নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ ডানায় ভর করে যেতে হবে বহুদূর

[email protected]

হলদে ডানা

আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি শুন্য বনের শুন্য শাখায় নতুন করে ফাগুন ঢালি ব্যর্থতা সব যাক ভেসে যাক এই বেলাতে আশার আলো ছড়িয়ে পড়ুক এই মেলাতে জোয়ার ছোঁয়ায় হাওয়ার ঘায়ে নতুন দিনের বাজুক ডালি। - কবি মতিউর রহমান মল্লিক।

হলদে ডানা › বিস্তারিত পোস্টঃ

ইসলামী রাজনীতির বিরোধিতার অন্তরালে।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪১

এই ব্লগে জামায়াতের পক্ষে যত লেখা আসে তার অন্তত বিশগুণ বেশি আসে জামায়াতের বিপক্ষে। একদল লোক কাল্পনিকভাবে জামায়াতকে শত্রু বানিয়ে লিখেই চলছেন অবিরাম। কিন্তু কারণটা কি? এ নিয়ে একটি ছোট এবং তাৎক্ষণিক বিশ্লেষণ দেয়ার চেষ্টা করবো।



সারাদেশে কয়জন জামায়াত করে আর কয়জনই বা শিবির করে। এই ব্লগেই বা কয়জন সরাসরি জামায়াত করে? অতি নগন্য একটি সংখ্যা। তারপরও শুধু জামায়াত বিরোধিতা নিয়ে পোস্ট আর মন্তব্যে ছেয়ে যায় ব্লগ।



এই ব্লগে জামায়াত বিরোধিদের লেখার আর বিরোধিতার ধরণ দেখলে মনে হয় জামায়াত ক্ষমতায় গেল বলে। এবার না গেলেও আগামিবারই বুঝি যায়। কিন্তু বাস্তব সত্য হচ্ছে আগামি পঞ্চাশ বছরে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতে ইসলামীর যাওয়ার কোন সম্ভাবনা নেই।



প্রশ্ন হচ্ছে তারপরেও কতিপয় ব্লগারদরে বজামায়াত বিরোধিতায় জীবন পাত করে দেয়ার শপথ কেন? সারাদিন কেন জামায়াত শিবিরের বিরোধিতায় এরা লেগে থাকে?



আসলে সমস্যা জামায়াত শিবির কে নিয়ে নয়, সমস্যা ইসলামকে নিয়ে। বস্তুত এ পৃথিবীর সমাজ সভ্যতায় যারা দীর্ঘদিন আধিপত্য করছে, নেতৃত্ব দিচ্ছে, সেই ভোগবাদী নেতারা পৃথিবীবাসীকে অনেক টেকনোলজি উপহার দিয়েছে, বস্তুগত অনেক উন্নয়নের স্বাদ এ পৃথিবীবাসীকে তারা দিয়েছে। কিন্তু একটি জিনিস তারা দিতে পারেনি। মানব-জীবনের বহুবিধ সমস্যার পূর্ণাঙ্গ কোন সমাধান তারা দিতে পারেনি। গত পরশুর (২৮/১/০৮) এএফপির রিপোর্ট- চীনে গত বছর ১৪ লক্ষ পরিবার ভেঙেছে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। এভাবে সারা বিশ্বের মানুষ বস্তুগত উন্নয়নের বিপরীতে আত্নিক আরা পারিবারিক শান্তি খুইয়েছে, খোয়াচ্ছে। তারা আজ দিশেহারা, কোথায় একটি পূর্ণাঙ্গ শান্তির পরশ। ঠিক এ মূহূর্তে সারা বিশ্বেই বিভিন্ন সংগঠন বিশেষত যুবকেরা ইসলামের শাশ্বত আদর্শের আলো ছড়াতে শুরু করেছে যেখানে বলা হচ্ছে বিশ্ব নেতৃত্ব আল্লাহর বান্দাদের হাতে এলেই কুরআনের ছোয়ায় মানবতার শান্তি প্রতিষ্ঠিত হবে।



এখানেই বুশদের আপত্তি, ভয়। নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। একেতো এই নেতৃত্বের হাতে পৃথিবীবাসীকে দেয়ার মত কিছূ ভোগ্যপন্য ছাড়া আর কিছূ নেই, তাই শান্তিময় কোন আদর্শ দেখলেই ঘরপোড়া গরুর মত এরা আর্তচিৎকার করে ওঠে, অন্যদিকে ইসলাম নেতৃত্ব পরিবর্তনের যে দাওয়াত দিচ্ছে তার চুড়ান্ত ফলাফল যে ভোগবাদীদের হাত থেকে নেতৃত্ব ছুটে যাওয়া তা এরা উপলব্ধি করতে পারছে। তাই সর্বশক্তি দিয়ে ইসলামের জাগরণ ঠেকানোর জন্য ষাড়ের মত ছুটে চলছে পশ্চিমা রাখাল।



বিরোধিতাকারী সেসব ব্লগাররা এদেরই আদর্শিক কর্মী, এই ভোগবাদী সমাজের পাহাড়াদার, সুবিধাভোগী। বাংলাদেশে ইসলামের শান্তিময় বাণী তাই এদেরকেও সমানভাবে পীড়া দেয়। জামায়াতে ইসলামী কোন সমস্যা নয়, সমস্যা ইসলাম। এ মূহুর্তে জামায়াতে ইসলামী যেহেতু সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে তাই আপাত-টার্গেট জামায়াতে ইসলামী। এখানে যদি অন্য কোন দল থাকতো তবে এরা সমানভাবে তাদের বিরুদ্ধেই লাগতো। বিশ্বের সর্বত্র তাকান, দেখবেন যেখানেই ইসলামের পতাকাবাহী কোন সংগঠন মাথা উচু করেছে, তাদের বিরুদ্ধেই হাজারো অভিযোগ খাড়া হয়েছে। এটি হবেই । এটাই ঐতিহাসিক সত্য। হযরত নূহ আ. সাড়ে নয়শো বছর এভাবে অসংখ্য মিথ্যা অভিযোগ নিয়েই দাওয়াতী কাজ করেছেন। সূরা আরাফে তো সিরিয়াল অনুযায়ী নবীদের ইসলামী আন্দোলনের সেই ঝঞ্ঝাবিক্ষুদ্ধ আন্দোলনের ইতিহাস দেয়া হয়েছে।



আমরা হতাশ নই। ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হবার জন্য। এবং হবেও। জামায়াত আমাদের কাছে বড় কিছূ নয়। আমরা ইসলামের বিজয় দেখতে চাই। জামায়াতের মধ্যে যদি কোন সমস্যা থেকে থাকে তবে আওয়ামী লীগ বিএনপি কেউ এগিয়ে আসুক ইসলামের পতাকা হাতে, সুসংগঠিত চেষ্টা চালাক, আমরা পাশে থাকবো, ছুটে যাব। কেউ তো আসছেনা। তাই আপাতত যারা আছেন, তাদের সাথেই আমরা আছি।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৫/-১৯

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৩

রাশেদ বলেছেন: হইলদা ডানা আমার নাম নিছে। লাইফবয় দিয়া এখনি গোসল কইরা আস্তে হবে! :(

আর হইলদা ডেনা, এতো ইসলাম ইসলাম মারাও, আরেকজনরে ইসলাম বিরোধী না জাইনা কও কোন আক্কেলে!! আমি ইসলাম মানি কি মানি না সেইটা ল্যাবেল লাগাইয়া আপ্নাগো মত ঘুরার দরকার দেখি না। THATS IT.

২| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪

হলদে ডানা বলেছেন: মন্তব্য করতে থাকুন। পরে ধীরে সুস্থে জবাব দেব।

৩| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৫

আলী আরাফাত শান্ত বলেছেন: মাইনাস।রাশেদ ভাই এর সাথে একমত।

৪| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৬

জেনারেল বলেছেন: ব্যক্তি আক্রমনের পোষ্ট কাজেই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হল,


আর সবাইকেও অভিযোগ জানানোর জন্য অনুরোধ করছি।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৭

হলদে ডানা বলেছেন: যাদের কাজই ব্যাক্তি-আক্রমণ করা, তাদের মুখেই এ সুবোধ অভিযোগ। ভালোই বলেছেন।

আমি কাউকে আক্রমণ করিনি। শুধু মানসিকতা ও মতামতের ধরণ উল্লেখ করে কারণ বিশ্লেষণ করেছি।

৫| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৯

রাশেদ বলেছেন: কমেন্ট করার আগেই করছি জেনারেল ভাই।

৬| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৯

বুড়া শাহরীয়ার বলেছেন: সুন্দর পোস্ট।
+

৭| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮

শয়তান বলেছেন: ইসলাম ধর্মে রাজনীতি বলে কিছু নেই ।
আর ধর্মের নামে রাজনীতি করে ভন্ডরা ।
জামাতে ইসলামি তেমনি একটা ভন্ডের দল ।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯

হলদে ডানা বলেছেন: ইসলাম সবকিছূ কভার করেছে, শুধু রাজনীতিটা শয়তানের হাতে ছেড়ে দিয়েছে, তাইতো বলছেন?

৮| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫

ভালো বলেছেন: হা হা হা । এটা নাকি ব্যক্তি আক্রমন পোষ্ট । মাথা খারাপ হয়ে গেছে নাকি লোকজনের :)

ঠিক আছে হলদে ডানা । আপনি পোষ্টে কারো নাম উর্লেখ না করেন । তারপর দেখি কি বলে।

আসলে ওদের কাছে কোন উত্তর নেই এসবের । প্রতিটা মুহুর্তে নিজের বিবেক-বুদ্ধির সাথে প্রতারনা করে চলছে এরা ।


রাশেদ এই পোষ্টে প্রথম যে কমেন্টটা করেছে সেই একই কমেন্ট আমার পোস্টে করেছিলো অত্যন্ত অশ্লীল ভাষায । আমাকে মুছে দিতে হয়েছে । আর সেই পাবলিক ব্যক্তি আক্রমন শেখাতে আসছে ।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৪

হলদে ডানা বলেছেন: এদের বৈশিষ্ট মোটামোটি সবাই বুঝে ফেলেছে। এরা নিজেদের পরিচয় নিজেরাই দিচ্ছেন। আমরা আর কি পরিচয় করিয়ে দেব।

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। এডিট করে দিয়েছি। কোন ফাকা রাখলামনা।

৯| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৬

রন্টি চৌধুরী বলেছেন: জামাত একটি ভন্ড দল কিনা বলতে পারছি না, তবে এটা বলতে পারি, জামাতের বর্তমান নেতৃত্ব ভাল নয়, এরা এই দলটিকে রক্তপিপাসু লোভী আর আদর্শহীন বানিয়ে দিয়েছেন। আমি ব্যাক্তিগতভাবে অনেক জামাত আদর্শের লোকদের চিনি, তাদের কেউ কেউ অনেক ভাল যতটা আমি অন্তত কখনই হতে পারব না বলে করি, কিন্তু এদের বেশীরভাগই এখনদলটি ছেড়ে দিয়েছেন কেননা এটি এখন তাদের আদর্শমত চলছে না। আমি এটা বলতে নারাজ, যে জামায়াতী ইসলামীর আদর্শ ভাল না, বরং এটাই সত্যি, দলটিতে যে আদর্শের কথা বলা হয়েছে এবং যে আদর্শের স্বপ্ন দেখে ভাল মানুষেরা এতে যোগ দেয় সে আদর্শে এই দলটি কোনদিনই চলেনি। এখন এই দলের নেতৃত্বস্থানীয় লোকেদের আদর্শবোধ আছে বলে বা কোনদিন ছিল বলে আমার মনে হয় না, অথচ এই দলটিতেই এমন মানুষ ছিলেন বা কেউ কেউ এখনও নিস্ক্রিওভাবে আছেন, যাদের স্বপ্নমত চললে দলটি ভালই চলত। কিন্তু তা হবার নয়।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩

হলদে ডানা বলেছেন: সুন্দর একটি মন্তব্য করেছেন। এমন গঠনমূলক মন্তব্যই কামনা করি।

আপানি নেতৃত্বের অসততা সম্পর্কে যে কথাগুলো বলেছেন আমার বিশ্বাস, তার সবগুলোই পত্রপত্রিকায় পড়ে, আশপাশে শুনে। সরাসরি প্রমাণ ভিত্তিক বা যুক্তিভিত্তিক কোন অভিযোগ দ্বার করানো আপনার জন্য খুবই কঠিন হবে।

আসলে এই নেতৃত্ব সম্পর্কে বলা হয়, তাদের হাত রক্তে রঞ্জিত। আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, স্বাধিনতার আগে আর স্বাধিনতার পরের ৩৬ বছর এনাদের বিরুদ্ধে একটি ফৌজদারী অপরাধের অভিযোগ কিংবা প্রমাণ কি আছে? নেই। আচ্ছা বলুন, কেউ কি তার মৌলিক চরিত্র এত বছর গোপন রাখতে পারে? সম্ভব না। এখন এ দ্বারাই কি একাত্তরে তাদের ভূমিকা অন্তত যুক্তি দিয়ে অনুমান করা যায়না?

একাত্তরের দিকে এ দেশে জামায়াতের শত্রু কি এখনকার চেয়ে কম ছিল? তারপরও জামায়াতের বিরুদ্ধে কেন কোন মামলা পর্যন্ত হলোনা? আসলে অভিযোগ করার মত কোন দূর্বলতম উপাদান তখন ছিলনা। এখনও নেই। যা করা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের আগে জনগনের মনে একটি বিতশ্রদ্ধতা প্রবেশ করানোর জন্য। হয়রানী করার জন্য, নেতৃত্বকে কিছুদিন নতুন সংকটের দিকে মনোযোগ রাখার জন্য।

আশা করি বিবেক, যুক্তির ব্যাবহার আমরা সবসময়ই করবো। আর বিপরীতে লগি বৈঠার নির্দেশ, একটার পরিবর্তে দশটা লাশ ফেলার হুমকি, এসব নেতৃত্বকেও সামনে রাখতে হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে কোন নেতৃত্ব কলুষতাপূর্ণ তা বিচার করা সহজ হবে। ধন্যবাদ, মাঝে মাঝে এভাবে গঠনমূলক মন্তব্যের প্রত্যাশা রইলো।

১০| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৭

নাজিম উদদীন বলেছেন: ব্যক্তি আক্রমণাত্মক পোস্ট। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১১| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯

শয়তান বলেছেন:
ব্যক্তি আক্রমণাত্মক পোস্ট।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

১২| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯

ভালো বলেছেন: ভয পেয়েছে ওরা ্ হা হা হা হা

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১

হলদে ডানা বলেছেন: ভয় তাড়ানো গান গাচ্ছে হা হা হা হা!

১৩| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৪

ভালো বলেছেন: সবাই ব্যাক্তি আক্রমনের কথা বলছিলো- উপরের কমেন্টটি সে ব্যাপারে :)

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬

হলদে ডানা বলেছেন: আমি নেতিবাচক কিছূ বলিনি, বুশদের মত এরাও যে ভয় তাড়ানোর গান গাচ্ছে সে কথা বলেছি।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৫

`হাসান বলেছেন:

ব্যক্তি আক্রমণাত্মক পোস্ট। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫

হলদে ডানা বলেছেন: করতে থাকুন। আর নিজের সময় একটু খেয়াল রাইখেন।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১

শয়তান বলেছেন: ঠিক কইসো ।
জামাতের রাজনীতি তো শয়তানরাই করতেছে ।

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৪

হলদে ডানা বলেছেন: জ্বি না। শয়তানের হাত থেকে রাজনীতিটা নিয়ে ভাল মানুষের হাতে দেশের নেতৃত্ব দেয়ার সংগ্রাম করতেছে।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩

রন্টি চৌধুরী বলেছেন: একটা কথা বলতে চাই, আমি বাংলাদেশের পত্রিকা পড়ে ধারনা নিতে চাইনা, নিউজ ক্যারিয়ার না, এদের কাছ থেকে ধারনা নিয়ে বাংলাদেশে মানুষ এদেশের অনেক ক্ষতি করে ফেলেছে। জামাত সম্পর্কে ধারনা নিতে আমাকে পত্রিকা পড়তে হয় না, আমাদের এখানকার জামায়াতের একজন সাবেক আমীর আমার খুব ঘনিষ্টজন, এছাড়াও শিবিরের জেলা, থানা সভাপতি আমার অতি ঘনিষ্ট।

লগিবৈঠার কথা এখানে কেন আসছে? আমরা তো তুলনা করতে কথা বলছি না, তাই না?

আর একটা কথা, জামাত সম্পর্কে আমার আগের মন্তব্যটি কিন্তু তাদের একাত্বরের ভুমিকার উপর ভিত্বি করে ছিল না

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৯

হলদে ডানা বলেছেন: স্পেসিফিক ছিলনা তাই একাত্বরকে বেসিস করেই উত্তর দিয়েছি। একাত্তরকে টানতে না চাইলেও আমাকে ইতিপূর্বে বাধ্য হয়েই সে বিষয়ে অনেক আলোচনা করতে হয়েছে। আপনার সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনুমানের উপর ভিত্তি করেই উত্তর দিয়েছি।

ধন্যবাদ।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৭

হাপিবয় বলেছেন: সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ ।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২

রন্টি চৌধুরী বলেছেন: আপনার সাথে আলাপ করে ভাল লাগল, আপনাকেও ধন্যবাদ

১৯| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

অচেনা বাঙালি বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২

হলদে ডানা বলেছেন: কসম, আর করবোনা, জীবনে কোনদিন করিওনাই!

৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২৪

হলদে ডানা বলেছেন:
কিন্তু কন, এই শীতের মধ্যে আমার জামাটা ক্যান নিলেন?

২০| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৩

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ১। "সূরা আরাফে তো সিরিয়াল অনুযায়ী নবীদের ইসলামী আন্দোলনের সেই ঝঞ্ঝাবিক্ষুদ্ধ আন্দোলনের ইতিহাস দেয়া হয়েছে।"--এই মুহূর্তে কোন রেফারেন্স ঘাঁটতে পারছি না তাই আপনাকেই জিগ্যেস করছি। আমাদের নবীর আগের নবীগণ যে যে ধর্মপ্রচার করতেন তাকে কি ইসলাম বলে অভিহিত করা হয়?
২। সবারই নিজস্ব মতামত, চিন্তাধারা থাকে। আমাদের সমস্যা হলো আমরা খুব তাড়াতাড়ি নিজস্ব ছাঁচে সব কিছুকে পরিমাপ বা তুলনা করার চেষ্টা করি। জামায়াতবিরোধী হওয়া আর ইসলামবিরোধী হওয়া এই দু'টো কি দু'টো আলাদা জিনিস নয়?

৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৫

হলদে ডানা বলেছেন: আসলে কোরআন হাদিসের অত নিবিড় জ্ঞান অর্জন করতে পারিনি। আপনার প্রশ্ন শুনে তাই ভরকে গিয়েছিলাম জবাব দিতে পারবো কিনা। কুরআন খুলে বসলাম কিছুক্ষণ, কয়েকটি রেফারেন্স বের করলাম। দেখুন কিছুটা জবাব হয়তো পাবেন।

সূরা আরাফের ৮ম রুকু, আয়াত ৫৯, আল্লাহ বলেছেন, 'নূহকে আমি তার সম্প্রদায়ের নিকট পাঠাই। সে বলেঃ " হে আমার স্বগোত্রীয় ভাইয়েরা! একমাত্র আল্লাহরই দাসত্ব গ্রহণ কর। তিনি ছাড়া আর তোমাদের আর কোন ইলাহ নেই।". . . কিন্তু তারা তাকে মিথ্যাবাদি সাব্যস্ত করলো(৫৯)।'

৯ম রুকু, আয়াত-৬৫,৬৬, আল্লাহ বলেন, 'আর আদ জাতির কাছে আমি পাঠাই তাদের জাতি হুদকে। সে বলেঃ "হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা! একমাত্র আল্লাহরই দাসত্ব গ্রহণ কর। তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই।" তার সম্প্রদায়ের লোকেরা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল, তারা বললো, আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত মনে করি এবং আমাদের ধার

৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪

হলদে ডানা বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪

হলদে ডানা বলেছেন: (ইন্টারনেট সমস্যার কারণে ছেদ পড়েছে।)

১০ম রুকু, আয়াত ৭৩-৭৬, আল্লাহ বলেন, ' আর সামুদের কাছে পাঠাই তাদের ভাই সালেহকে। সে বলেঃ " হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, একমাত্র আল্লাহরই দাসত্ব গ্রহণ কর। তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই।" . . . তার সম্প্রদায়ের স্বঘোষিত প্রতাপশালী নেতারা দূর্বল শ্রেণীর মুমিনদের বললোঃ" তোমরা কি সত্যিই জানো, সালেহ তার রবের প্রেরিত নবী?" . . . তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি।

১১তম রুকু, আয়াত-৮৫, আর মাদইয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়াইবকে পাঠাই। সে বলেঃ হে আমার সম্প্রদায়ের লোকেরা, একমাত্র আল্লাহরই দাসত্ব গ্রহণ করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই।. . . নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত জাতির নেতারা বললোঃ হে শোয়াইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব।'

২০ তম রুকু আয়াত১৫৮, আল্লাহ বলেনঃ 'হে মুহ্ম্মদ, বলে দাও, "হে মানব সম্প্রদায়, . . . ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রেরিত সেই উম্মী নবীর প্রতি, এবং তার প্রতি আনুগত্য করো। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে।"



উপরের রেফারেন্সগুলো থেকে আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন, শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসুল পৃথিবীতে একই দাওয়াত নিয়ে এসেছিলেন, একই মিশন নিয়ে এসেছিলেন, একই ধরণের বিরোধিতার সম্মুখিন হয়েছেন।

রেফারেন্স আরো আছে, আপাতত এইটুকুই।

আরেকটি রেফারেন্স নিতে পারেন, হযরত ইব্রাহিম আ.কে আল্লাহ বললেন, "হে ইব্রাহিম তুমি মুসলিম (অনুগত) হয়ে যাও, ইব্রাহিম আ. বললেন, আমি আমার রবের মুসলিম (অনুগত) হলাম।" সূরা এবং আয়াতের নম্বর এই মূহুর্তে দিতে পারছিনা।

পরের প্রশ্নটির উত্তর একটু পরে দেই।

২১| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭

শাহরিয়ার হোসেন বলেছেন: এদেশের বেশির ভাগ মানুষ ধর্মপ্রাণ এবং শতকরা ৮৬ জন বাংলাদেশী মুসলমান। এ কথা সর্বজন বিদিত। অথচ এদেশের ২.৪ শতাংশের মত লোক (সর্বশেষ অনু্‌ষ্ঠিত নির্বাচনের আলোকে) জামায়াত ইসলামী দলটির সমর্থক ও অনুসারী। এই পরিসংখ্যানের সরল স্বীকারোক্তি আপনার লেখাতেও প্রতিফলিত:
"সারাদেশে কয়জন জামায়াত করে আর কয়জনই বা শিবির করে।"
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এত বিপুল সংখ্যক ইসলাম ধর্মাবলম্বীর দেশে জামায়াত ইসলামীর সমর্থক এত কম কেন? আপনার করা আরেকটি মন্তব্য ("আসলে সমস্যা জামায়াত শিবির কে নিয়ে নয়, সমস্যা ইসলামকে নিয়ে।") দিয়ে আপনি নিশ্চিতভাবে

২২| ৩০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৭

নাবিক বলেছেন: জামায়াত আমার দেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে এটা তো সত্য কথা। যুদ্ধাপরাধীদের বিচার হোক তা আমরাও চাই।

আপনার লেখাটা পড়ে কয়েকটা বিষয় মনে এল।

ক. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা জামায়াত একা করেনি। হুমায়ুন আহমদের বই পড়লে দেখবেন শর্ষীনার পীর সাহেব স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। নেজামে ইসলামী পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম সহ আরো অনেক ব্যাক্তি ও সংগঠন ( যারা জামায়াতের সাথে কোন ভাবেই সম্পৃক্ত ছিলেন না ) স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এ, কে, ফায়জুল হক, মাওলানা নুরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন। সাবেক ডেপুটি স্পিকার হুমায়ুন খান পন্নি ছিলেন সেই ৭২ জনের একজন বংগবন্ধু যাদের নাগরিকত্ব বাতিল করেছিলেন। গোলাম আযমও এদের একজন ছিলেন, পরে মামলা করে নাগরিকত্ব ফিরে পেয়েছেন।অবাক বিস্ময়ে দেখি, আমাদের কতিপয় বন্ধুরা জামায়াতের বিরুদ্ধে কথা বলেন আর অন্যদের বিরূদ্ধে মুখে কুলুপ এঁটে বসে থাকেন তখন তাদের উদ্দেশ্য প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। আমি শুধু জামায়াত নয়, সকল যুদ্ধাপরাধীদের বিচার দাবি করি।

খ. আপনার লেখাটি পড়ার পর ব্লগে যারা খুব জোরালোভাবে জামায়াত বিরোধিতা করেন তাদের ব্লগগুলো আরো একবার ভিজিট করেও ইসলামের পক্ষে কোনো লেখা পেলাম না। সব ইসলামের বিপক্ষে লেখা। জামায়াত বিরোধিতা করেন ভালো কথা, ইসলামের বিরোধিতা কেন? জামায়াত বিরোধিতা করেও কি ইসলামের পক্ষে লেখা যায়না?

গ. বিশ্বের দিকে তাকিয়ে দেখলাম, কাশ্মীরের স্বাধীনতাকামীদের বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী, মায়ানমারের স্বাধীনতাকামীদের বলা হচ্ছে রোহিংগা, চেচনিয়ার স্বাধীনতাকামীদের বলা হচ্ছে জংগী, আলজেরিয়ার মুসলিম জাগরনকে বলা হচ্ছে প্রতিক্রিয়াশীল, ফিলিস্তিনিদের ন্যায্য আন্দোলনকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ, ইসরাইলের যায়নবাদকে বলা শান্তির শ্বেত কপোত, মিন্দানাও, বলকান, ইরাক, ইরান, যেখানেই মুসলমানরা মাথা উঁচু করতে চাইছে তাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে এক একটা বিদঘুটে নাম, যাতে ইসলাম থেকে মানুষ দূরে সরে যায়। বাংলাদেশেও একই অবস্থা, এ, কে, ফায়জুল হক, মাওলানা নুরুল ইসলাম, হুমায়ুন খান পন্নিরা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করলেও তাদেরকে কেউ রাজাকার বলেনা। তাদের বিচার কেউ দাবি করে না। তারা মন্ত্রী হন, স্পিকার হন। আর মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল যখনই বাম রাজনীতি ছেড়ে ইসলামের কথা বলতে শুরু করেছিলেন তাকে রাজাকার বলে গালি দেয়া হলো। আমারতো মনে হয় শেখ হাসিনা যদি আজ ঘোষনা দেন যে একজন মুসলিম হিসেবে তিনি বাংলাদেশে ইসলামী আইন চালুর চেষ্ট করবেন, তখন তাকেও বলা হবে রাজাকার।

তাই আপনার লেখাকে যুক্তিযু্ক্ত মনে হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:১২

হলদে ডানা বলেছেন: আমার পেস্টের চেয়ে আপনার মন্তব্যই তো শক্তিশালী হয়ে গেল।

ধন্যবাদ।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০

সামী মিয়াদাদ বলেছেন: জামাত যেদিন সত্যিকার অর্থে ইসলামী চর্চা করবে সেদিন তাদের নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা করবো.....খোদা হাফেজ

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭

হলদে ডানা বলেছেন: সত্যিকারের ইসলাম চর্চা কিভাবে সম্ভব দয়া করে জানাবেন। কসম করে বলছি, তামাশা করছিনা। দয়া করে জানাবেন। অপেক্ষায় থাকবো, শুধু ঘোষণা দিয়ে দয়া করে নিজেকে হালকা করবেননা। ব্যাখ্যা করে দেখাবেন।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৫

ফেলুদা বলেছেন: তাইলে বাম দিকেরটা হইলদা দানা? ;)

৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০০

হলদে ডানা বলেছেন: হে হে হে! জিতলেন মনে হচ্ছে।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯

অন্যরকম বলেছেন: সহমত@রন্টি চৌ,নাবিক!

২৬| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭

আইকোনাস ক্লাস্টাস বলেছেন: বিরোধিতা করছি "ধর্মীয় রাজনীতির" - ইসলাম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বা কৃন্সটান ধর্ম, বা অন্য কোন সংগঠন না। যারাই সেকুলার দেশে অ-সেকুলার কাজকারবার করবে, তাদের ই বিরোধিতা হবে। আপনার ধর্ম চর্চা নিয়ে আমার কোন বিরোধ নেই, আছে সেই চর্চা যদি দেশ পরিচালনার ক্ষেত্রে চলে আসে - সেই খানে। করুন না আপনি ইসলাম বা অন্য যে কোন ধর্মের চর্চা - আমিও করি আমার মত করে, কিন্তু সেটার দোহাই দিয়ে রাজনিতি করি না, করতে চাইও না। অন্য কেউ করলেও সেটা সমিচিন হল বলেও মনে হয় না।

গনতান্ত্রিক দেশ চলবে জনগনের কথায়, আল্লাহর কথায় নয়। এটাই স্বাভাবিক।

ইসলাম এখনো বুঝেনই না (আপনি নিজেই বলেছেন), অথচ ইসলাম কে নিয়ে হইচই করছেন ইচ্ছে মত... ইসলামের জন্যই বা সেটা কতটা ভাল হচ্ছে আমার সন্দেহ আছে।

ভাল থেকেন -

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩

হলদে ডানা বলেছেন: ধর্ম শুধু মসজিদের মিম্বারে থাকবে, হাফেজের বুকে থাকবে, মানুষ মরে গেলে মিলাদে থাকবে, আর দেশ চালাবে অধার্মিকেরা, শয়তানেরা, এই বলতে চাচ্ছেন? রাইট। তবে ইসলামের জন্য না। অন্য ধর্মের জন্য হতে পারে। কেননা অন্য কোন ধর্মের বাহকরাই দাবী করতে পারেননা যে তাদের ধর্ম পূর্ণাঙ্গ, তাদের ধর্মে মানুষের জীবনের সব সমস্যার সমাধানের রাস্তা দেখানো আছে।

পক্ষান্তরে ইসলাম সোজা ঘোষণা করে দিয়েছে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। আল্লাহ দুনিয়ার মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, 'আলা লাহুল খালকু ওয়াল আমর' - সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে কোন সৃষ্টির নাক গলানোর অধিকার নেই।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩

সাম্প্রতিক বলেছেন: সামী মিয়ানদাদের কথা ভালো লাগলো,
" জামাত যেদিন সত্যিকার অর্থে ইসলামী চর্চা করবে সেদিন তাদের নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা করবো..."
এখন সামী মিয়ানদাদের বলা দরকার "সত্যিকারের ইসলাম" বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন এবং যা কিছু বলা দরকার সব কিছুর সাথে কুরআন হাদীসের রেফারেন্স থাকা দরকার, এতে বিভ্রান্তি থাকবেনা। কারন মুসলমান অনেক ভাগে বিভক্ত হলেও কুরআনতো এক, এবং একমাত্র কোরআনই পারে আমাদের মনগড়া সব কথা বাদ দিয়ে সবাইকে একই পথের অনুসারী করতে।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১০

শাহরিয়ার হোসেন বলেছেন: আমার এখানে ইন্টারনেটের সমস্যার কারনে আমি যে মন্তব্যটি করতে চেয়েছিলাম তার পুরোটা সাবমিট হয়নি। এই অনাকাঙ্থিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খিত।তবে আমি একটি পৃথক পোষ্ট করেছি আমার ব্লগে। আপনারা দেখতে পারেন...

২৯| ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০১

পান্জেরী বলেছেন: চলুক।

৩০| ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪

সামী মিয়াদাদ বলেছেন: ভাই একটা কথা স্পষ্ট বলি...? সত্যিকারের ইসলাম চর্চার জন্য আসলে সামী মিয়াদাদের পেছনে যে মানুষটা বসে আছে তার কোন জামায়াত এ ইসলামী বা শিবিরের প্রয়োজন নেই। তার যা আছে তাই যথেষ্ট। আর জামায়াত যে ইসলাম চর্চা করছেনা তাতে আর কারও সন্দেহ থাকার কথা নয়। আর ইসলাম চর্চা কিভাবে করতে হয় তাতো মুসলিম হিসেবে আপনার না জানার কথা নয়? প্রত্যেক মুসলমানেরই তো তা জানা থাকা উচিত...নাকি আপনি মুসলিম নন..?..একজন মুসলিম থেকে একজন শিবির কর্মী হিসেব পরিচয় দিতেই কি আপনার বেশী স্বাচ্ছন্দ্যবোধ হয়?....ধন্যবাদ আপনাকে....ভাল থাকবেন

৩১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৯

হলদে ডানা বলেছেন: উত্তরটা স্পষ্ট হলোনা। ইসলাম চর্চা কিভাবে করতে হয় তা মুসলিম হিসেবে আমি যা জানি তাইতো বললাম। এখন আপনি কি জানেন বা কি মনে করেন সেটা আমাদেরকে বলবেন তো, তাহলে আমার ধারণা বিশ্বাসকে আপনার জ্ঞানের সাথে তুলনা করে আমার অবস্থান নির্ণয় করতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো।

আমার ধারণা, বিশ্বাস, কর্মপন্থা ভুল, এটুকু বলেই সত্যিটা না বলে চলে গেলে আমার উপর অবিচার করা হলোনা?

৩১| ৩১ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫

িদদারুল আলম বাননা বলেছেন: শয়তান বলেছেন: ইসলাম ধর্মে রাজনীতি বলে কিছু নেই ।
আর ধর্মের নামে রাজনীতি করে ভন্ডরা


ভুল বললেন ।

আপনাকে ইসলাম করতে হলে বা ইসলাম ধর্ম পালন করতে হলে অবশ্যই ইসলামিক রাজনীতি করতে হবে।

৩২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

একেমন দেখা বলেছেন: ভাল পোষ্ট। যাদের শয়নে স্বপনে জামায়াতে ইসলামী বা শিবির বিরোধীতার জিকির করা ছাড়া অন্য চিন্তায় মনকে নিতে পারে না, তাদের তর্কের জবাব দেয়া যাবে কিন্তু ভাল জবাব আশা করা যায় না। তাদের ইসলাম বুঝার বহর যতটুকু ততটুকুই তর্কের দৌড়।

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৭

হলদে ডানা বলেছেন: এদের বিরোধিতা আর গালাগালির কোন বিচ্ছিন্ন বিষয় না, সারা বিশ্বের ভোগবাদী সভ্যতার ধারকদের ইসলামফোবিয়াতে এরাও সমানভাবে আক্রান্ত। নিজেদের সভ্যতা সংস্কৃতির দৌড় শেষ, নতুন কিছু আর দেয়ার নেই, তাই ইসলামের সামান্য আলো দেখলেই এরা আতঙ্কিত হয়ে পড়ে।

৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮

স্রোত বলেছেন: ইসলামী রাজনীতি
আর
মানুষের রাযনীতির ফারাক কী??

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০৭

হলদে ডানা বলেছেন: "রাযনীতি"- জিনিসটা তো বুঝলামনা। বানান ভুল নাকি নতুন কিছু?

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩২

আহমদ বলেছেন: হলদেডানা আপনার পোষ্টগুলো খুবই তথ্যবহুল এবং শিক্ষণীয় । ইসলাম বিরোধীদের আসলেই তেমন যুক্তি নেই । তাই অহেতুক চিল্লা-চিল্লি । এই আরকি? সেদিন বেশি দূরে নয় যেদিন সমালোচনাকারীদের ভূল ভাংবেই । সেদিনের অপেক্ষায় রইলাম ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪১

হলদে ডানা বলেছেন: "সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে
ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে

যুগ বদলের গানে দেখ হাজার টানে
শ্লোগানে শ্লোগানে আসছে রে নবীন

আজ নয় কাল, আসবে রে সেদিন।"

কথা ও সুরঃ মনিরুল আলম মনির, নারায়নগঞ্জ।

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৪

আরিফুর রহমান বলেছেন: ইসলাম ধর্মে রাজনীতি বলে কিছু নেই ।
আর ধর্মের নামে রাজনীতি করে ভন্ডরা

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮

হলদে ডানা বলেছেন: রাজনীতি করবে শয়তানরা, রাষ্ট্র চালাবে শয়তানের অনুসারীরা আর ইসলাম মসজিদে বসে জিকির করবে- এই তো?

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫

আরিফুর রহমান বলেছেন: রাজনীতি করবে শয়তানরা, রাষ্ট্র চালাবে শয়তানের অনুসারীরা আর ইসলাম মসজিদে বসে জিকির করবে- এই তো?

নাহ্‌ তা হবে কেন?
ইসলাম বোরখা না পরার অপরাধে নারীকে বেত্রাঘাত করবে, ইচ্ছে হলে মাটিতে অর্ধেক পুঁতে পাথরও মারতে পারে।

বোমা মেরে পহেলা বৈশাখ, অথবা এজলাসে বিচারক উড়িয়ে দিতে পারে।

চুরি করলে হাত কেটে ফেলতে পারে, অপরাধ একটু বেশি হলে জনসমক্ষে তলোয়ার দিয়ে শিরোচ্ছেদও করতে পারে!

আরো বলবো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৫

হলদে ডানা বলেছেন: বলুন, তবে তথ্য ভিত্তিক বলবেন।

বোরখা না পড়ার অপরাধে নারীকে বেত্রাঘাত করার সুযোগ নেই, মাটিতে পুতে ফেলার তো প্রশ্নই আসেনা।

পহেলা বৈশাখে বোমা মারার কথা ইসলামের কোন বিধানে লেখা আছে?

বাংলাদেশেও একজন চোরের হাত কেটে দেখুন( যারা ক্ষুধার জালায় চুরি করেনা), দুর্নিতি মুহূর্তেই বন্ধ হয়ে যাবে।

হত্যার শাস্তি প্রকাশ্য মৃত্যুদন্ড কার্যকর করতে পারলে খুনও হ্রাস পাবে মুহুর্তেই।

ইসলাম বিষয়ে জেনে কথা বলুন, আন্দাযে কথা বলবেননা।

আপনার আমার, সারা বিশ্বের প্রত্যেকটি প্রাণীর অন্তরে যে পরিমাণ দয়া-মায়া আছে, মহান রব্বুল আলামীন মানবজাতির জন্য তার চেয়ে সহস্রগুণ বেশী দয়ার অধীকারী। তিনি মানুষকে শাস্তি দিয়ে আনন্দ পাননা। মানুষের যে বিধানে কল্যাণ আছে, সে বিধানই তিনি মানুষের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু 'মানুষ বড়ই অকৃতজ্ঞ।'

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

হলদে ডানা বলেছেন: সালিশদারের মন্তব্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল তাই মুছে দিলাম। ভাল মন্তব্য করার আহ্বান জানাচ্ছি।


"সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ই জিন আ'নিন নায়ীম।"

"সেদিন প্রত্যেকটি নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।"

মুখ আল্লাহর দেয়া একটি পবিত্র নেয়ামত।

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬

আহমদ বলেছেন: অনেকদিন পর খুব ভাল এবং খুবই পুরাতন এবং খুবই পরিচিত একজন শিল্পীর গান শোনালেন । এজন্য ধন্যবাদ না দিয়ে পারছিনা । সম্ভবত আপনি নারায়ণগন্জের কাউকে চিনেন? নাকি এমনিতেই বলেছেন জানিনা । চিনলে ভাল ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০০

হলদে ডানা বলেছেন: গানটি আমারও খুব প্রিয়। শুনলেই মন ভালো হয়ে যায়। হিম্মত পাই। খোজ নিয়ে জানতে পারি লেখক নারায়নগঞ্জের। তবে তাকে কেখোনো দেখিনি।

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৮

বুড়া শাহরীয়ার বলেছেন: আিরফুর রহমান জামাইয়াত তাহলে সমস্যা না সমস্যা হল ইসলাম।
আপনার তো তাহলে জামায়াত ইসলামী কে ভাল লাগার কথা। আপনার এবং আপনার কমরেড দের ধারনা অনুযায়ী এই দল ইসলাম এর ক্ষতি করছে।
আশল কথা ঝেরে কাসুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৭

হলদে ডানা বলেছেন: ও কথা তো শুরুতেই বলেছি। জামায়াত শিবির কোন সমস্যা না। সমস্যা হলো ইসলাম। ভোগবাদিতা, আর ফ্রি-মিক্সিংএ ডুবে এখন ইসলামের বিধানগুলো তোতো মনে হয়। কিন্তু সরাসরি বিরোধিতা করেই বা কি করে। তারপরও মনের অজান্তে মাঝে মধ্যে বের হয়ে যায়।

৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬

আরিফুর রহমান বলেছেন: ফ্রি মিক্সিং জিনিস টা কি হলদে ডানা? একটু বুঝিয়ে বলবেন? এর অপকার বা উপকার কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৭

হলদে ডানা বলেছেন: তাইতো! ফ্রি মিক্সিং আবার কি জিনিস? খায় না মাথায় দেয়?

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৮

আরিফুর রহমান বলেছেন: কি ব্যাপার, চুপ কেন?

৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩১

আহমদ বলেছেন: ধন্যবাদ । আমারও তাই । তবে আমি তাকে চিনিও । তিনি আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর গানের শিক্ষক । মাঝে মাঝে তার মুখের গান শোনার সুযোগ এখনো হয়।

৪৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৪

. . . এখনো খুঁজি বলেছেন: "বাস্তব সত্য হচ্ছে আগামি পঞ্চাশ বছরে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতে ইসলামীর যাওয়ার কোন সম্ভাবনা নেই। "
আলহামদুলিল্লাহ !

আপনার জন্য খাশ দিলে দোয়া করবো যদি মজনুরেও এই বাস্তবতাটা বুঝায়া বলেন !

জামায়াতকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। পারেবও না। ২০১৫ সালের মধ্যেই টের পাবেনঃ মজনু পাটোয়ারী

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩১

হলদে ডানা বলেছেন: আমার পক্ষ থেকে আপনি বুঝায়া বইলেন!

২০১৫ সালে উনি জামায়াতকে আরো শক্তিশালী রূপে দেখবেন, এই আশা-ই হয়তো করছেন। জামায়াত এককভাবে ক্ষমতায় যাবে এ কথা তো বলেননি।

৪৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭

কাস্তের মত চাদঁ বলেছেন: জামায়াত ৫০ বছরে ক্ষমতায় যাবে না, আপনি কি ভাই জ্যোতিষী? রাইতে ওহী নাজিল হইছে?

১৫ বছরের মধ্যেই জামায়াত ক্ষমতায় যাবে। এমনকি আগামী নির্বাচনেও ক্ষমতায় গেলে আমি মোটেও অবাক হব না।

মাঠ পর্যায়ে রাজনীতি করছেন কখনো? আমি করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫১

হলদে ডানা বলেছেন: সর্বনাশ, আপনি দেখি . . .। এটা আমার কথা না, কেন্দ্রীয় সভাপতির কথা।

হ্যা, মাঠ পর্যায়েই কাজ করছি।

৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৪৯

সমালোচনাকারী বলেছেন: হা হা!!!!!!!!!!! পাকিস্তানে জামাতের জন্ম , ওকানে কত পারসেন্ট পপুলারিটি?????? জামাত কিচু লোকের দয়া বা আনুকুল্য পাচ্ছে কারন নাস্তিক গ্রুপ কিচু কিচু ব্যাপারে অতিরন্জিত বা মিথ্যাচার করেছে বলে নচেত জামাতের একনকার ১০% পাবলিক সাপোরট থাকতো না।

জামাত কখনোই জেনারেল মুচলমানদের মন জয় করতে পারবে না, কারন এভারেজ ব্রেন এর উপরে যারা আচে তাদের কাচে জামাতের ভন্ডামি স্বচ্ছ কাচের মতো পরিস্কার ধরা পরে।

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭

বুড়া শাহরীয়ার বলেছেন: . . . এখনো খুঁজি বলেছেন: "বাস্তব সত্য হচ্ছে আগামি পঞ্চাশ বছরে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতে ইসলামীর যাওয়ার কোন সম্ভাবনা নেই। "
আলহামদুলিল্লাহ !

"ইসলামী আন্দলন" করা টা কে আল্লাহ তায়ালা মুসল্মান্দের জন্য ফরজ করেছেন "ইসলামি আন্দলন করে ক্ষমতাই যাওয়াটা" ফরজ করেন নি।
জামাতের অধিকাংস মানুশ মনে করে আন্দোলন করা টাই প্রধান, ফলাফল আল্লাহর হাতে। বাংলার এই সবুজ মাটি ইসলামি পতাকা ধারন করার মতো যখন হবে তখন ই বিজয় সাধীত হবে। আল্লাহ তায়ালা এই আঙ্গিকার ই করেছেন মুমিন দের কে।
তাই ৫০ বছরে ক্ষমতায় যাওয়া না যাওয়া কোন ব্যাপার না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৯

হলদে ডানা বলেছেন: খুশি হলাম খুব। এটিই মূল কথা। ভাল আছেন তো?

কাস্তের মত চাঁদের মন্তব্যটা খুব কষ্টের সাথে হজম করলাম।

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০৪

সমালোচনাকারী বলেছেন: বুড়া,

ফাইন লাইনটারে না মুইছা গাড়ো কৈরা তুলেন পারলে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মারট। ইসলাম কোনো সমস্যা না। জামাতি জিহাদিগো গায়েথন ডাস্টাবিনের গন্ধ বেড়োয় সেকানই সমস্যা। ইচলাম কুনো সমস্যা না সমস্যা হলো জামাতি ইসলাম বা মওদুদি থিওরী।

৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৯

বুড়া শাহরীয়ার বলেছেন: কাস্তের মত চাঁদ আবেগ আপ্লুত। তার সপ্ন আমিও দেখি। কিন্তু প্রধান চেলেঞ্জ টা এই আন্দলনের সাথে নিজেকে সর্বোত ভাবে জড়িত করা এবং নীজকে তৈরী করা সর্বোচ্চ ত্যাগের জন্য।
আশা করি ওনাকে ভুল বুজবেন না।
মানুশের প্রকাশ ভঙ্গী ও আবেগ এক রকম হয় না

৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৯

বুড়া শাহরীয়ার বলেছেন: সমালোচনাকারী আপনার ইসলাম বানান করাই বলে দিচ্ছে আসল সমস্য কোথাই?
জামায়াত ইসলামী এর কোন দৃস্টি ভঙ্গী কে আপনার মনে হয় ইসলাম বহির্ভুত। একথা স্বীকার করে অবশ্যি নিব যে জামায়তের লোক দের অনেক ভুল ভ্রান্তি আছে। থাকার ই কথা। কিন্তু এরা যেভাবে জীবন কে গরার কথা বলে সেটা আমার দৃস্টিকোন থেকে কন ভাবেই খারাপ না।
আপনি বেশী জান তে পারেন।
সেই ক্ষেত্রে আপনার উচিত আমাদের কে প্রমান সহকারে জানাও।
তাহলে শুধু
"জামাতি জিহাদিগো গায়েথন ডাস্টাবিনের গন্ধ বেড়োয় সেকানই সমস্যা। সমস্যা হলো জামাতি ইসলাম বা মওদুদি থিওরী।"

এই সব বাজে কথাই কাজ হবে না।

আর শুনুন মওদুদী থিওরী বলতে কি বোঝেন একটা পোস্ট দেন।
পড়ে দেখি।

৫০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩০

বুড়া শাহরীয়ার বলেছেন: কোন মুসলীম ইসলাম কে ইচলাম লিখবে না।

৫১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫০

আহমদ বলেছেন: সমালোচনাকারীকে বলছি : আপনি কি করে বুঝলেন জামায়াত কখনো ক্ষমতায় যেতে পারবে না । আপনি কি জ্যুতিষি নাকি? জামায়াতের দু একটি ভন্ডামীর উদাহরণ দিলে ভাল হয় । নব প্রজন্ম এর থেকে কিছুটা হলেও ফায়দা পেতে পারে। আমাদেরম

৫২| ২৬ শে মে, ২০০৮ ভোর ৫:০৬

১৯৭১ আমার চেতনা বলেছেন: সুন্দর পোস্ট। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.