নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি 'হিটাকাঙ্ক্ষী' নই 'হিতাকাঙ্খী'

হিতাকাঙ্খী

আমার অনুর্ভর মস্তিষ্কে তেমন কোন লেখাই আসেনা যাহা আদৌতে প্রকাশ যোগ্য তাই বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে সবার জন্য উপকারী লেখাগুলো তথ্যসূত্র সহ \'কপি-পেষ্ট\' করি। পোষ্ট \'হিট\'- হলো কি-না হলো এতেও আমার কিছু যায়-আসে না, এককথায় আমি, \'হিটাকাঙ্ক্ষী\' নই, তবে নিঃসন্দেহে সবার \'হিতাকাঙ্খী\'। (তথ্য অথবা তথ্যসুত্রগুলো যদি কারো কাছে নির্ভরযোগ্য মনে না হয়, তবে এড়িয়ে যাবার বিনীত অনুরোধ রইল। পোষ্টগুলোতে আপনার বিরক্তি সাদরেই গৃহীত হবে)

হিতাকাঙ্খী › বিস্তারিত পোস্টঃ

মাছের কাঁটা গলায় বিঁধেছে ? জেনে নিন ৭টি সহজ উপায় :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩


গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করেন? প্রথমেই খাওয়া হয় পানি, তারপর ভাতকে মুঠো করে খেয়ে ফেলা হয়। কিন্তু এতেও যদি কাঁটা না নামে, তাহলে কী করবেন? জেনে নিন ৭টি ভিন্নরকম কৌশল।

১. গলায় কাঁটা বিধলে পানি পান করেন? কেবল পানি পান করলে হবে না। হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

২. গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চান? তাহলে এক কাজ করুন, ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না। পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।

৩. ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে। গলায় কাঁটা বিঁধলে খেলে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে আর আপনি টেরও পাননি।

৪. এক টুকরো লেবু নিন, তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

৫. পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে।

৬. গলায় বিঁধেছে কাঁটা? একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে।

৭. গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা। এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।

(সংগৃহীত)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

আহমেদ আলিফ বলেছেন:
ধন্যবাদ!
৬ নং টা সন্দেহ লাগলো!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

আহলান বলেছেন: একটি দোআ আছে - ফালাওলা ইজা বালাগাতিল হলকুম

অন্য কেউ দোআ টা বার বার পড়ে গলার হাত দিয়ে মালিশ করলে কাটা চলে যায়। এটি একটি পরীক্ষীত আমল ........... তবে নিজে পড়ে মালিশ করলে কাজ হয় না।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

ঢাকাবাসী বলেছেন: বিলাইর পা ধরলে কাটা গায়েব হবে। ট্রাই।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: দরকারি পোস্ট! ধন্যবাদ !!!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: হুম

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: ছোট বেলায় ভয়ে ছোটমাছ খেতাম না, ইলিশ তোঁ দুরের কথা। হ্যাঁ বড় মাছ খেতাম কাটা বেছে। সবচে খারাপ কৈ , তেলাপিয়া ইত্যাদি। এদের কাটা জুতসইভাবে বেধে। শুকনা ভাত ছাড়া অন্যকিছু ট্রাই করিনি । বছর দশেক হয় নতুন পদ্ধতি বের করেছি এবং ছেলেকেও প্রয়োগ করেছি। শুকনা গামছা, তোয়ালে , ব্যান্ডেজ এক আজ্ঞুলের মাথায় নিয়ে আরেক হাতে গলার সন্দেহভাজন জায়গায় চেপে ধরুন। এরপর কাপড় দেওয়া আঙ্গুল ভিতরে ঢুকিয়ে ভেতরের দিকে ঠেলা দিন। না গেলে এবার আবার ঢুকিয়ে টেনে আনুন । কাটা বেরুবেই। প্রমানিত। আমার নিজেরটা আমি নিজেই করি এবং এখনো মিস হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.