![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
কেন যে, কেন যে হঠাৎ
কোন নাম না জানা ভোরে
কারো মুখ খুব মনে পড়ে,
মনে পরে অকারণ স্পর্শের,
কাছে বসার এক তিব্র বাসনার।
কতটা পথ, কতটা জীবন বাকি,
তারপরও,
অচেনা হাসি মনে হয় বড্ড চেনা,
অচেনা পথের ছায়ায় মায়ার টানাপোড়েন ।
সমস্ত পৃথিবী থেমে যাক,
নিঃস্তব্ধতায় ঢেকে যাক চরাচর,
শুধু তার নিঃশ্বাসটুকু বাজুক কানে,
সমস্ত ব্যস্ততার অস্ত হোক দিনের শেষে ,
শুধু তার একটুখানি ছায়া নামুক চোখের কোনে।
হয়তোবা আসবে না সেই দিন,
তবু প্রতিটি সন্ধ্যায় অপেক্ষায় থাকি
হৃদয়ের নির্জন স্টেশনে
শেষ ট্রেনের জন্য
যা হারায় দূরে ফেলে যাওয়া ধোঁয়ার রেখায়।
ভয় হয়,
যদি সে পড়ে ফেলে আমার গোপন ভাঙচুর,
যদি দেখে, আমি জল হয়ে উবে গেছি
অদেখা মেঘের কুয়াশায়।
অযথা তাই, হাসি আকি মুখে,
কানায় কানায় ভরে তুলি সাজানো সুখের গল্প,
আর চুপিচুপি ভালোবাসি,
যেন সে না বোঝে,
তার জন্যই আমার সমস্ত ব্যথার জন্ম।
কেউ কেউ আসে জীবনে,
না এসেও ,আমাদের সমস্ত জীবন
দখল করে নেয়।
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৭
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৬
মিরোরডডল বলেছেন:
কাছে বসার এক তিব্র বাসনার।
তীব্র হবে।
আর চুপিচুপি ভালোবাসি,
যেন সে না বোঝে,
তার জন্যই আমার সমস্ত ব্যথার জন্ম।
কেউ কেউ আসে জীবনে,
না এসেও ,আমাদের সমস্ত জীবন
দখল করে নেয়।
ভালো লেগেছে রানা।
ভালোবাসার মানুষ কে বলতে হয়না।
একজনের অনুভূতি আরেকজনের অনুভুতিকে স্পর্শ করে।
না বললেও ঠিক বুঝে নেয়।
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪০
রানার ব্লগ বলেছেন: ঠিক করে দেয়া হবে।
আপনার ব্লগ বিষয়ক অবদানের বিষয় খানা জানতে মোন চায়।
সত্য মিয়া কি কারনে উত্তেজিত। যদিও পোস্ট বিষয়ক মন্তব্য হোল না।
৩| ২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
কামাল১৮ বলেছেন: বাংলাদেশের প্রথম নির্বাসিত লেখক দাউদ হায়দার জার্মানিতে ইন্তেকাল করেছেন।
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪০
রানার ব্লগ বলেছেন: উনি শান্তিতে থাকুন
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক সুন্দর একটা কাব্য পড়লাম।