![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিড়ে গেছে ঘুড়ির সুতো
নাটাই থেকে
উড়ে গেছে ঘুড়ি
দূর আকাশেতে
নেই আর ঘুড়ির সুতো
দু - মুঠোতে
চলে গেছে ঘুড়ি এখন
পরের হাতে
ঘুড়ির জন্য কাঁদি তাই
প্রতি রাতে।
হাজার ঘুড়ির মাঝে আমি
যাকে খুঁজে পেয়েছি
ভালোবাসার রঙ দিয়ে
যাকে সাজিয়েছি
মনের মাঝে যাকে নিয়ে
স্বপ্ন পুষে রেখেছি
সেই ঘুড়িটা সুতো ছিড়ে
চলে গেছে বহুদূরে
তাইতো ঘুড়ির জন্য আমার
এ মনটা কেঁদে মরে।
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫
হিমু কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার পরামর্শ মূলক মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবি, শিরোনাম যেহেতু উপরে দিয়েছেন সেহেতু নিচে আবার শিরোনাম ও কবির নাম দেওয়ার দরকার মনে করি না । না দিলে হয়ত আরো সুন্দর হত ।
লিখুন বেশি করে। পাশাপাশি মন্তব্য চালিয়ে যান। গঠনমূলক মন্তব্য ও সুন্দর লেখা প্রকাশ আপনাকে খুব দ্রুত প্রথম পাতায় সুযোগ এনে দিবে আশা করি।
শুভ কামনা থাকলো নিরন্তর।