নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

গরম পানির গুনাগুন !

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬



সাধারণ ছোটখাট রোগ প্রতিরোধ করতে এবং শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে গরম পানির ব্যবহারের জুড়ি মেলাভার।



১। উষ্ণ পানিতে সামান্য লবণ মিশিয়ে গারগিল করলে-

ক। গলা ব্যথা কমে।

খ। গলার ইনফেকশন দূর করে।

গ। শরীর থেকে বিষাক্ত বর্জ্য অপসারণ (ডি-টক্সিফিকেশন) করে।



২। গরম পানিতে গোসল করলে-

ক। গরম পানি ত্বকের টানটান ভাব বজায় রাখা।

খ। ফাইব্রোমায়ালজিয়া ও সাধারণ বাতের উপশমে ভীষণ কার্যকরী।

গ। হরমোন ও শরীরের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে।

ঘ। মেটাবলিক রেট ১২ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

ঙ। শরীরের পানি শূন্যতা দূর করে।



৩। স্টীম বাথ-

ক। শরীরের অতিরিক্ত ওজন কমায়।

খ। ত্বককে আরও প্রাণবন্ত ও সজিব করে।

গ। শরীরকে নমনীয় অবস্থায় আনে।

ঘ। শরীরের পেশীগুলোকে ও মানসিক চাপ কমিয়ে আনতে সাহায্য করে।

ঙ। সাবকিউটেনাসের চর্বিকে নরম করে কার্যকরভাবে বেরিয়ে যেতে সহায়তা করে।

চ। হুইপল্যাশ, সাইয়াটিকা, মেনোপজ, আর্থ্রাইটিস, কাঁধ শক্ত হওয়া, ঘুম না আসা, ব্রণ, পেটের সমস্যা, কানের রোগ প্রভৃতি সারানো সম্ভব।

ছ। কাঁধের পেরিআর্থ্রাইটিস, সাইয়াটিকা, রজস্রাবকালীন বেদনা দূর করে।

জ। নিউরোডারমাটাইটিস, সংক্রমণযুক্ত একজিমা, অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণ দূর করে।

ঝ। ফেসিয়াল প্যারালাইসিস (বেলস পালসি), ডায়েরিয়া, কোলেসিসটাইটিস, নিউব্যাসথেনিয়া, পেলভিক সংক্রমণ, শিশুদের নিউমোটিয়া, দাদ ইত্যাদি দূর করে।



৫। হার্ট এটাক প্রতিরোধে খাওয়ার পর গরম পানি পান করা ভাল।



৬। খাওয়ার পর ঠাণ্ডা পানির পরিবর্তে হালকা গরম পানি পানই অপেক্ষাকৃত নিরাপদ কেননা ঠাণ্ডা পানি তৈলাক্ত খাদ্যকে কঠিন করে তোলে, পরিপাকক্রিয়াকেও করে তোলে ধীর।



(সংগৃহীত)

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:২১

ইকরাম বাপ্পী বলেছেন: Valo hoyeche lekhata......tobe gorom kale ki gorom pani diye gosol korle valo lagar kotha ba kaj hobe? Steam bath ki kore korte hoy janaben ki?

২| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

ডি মুন বলেছেন: প্রিয়তে নিলাম
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.