নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষুক ভিক্ষার অন্তরালে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

ভিক্ষা করে দশ টাকা রোজগার করতে যদি বলা হয় আমাকে বা আপনাকে, পারবেন ?

উত্তর হবে এর চেয়ে মরে যাওয়াও ভালো । তাহলে একটু চিন্তা করে দেখি তো অসহায় বৃদ্ধ কোন মানুষ কতটা গ্লানি নিয়ে ভিক্ষা করতে রাস্তায় নামে । আস্তে আস্তে হয়ত লজ্জা কেটে যায়, নির্লজ্জের মত টাকা চায় আমাদের কাছে । ভিক্ষুক জীবনের প্রথম দিনটা তার কিভাবে কেটেছে ? কত জনের কাছে হাত পাততে যেয়েও ফিরে এসেছে লজ্জায়, কতবার চোখে ভয় নিয়ে সে আশেপাশে তাকিয়েছে পরিচিত কেউ দেখে ফেলে কিনা ! কতটা গ্লানি মিশে থাকে সে অনুনয়ে যখন সে গাড়ির কাঁচ ধরে থাকে ২ টাকার জন্য ।

ভণ্ড তো থাকেই, কোথায় ভণ্ড নেই ? দেশের নীতিনির্ধারকরা যদি বিলাসিতার জন্য ভণ্ডামি করতে পারে , তাহলে একজন ভিক্ষুক পেট ভরে ভাত খাওয়ার জন্য যদি ভণ্ডামি করে দোষ কোথায় ?

ভালোমত ৫-৭ সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে থাকলেই বুঝতে পারবেন সে প্রতারনা করছে কি না । অসহায়,ক্ষুধায় মলিন চোখ প্রতারনা করতে পারে না ।

পঙ্গু বৃদ্ধ ভিক্ষুক পুনর্বাসনের জন্য দেশের নীতিনির্ধারকদের কি কোন স্থায়ী কার্যকরী পরিকল্পনা আছে ? অথবা আমরা যারা আছি তারা কি কোন বড় পরিকল্পনা হাতে নিয়েছি এই সমস্যা সমাধানের জন্য ? নাকি বলেই চলেছি, দূর হ ! খবরদার গায়ে হাত দিবি না ভিক্ষুকের বাচ্চা ! এই দেশের মান ইজ্জত আর থাকলনা ভিক্ষুকদের কারনে ।

সমস্যাটা আমাদের সুতরাং আমরাই করব এর সমাধান !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

এম আর ইকবাল বলেছেন: বেশিরভাগ ভিক্ষুকের কাছে এটা একটা পেশা ।
পঙ্গু বৃদ্ধ ভিক্ষুকের কথা বাদ রাখছি ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

সাচৌ বলেছেন: হুম্ম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.