নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

::::: গ্যাস্ট্রিক !

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬



আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়েই ইউনিভার্সিটি বা কলেজে চলে যাই। ক্লাস শেষে বাসায় আসার সময় খুবই খারাপ লাগতে থাকে, অস্বস্তিবোধ হতে থাকে, খাবারে অনীহা চলে আসে, পেট জ্বালা, বুক জ্বালা, টক বা ঝাল পানি উদগিরিসহ বমি বমি ভাব হতে থাকে। বেশি ভাগ মানুষই এই জিনিসগুলো পাত্তা দেয় না; পাত্তা না দেওয়ার কারণে সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে। অথচ, একটু সচেতন হলেই আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি। উপরের বর্ণিত সমস্যাগুলো হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। যাদের গ্যাস্ট্রিক আছে, তাদেকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবেঃ

--> তেঁতুল, লেবু, চাটনি, পান, চুন, খয়ের, তামাক পাতা, সুপারি, জরদা ইত্যাদি খাওয়া যাবে না।

--> ঠিক সময় খাবার খেতে হবে, দেরি করা যাবে না।

--> প্রতিদিন প্রায় একই সময়ে দিনের ৩ বেলা খাবার গ্রহণ করতে হবে। --> তৈলাক্ত খাবার খাবেন না; বিরিয়ানী, মোঘলাই, চাইনিজ খাবার এড়িয়ে চলুন।

--> চা, কফি, সিগারেট, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না।

--> মদ বা এ্যালকোহল মিশ্রিত কোন পানীয় পান করা যাবে না।

--> একটু মাথাব্যথা করলেই এসপিরিন এই ধরণের ওষুধ খাবেন না।

--> কখনো পেট খালি রাখবেন না, মুড়ি বা অন্যকিছু সবসময় হাতের কাছে রাখবেন।

--> ভাত খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে পানি খাবেন।

--> প্যাকেটের জুস খাবেন না।

--> নরম ভাত, ইসবগুলের ভুসি, সুজি, সাগু, বাচ্চা মুরগির স্যুপ ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন।

ভয় পাওয়ার কিছু নেই, উপরের পরামর্শগুলো মেনে চলুন। আশা করি, আস্তে আস্তে পেপটিক আলসারের সমস্যাগুলো কমতে থাকবে।



(সংগৃহীত)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ডরোথী সুমী বলেছেন: আলসার হবার প্রশ্নই আসেনা। আপনার দেয়া সব নিয়ম পালন হয়ে যায়। কারন আমি তিনবেলা কেন পারলে পাঁচ ছয় বেলা খেতে ভালবাসি। অনেক ধন্যবাদ নিশ্চিন্ত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.