নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচৌ

এক কথায় ভাবুক! বহুকথায় আমি একজন স্বাধীন মানুষ, রোবট নই! তাই কারো কথায় সহজে প্রভাবিত হই না,সবার কথা শুনি, সবার লিখা পড়ি, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি , কেন তিনি এমন করে ভাবছেন!বুদ্ধিমান মানুষের সঙ্গ খুব উপভোগ করি,তাদের সাথে মতের মিল হলে ভাল, না হলে আরও ভাল, গলায় জড়াজড়ি করে বলি, আসেন আপনার কাছ থেকেই নতুন কিছু শেখা যাবে!

সাচৌ › বিস্তারিত পোস্টঃ

মাধ্যম কি বাংলা না ইংরেজী ?

২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০

চমৎকার ভাবে আমাদের দেশে দুই মাধ্যমে একযোগে পড়াশুনা চলছেঃ বাংলা এবং ইংরেজী । চলুক তাতে কোন সমস্যা নাই । কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে এই দুই মিডিয়াম থেকে পাশ করা ছেলেমেয়েদের মূল্যায়ন আপনি কিভাবে করছেন । উদাহরন দিয়ে সহজ করে বলিঃ

# বাংলা মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের ইংরেজিতে গড় দক্ষতা, আর ইংরেজি মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের ইংরেজির উপর গড় দক্ষতা একটা পর্যায় পর্যন্ত কখনোই সমান হবেনা ।

# ঠিক একইভাবে বাংলা মিডিয়াম থেকে পাশ করা ছাত্রের বাংলার উপর গড় দক্ষতা এবং ইংরেজি মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের গড় দক্ষতা কখনোই সমান হবেনা । (অভিজ্ঞতায় দেখেছি ইংরেজি মাধ্যেমের অধিকাংশের ও বেশী ছাত্র বাংলার নাম শুনলে চোখে সর্ষে ফুল দেখে )।

# আপনি বাংলা মিডিয়ামের ছাত্রদেরকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়িয়ে, ইউনিভার্সিটিতে পাঠিয়ে বললেন যাও বাবা তোতাপাখির মত পড়াশোনা কর । না পারলে ডিকশনারী আছে না ? বেশ ভাল ! অধিকাংশ শিক্ষক ক্লাস লেকচার কিন্তু বাংলাতেই দিচ্ছেন !!!

আমি প্রশ্ন করিঃ ইংরেজি মিডিয়ামের ছাত্রদের ক্ষেত্রে যদি এটা ঘটত, তাহলে কি তাদের অধিকাংশজন পড়াশুনা ছেড়ে বাউল হয়ে একতারা বাজাত না ?

আবার, চাকরীর বাজারে গিয়ে বাংলা মিডিয়ামের ছাত্ররা বেশ বড়সড় একটা ধাক্কা খাচ্ছে ইংরেজিতে দক্ষ না হওয়ার কারনে । যেন মিঃ মাইকেল ইংরেজি জানেন বলেই তার মাথা থেকে ভূরি ভূরি আইডিয়া বের হবে !!

কিন্তু এমন কেন হবে, যে চাকরীর বাজারে প্রবেশ করার আগেই সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে ? দোষ যদি কারো থাকে তাহলে সেটা শিক্ষানীতির ।

লক্ষ্য করবেন সবার মা বাবার কিন্তু সন্তানদেরকে ইংরেজি মিডিয়ামে পড়ানোর সামর্থ্য নেই । সেই প্রাচিন কালের সামন্তবাদী চেতনাই কি ফিরে আসছে না ? যার টাকা আছে তার জন্যই যুগোপযোগি পড়াশোনা ?

এর সমাধান কি ?

কয়েকটা দেশ তো চোখের সামনেই আছেঃ জাপান, জার্মানি ইত্যাদি ।

তারা মাতৃভাষায় পড়াশুনা করে বলে যুগের সাথে তাল না মিলিয়ে গণ্ড মূর্খ হয়ে আছে, আর আমরা হু হু করে মুখস্ত, শিখিয়ে দেওয়া পলিসি নিয়ে অথবা ধার করে সোজা আসমানের দিকে উড়ে যাচ্ছি । মনে রাখবেন আসমানের উপরে কিন্তু বিশাল মহাশূন্য ।

বহুত কথা বলে ফেললামঃ এবার আসেন দেখি একটা পরীক্ষা করি । আপনার মনমত একটা যে কোন একটা বিষয় নেন । এবার ইংরেজিতে আধা ঘণ্টা সেই বিষয়ের উপর চিন্তা ভাবনা করেন ।

কি ? ভজকট বেধে গেল ! চিন্তাভাবনা বাংলাতেই হয়ে যাচ্ছে ? তো খাতায় ভাবনা চিন্তাগুলো বাংলাতেই লিখুন না !

আমরা ১৬ কোটি মানুষ । বাজার কি আমাদের খারাপ ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০

বিষক্ষয় বলেছেন: Studies at University level, especially in science should be done in English as it allows access to research journals and books which are in English. I had a few junior students from my department in DU asking about getting PhD scholarship and I told them to sit for IELTS and get the required score for entry to the PhD program. None could get the required IELTS score and there was no way to help them. This is partly due to the fact that most student in our department uses bangla as their language in exams.

২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৯

সাচৌ বলেছেন: জাপান বা জার্মানির শিক্ষা নীতি কেমন ? তারা সায়েন্স কিভাবে পড়ে ?

২| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বিষক্ষয় বলেছেন: I have been to german universities in germany and most students in german universities can also read and write English very well and also they publish their research findings in journals published in English. Old germans who went to school before 1950 does not speak English as they were not taught English at school.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.