![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে চুরি-ডাকাতির কথা। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অ্যাক্টিভ না থাকায় সাধারণত চোর-ডাকাতরা একটু জেগে উঠেছে। তার মানে এই নয় যে দেশটা রসাতলে চলে যাচ্ছে। অনেককেই বলতে শুনেছি - দেশটা স্বাধীনের আগেই ভাল ছিল। যারা এ কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি..... একবার ছাত্র-ছাত্রীদের গণহত্যার কথা ভাবুন, একবার শাপলা চত্বরের কথা ভাবুন, একবার বিডিআর ট্রাজেডির কথা ভাবুন, একবার আয়না ঘরের কথা ভাবুন। আপনার শরীর কি একবারও শিউরে উঠে না? তবুও বলবেন এ কথা।
আরে ভাই এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথ করে নাই। দেশ স্বাধীন হলো তিন-চার দিন হলো। এর ভিতরেই দেশের সব খারাপ পরিস্থিতি ঠিক হয়ে যাবে? কমপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ করার সময়টুকু তো দিতে হবে। আর সকল সিস্টেম চেঞ্জ করার জন্য কমপক্ষে দুই থেকে তিন বছর তো সময় দিতে হবে এ সরকারকে তারপর ঠিক না হলে বলবেন। এখনই যদি সবাই বলা শুরু করে যে স্বাধীনের আগেই ভাল ছিল তারা বোকার স্বর্গে বাস করছেন। দেশের পরিস্থিতি যতটুকু সমস্যায় জর্জরিত আছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সমাধান হবে। নতুন অন্তবর্তী কালীন সরকার আজ রাতেই শপথ গ্রহণ করবেন। তাছাড়া আমাদের ছাত্রসমাজ আছে। দেখতেই পাচ্ছেন তারা বর্তমানে কিভাবে রাজপথের ট্রাফিক কন্ট্রোল করছে, রাতে ক্ষুদ্র জনগোষ্ঠী, মন্দির এবং চোর-ডাকাত পাহারা দিচ্ছেন। অবশ্যই আমাদের নতুন সরকার এবং ছাত্র সমাজের প্রতি ভরসা রাখতে হবে।
©somewhere in net ltd.