নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতা

হিজবুল্লাহ আন্দালিব

নিজেকে জানাতে চাই.।.।.।।।

হিজবুল্লাহ আন্দালিব › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সরকারের নিরাপত্তা বাহিনী

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১



বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ। দ্বিতীয় পর্বে অংশ নিতে ছুটে আসছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এই মহাসমাবেশ। প্রথম পর্বের পর চারদিন বিরতি দিয়ে শুরু এজতেমার দ্বিতীয় পর্ব। এ দুই পর্ব মিলিয়ে দেশের মোট ৩২ জেলার মুসল্লিরা এবারের ৫১তম বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বাদ পড়া বাকি ৩২ জেলার মুসল্লিরা। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা ময়দানে ভিড়, প্রচুর সংখ্যক মুসল্লি ময়দানে এসে নিজ নিজ জেলাওয়ারী খিত্তায় অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পানি, বিদ্যুৎ ও গ্যাস নিরবচ্ছিন্নভাবে সরবরাহের ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমা ময়দানে ১৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। যা থেকে দৈনিক প্রায় ৩ কোটি লিটার সুপেয় পানি মুসল্লিদের মধ্যে সরবরাহ করা হবে। বিপুল সংখ্যক টয়লেট, গোসল ও ওজুখানা তৈরি করা হয়েছে। এছাড়া ওয়াসা কর্তৃপক্ষও তাদের গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে পানি সরবরাহ করবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইজতেমা ময়দানের বিদেশি মেহমানখানায় ও ইজতেমা আয়োজকদের রান্না-বান্নার প্রয়োজনীয় স্থানে গ্যাস সংযোগের কাজ সম্পন্ন করেছে। এছাড়াও বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের প্রায় ৫ সহস্রাধিক সদস্য এজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকছে। বিশ্ব এজতেমার দুই পর্বে মুসল্লিদের নিরাপত্তায় রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র্যা বের কন্ট্রোল রুম থেকে তা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্লোজ সার্কিট ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন ঘটতে না পারে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। দ্বিতীয় পর্বে নিরাপদ যাতায়াত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ ও র্যা বের সদস্যরা ৫টি করে স্তরে বিভক্ত হয়ে পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, নৌ-টহল, চেকপোস্ট ও র্যা বের হেলিকপ্টার টহল দিবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ঢাকাবাসী বলেছেন: ভাল।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, কাজটা ভালো হচ্ছে। দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.