![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রপ্তানি উন্নয়ন ব্যুরো চলতি ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ লাখ ৬১ হাজার ৩০০ কোটি টাকা যা সাড়ে ৩৩ বিলিয়ন ডলারের সমান। রপ্তানি প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৩৮ ভাগ। গত অর্থবছর রপ্তানির পরিমাণ পূর্বের বছরের তুলনার বেশি হলেও আন্তর্জাতিক মুদ্রার মূল্য কমে যাওয়ার কারণে আয়ের পরিমাণ কমেছে। গত বছর দেশে হরতাল ও অবরোধের নামে ধ্বংসাত্মক কার্যকলাপের পরও রপ্তানিকারকগণ রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। দেশে স্বাভাবিক অবস্থা বিদ্যমান থাকলে এবং আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল্য কমে না গেলে গত বছর লক্ষ্যমাত্রার বেশি মূল্যের পণ্য রপ্তানি করত বাংলাদেশ। গত অর্থবছরে ৩৩.২ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ৩১.২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা সম্ভব হয়েছে। আর্থিক মূল্যে আমাদের রপ্তানির পরিমাণ কম মনে হলেও পণ্যের রপ্তানির আন্তর্জাতিক মুদ্রার মান বাড়লে এ বছর আমাদের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সরকার পরিকল্পনা মোতাবেক রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশবাসী এর সুফল পেতে শুরু করেছে। প্রচলিত পণ্যের পাশাপাশি দেশের ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং ফার্নিচার রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা নিয়েছে। এ সকল সেক্টরেও দিনদিন রপ্তানি বেড়েই চলেছে।
©somewhere in net ltd.