নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

মানসিক চাপ কমাতে ছয়টি উপায়

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

মানসিক চাপে ভোগেন না এমন কোনো মানুষ নেই। কিন্তু অনেকেই এই চাপ মোকাবিলা করতে পারেন না। এর প্রভাব ফেলে শরীরে ও মনে, দেখা দেয় নানা রোগ। তাই মানসিক চাপে বা টেনশনে পড়লে দ্রুত তা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। এ ক্ষেত্রে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

১. লম্বা করে শ্বাস নিন নাক দিয়ে, কয়েক সেকেন্ড ধরে রাখুন, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। প্রশ্বাসের সময় তলপেট প্রসারিত করুন। চোখ বন্ধ করে এ পদ্ধতি প্রয়োগ করুন, অনেকটা স্বস্তি অনুভব করবেন। রক্তচাপ কমবে, পেশি বিশ্রাম পাবে, উদ্বেগ-দুশ্চিন্তা প্রশমিত হবে।

২. মন ভালো করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে প্রিয় গানে মগ্ন হওয়া। তা ক্লাসিক, রবীন্দ্র, নজরুল, আধুনিক, ব্যান্ড বা সিনেমার গান যেকোনো কিছুই হতে পারে।

৩. বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিন। বেড়াতে যান বন্ধু বা আত্মীয়স্বজনের বাসায়। স্থানের পরিবর্তন মনে ইতিবাচক প্রভাব ফেলে।

৪. সুনিদ্রা মানসিক চাপ কমিয়ে দেয়। ঘুম না এলে গল্পের বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমান। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছেমতো ঘুমের ওষুধ খাবেন না।

৫. শুধু শরীর সুস্থ রাখাই নয়, ব্যায়াম মানসিক চাপ কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

৬. মানসিক চাপে থাকলে অনেকেই ঝুঁকে পড়েন মাদকের দিকে। এতে কোনো উপকারই হয় না বরং শারীরিক ও মানসিক স্থায়ী ক্ষতি হয়। তাই ধূমপান ও মাদককে ‘না’ বলুন।

মানসিক চাপে শরীরের ক্ষতি

মাথা

খিটখিটে মেজাজ, মনঃসংযোগের ঘাটতি, অনিদ্রা

ত্বক

ত্বকের নানা সমস্যা, যেমন: ব্রণ

হাড়ের সংযোগস্থল ও মাংসপেশি

যন্ত্রণা, চাপ ও হাড়ক্ষয়

হূৎপিণ্ড

রক্তচাপ, হূদ্স্পন্দন ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে

পাকস্থলী

পেটব্যথা, বমিভাব ও ওজনের ওঠানামা

অন্ত্র

বদহজম, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য

(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

মাহিরাহি বলেছেন: আরেকটি ভাল উপায় হল ধর্ম কর্মে প্রশান্তি লাভ।

এক ভদ্রলোক চিকিতসকের কাছে গিয়েছিলেন, মানসিক চাপ সহ্য করতে না পেরে।

বাসায় ফিরলেও অফিসের ঝামেলা তাকে তাড়া করে ফেরত।

চিকিতসক তাকে পরামর্শ দিলেন সপ্তাহে দুদিন কাছের কোন গোরস্তানে কাটিয়ে আসতে। এবং চিন্তা করতে একসময় মৃত ব্যক্তিগুলোও হয়ত তারও চাইতে বেশি ব্যাতিব্যস্ত ছিল জীবন নিয়ে, কিন্তু এখন কেউ তাদের কথা একটুও ভাবার ফুরসত পায় না।

কিছুদিনের মধ্যেই লোকটি সূস্থ হয়ে গিয়েছিল।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

শূন্য পথিক বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

ডোরা রহমান বলেছেন: উপকারি পোষ্ট।

ধন্যবাদ :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১১

শফীক রহমান বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২২

স্পাইসিস্পাই001 বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.