নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নাটকের চেয়ে শতগুণ নাটকীয় মানুষের জীবন...

দ্বিধারঞ্জন

স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো।

দ্বিধারঞ্জন › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধুর জন্মদিন!!

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

১৫ জানুয়ারী ২০১৫

শুভ জন্মদিন! কথাটা শুনে একটা মৃদু ভালো লাগায় মন ভরে যায়না এমন মানুষের সংখ্যা নগণ্য। মানুষ যেদিন জন্ম নেয় সেদিনটাকে একান্তই তার নিজের ভাবে, এ তারিখটার সাথে আলাদা একটা টান সে অনুভব করে। এদিন সে এই সুন্দর পৃথিবীতে এসেছিল। সেদিন সবাই তাকে মনে করে অভিবাদন জানায়; কতো রকমের উপহার দেয়। বন্ধু তোকে উপহার হিসেবে দেয়ার মতো কিছু নেই আমার কাছে; যতটুকু দিতে পারি তা হলো অকৃত্রিম শুভেচ্ছা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা। মাঝে মাঝে তোর অকৃত্রিম ভালোবাসা দেখে আমার চিত্তে বিস্ময় সৃষ্টি হয়। বন্ধুর প্রতি ভালোবাসা কি এমনইতো হওয়া উচিত!

বন্ধু; দিন নয়, মাস নয়, বছরও নয় হাজার বছর বেঁচে থাক। তোর জীবন অনেক সুন্দর হোক। হাসি আনন্দের মাঝে পরিবারের সাথে, নতুন জীবনসঙ্গী নিয়ে অতিবাহিত হোক তোর ভবিষৎ জীবন।

তোর প্রতিটা দিন যেন আজকের দিনের ন্যায় শুভ হয় সেই কামনা করি। ভাল থাকিস বন্ধু... সব সময়। পাশে থাকিস। জানিসই তো আমি কেমন তবুও আগলে রাখিস....।

"শুভ জন্মদিন রশিদ গাজী "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.