিন্তু আজ আর মা ধরিত্রী মাঝে নেই।
গত 13-july, 2015 তারিখে তিনি পরলোকগমন করেন।
সকলেই আমার মায়ের জন্য দোয়া করবেন,
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
হিমু কবি বলেছেন: ধন্যবাদ দাদা
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: মাকে নিয়ে আপনার চমৎকার ভাবনা।
উপরওয়ালা যেন আপনার দোয়া কবুল করেন; উনি যেন জান্নাতুল ফেরদৌস পান।
তবে কাব্যে বেশ কিছু টাইপো রয়ে গেছে।
প্রথম লাইনের স্মরণে/স্মরনে, বাণী/বানী, রূপে/রুপে, ঠাঁই/ঠাই , জীবনভর/জীবন ভর, প্রদর্শক/প্রদশক, ভালোবাসা/ভালবাসা, বিধাতা/বিদাতা
শুভকামনা জানবেন।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬
হিমু কবি বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে । আপনাদের সাহায্য সহযোগীতা কামনা করছি ।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৭
কাওসার চৌধুরী বলেছেন:
সামুতে স্বাগতম। হ্যাপি ব্লগিং.........