![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)
ওজন কমাতে খাবার মেপে মেপে খাওয়ার প্রয়োজন নেই মোটা মোটি একটা হিসাব করলেই চলবে। শরবত, কোকাকোলা, ফান্টা ইত্যাদি মৃদু পানীয় সব রকম মিষ্টি তেলে ভাঁজা খাবার, চর্বি যুক্ত মাংস, তৈলাক্ত মাছ, বাদাম, শুকনাফল, ঘি, মাখন, সর ইত্যাদি পরিহার করা প্রয়োজন। শর্করা ও চর্বি জাতীয় খাদ্য ক্যালরির প্রধান উৎস। চর্বিমুক্ত কম ক্যালরির খাদ্যে স্থুল ব্যক্তির ওজন খুব দ্রুত কমে। ওজন কমাতে পরিশ্রম ও নিয়মিত ব্যায়েমের পাশাপাশি খাদ্য তালিকায় পরির্তন খুবই গুরুত্বপূর্ণ।
সকালঃ দুধ ছাড়া চা বা কফি, দুটো আটার রুটি, একবাটি সবজি সিদ্ধ, ১ বাটি কাঁচা শশা। শশা ওজন কমাতে জাদুর মত কাজ করে।
দুপুরঃ ৫০-৭০ গ্রাম চালের ভাত। মাছ বা মুরগির ঝোল ১ বাটি। এক বাটি সবজি ও শাক, শশার সালাদ, এক বাটি ডাল এবং ২৫০ গ্রাম টক দই।
বিকালঃ দুধ ছাড়া চা বা কফি, মুড়ি বা বিস্কুট ২টা।
রাতঃ আটার রুটি তিনটা, একবাটি সবুজ তরকারি, একবাটি ডালম টকদই দিয়ে এক বাটি সালাদ এবং মাখন তোলা দুধ।
(সংগৃহীত)
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
চারশবিশ বলেছেন: এগুলো কি সকাল, দুপুর, বিকাল ও রাতের খাবারের
আগে খেতে হবে না পরে খেতে হবে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
হিতাকাঙ্খী বলেছেন:
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
আখতার ০১৭৪৫ বলেছেন: Good
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
সাংগু বলেছেন: চারশবিশ বলেছেন: এগুলো কি সকাল, দুপুর, বিকাল ও রাতের খাবারের
আগে খেতে হবে না পরে খেতে হবে
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
জননেতা বলেছেন: ভাই একটু ভুল বলেছেন। দুধ এ কেলরি খুব কম 250 ml এ মাত্র ৭৫ কেলরি। তা ছাড়া দুধ আপনের শরিরের হাড় শক্ত করতে সাহায্য করে। কেলরি সবচেয়ে বেশি ভাতে। সুতরাং ভাত খাওয়া কমাতে হবে। http://www.mynetdiary.com এ সাইট এ সাইন আপ করে আপনের প্রতিদিন এর খাদ্য তালিকা ঠিক করতে পারেন। আমি অনেক উপকার পায়েছি
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
প্রবাস কন্ঠ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
রুচি বলেছেন: ডিমের ব্যাপারে কিছু বলবেন না? আমার কাছে মনে হয় ডিম খেতে না পারলে জীবন বৃথা
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: দরকারী পোস্ট ।ধন্যবাদ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
জননেতা বলেছেন: @ রুচি ঃ ডিমের ক্যালোরি মাত্র ৭৫।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
শাকিল ১৭০৫ বলেছেন: প্রিয়তে রাখলাম
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
দুরন্ত-পথিক বলেছেন: ভাই এমনে কি খাওয়া যায় আপনি বলেন?তার চেয়ে খেয়ে মরে যাওয়া ভাল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
নির্জনা০০৭ বলেছেন: দরকারি পোস্ট
প্রিয়তে রাখলাম ।