| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষন হোমস
শার্লক হোমস,জেমস বন্ড,অ্যারকুল পোয়ারো,তিন গোয়েন্দা,ফেলুদা,ব্যোমক্যাস বোক্সী,মাসুদ রানা সবাইকে প্রথমে মিক্সার মেসিনে দিন।মিক্স করার পর যা বেরিয়ে আসবে সেটা আমি।
আমি তদন্তের কাজে বেরিয়েছি।ইদানিং আমার দিনকাল বেশ ভালই কাটছে বলা যায়।একটা শেষ না করতেই আরেকটা হাতে চলে আসে।আর এভাবেই থাকতে পছন্দ করি।নিজের মস্তিষ্ককে বেশিক্ষণ বিশ্রাম দিয়ে ফেললেই উসখুস শুরু হয়ে যায়।
আমি যাচ্ছিলাম কাজে।কান্দিরপাড়ের মোড়ে এসেছি ঠিক এমন সময় রাস্তায় মিসির আলির সাথে দেখা।উনি দেখি দোকান থেকে কি কিনছেন।আমি এড়িয়ে যেতে চাইছিলাম কিন্তু উনি দেখে ফেললেন।কি আর করা অগত্যা কিছু আজাইরালাপ করলাম।ওনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছিলো একজন গর্দভের সাথে আলাপ আলোচনা করছি।কি সব আজগুবি কাহিনী শুনাচ্ছেন।ভুত প্রেত আরকি।ভদ্রলোক বিয়ে করেননি।একা থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছেন।
যাহোক কোন রকম পাশ কাটিয়ে এসেছি ওনাকে সামনে আরেক বিপদ এসে হাজির।তিন ছোকরা গল্প করতে করতে যাচ্ছে।শখের গোয়েন্দাগিরি করে।জিজ্ঞেস করলাম,''কি অবস্থা?গোয়েন্দাগিরি কেমন চলছে?"
দাঁত কেলিয়ে কিশোর বললো "বেশ চলছে।আমরা তো শখের গোয়েন্দা।সমাধান করতেই হবে এমন কোন কথা নেই।তাই নিশ্চিন্ত থাকা চলে।"
এই কেস সেই কেস নিয়ে গল্পগুজব করতে করতে কাজের কথা বেমালুম ভুলতে বসেছিলাম।
আর দেরি করা চলে না।যত দ্রুত সম্ভব যেতে হবে।দ্রুত হাঁটছি সামনে চায়ের দোকান চোখে পড়লো।এককাপ চা খাওয়া চাই।চায়ের দোকানে ঢুকেই দেখি কিঢ়িঢি রায় বসে চা বিড়ি ফুঁকছেন।দেখা হতেই বাণি শুনিয়ে দিলেন,
"যদি কোন দিন এই শহরে কোন perfect murder হয় তাহলে জানবেন সেটা আমি করেছি"
বলালাম বেশ বেশ।আগে হোক তারপর দেখা যাবে।সেখানে আরো ২ ঘন্টা কাটানোর আগে উঠতেই পারলাম না।
আমার গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি।আর কারো সাথে যেন দেখা না হয় মনে মনে তাই বলছিলাম।দেখা হলেই সবাই খালি খাজুইরা আলাপে মেতে ওঠে যখন দেখে আমি তার ক্যাটাগরির লোক।ঠিক তখনই আবারো আরেকজন।
ইনি ব্যোমকেশ বোক্সী।তার ডায়লগ,
"আমি গোয়েন্দা নই।আমি একজন সতেন্বেশী।গোয়েন্দা শব্দটা কেমন যেন মেকি মেকি লাগে"
আমি বেরিয়েছি সকাল ১০ টায় শার্লক হোমস জরুরি তলব করেছিল।এখন দুপুর ৩ টে।আমার গন্তব্যে এসে গেছি।221B Baker street.শার্লকের বাড়ির সামনে গিয়ে দেখি তার ঘরের সাড়ে ৩২ টা বেজেছে।ভেতরের আসবাব পত্র সব চুরমার।চারদিকের দেয়ালের আস্তর খসে পড়েছে।উপড়ে ছাদ ভেঙে গিয়েছে।কিন্তু শার্লক তার আগের অবস্থানেই ঠিক আগের মতই গভীর মনসংযোগে চিন্তা করে যাচ্ছে।তার হৃদয়ভেদী সূক্ষ দৃষ্টি নিয়ে এখনও তাকিয়ে আছে সে।
বিশেষ দ্রষ্টব্যঃযদি ইতিহাসের সকল গোয়েন্দাদের একসময়ে একজায়গায় এনে দেয়া হয় তাহলে একটি সকাল যেভাবে শেষ হবে তার হাল্কা একটা ইঙ্গিত দেওয়া হল আরকি।এখানে শুধু বাঙালি গোয়েন্দাদের নিয়েছি।
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭
বর্ষন হোমস বলেছেন:
না।এমন কিছু করা হয়নি।
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫০
বর্ষন হোমস বলেছেন:
একটা বিষয় খেয়াল করবেন।আমি কোন গল্প এখানে লিখি নাই।এটা যাস্ট একটা চিন্তা।এখানে গোয়েন্দাগিরি নেই।
২|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫১
চাঁদগাজী বলেছেন:
তা'হলে, আমি পড়তে ভুল পড়েছি!
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩
বর্ষন হোমস বলেছেন:
হ্যা সেটাই।
আর আপনি চাইলে আমাকে সাজেশন দিতে পারেন।আমার মনে হয় আপনি পোষ্ট নিয়ে কিছু বলতে চাইছেন।
৩|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬
ওমেরা বলেছেন: কি জানি , কিছু মনে হয় বুঝলাম না ।
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯
বর্ষন হোমস বলেছেন:
বিশেষ দ্রষ্টব্য টা ভাল করে দেখুন
৪|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: কি লিখেছেন জানিনা তবে সারা লেখাতেই প্রচুর বানান ভুল। ধন্যবাদ।
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ। ঠিক করে নিয়েছি।
বিশেষ দ্রষ্টব্য টা একটু ভাল করে দেখলে বুঝবেন আশা করি।
৫|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: হ্যাঁ এমনটাই হবে বোধকরি।
তবে, বাস্তবে তো গোয়েন্দার অভাব নেই। তাদের মধ্যে এমন হবে বলে মনে হয় না।
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৩
বর্ষন হোমস বলেছেন:
পেশাদার গোয়েন্দা হলে এমনটাই হবে।
তবে যদি ইতিহাসখ্যাত গোয়েন্দা থাকেন তবে ব্যাপার টাই আলাদা।এটাই তুলে ধরার চেষ্টা করেছি।
৬|
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: বাহ....একদিনেই সব গোয়েন্দা'র সাথে দেখা হয়ে গেল।
টাইপে সচেতন হতে হবে।
২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪২
বর্ষন হোমস বলেছেন:
ভাগ্য ভাল থাকলে এমনই হয়। ![]()
৭|
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
নীল-দর্পণ বলেছেন: বাহ বাহ বাহ ! ![]()
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
বর্ষন হোমস বলেছেন: ধন্যবাদ
শুভকামনা ![]()
৮|
২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯
অতঃপর হৃদয় বলেছেন: মোটামুটি। বানানের দিকে নজর দিতে হবে।
২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।
ভাই আমাকে ঢাকাবাসী বলছিল যে বানান ভুল।আমি সাথে সাথে আমি ঠিক করে নিয়েছি।আমার মনে হয় এখন আর বানানে কোন ভুল আছে।
৯|
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৯
সিনবাদ জাহাজি বলেছেন: ![]()
ফেলু মিত্তির আর কাকাবাবু কি আপনার পাড়ায় থাকেনা?????????
![]()
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫০
বর্ষন হোমস বলেছেন:
থাকেনা মানে!!!থাকে তো সবসময়ই।
কথা হচ্ছে ফেলুদা ডায়রিয়ায় ভুগছিলেন আর কাকা বাবুর পায়ে সমস্যা দেখা দেয়ায় বাইরে গেছে ডাক্তার দেখাতে।
১০|
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫২
সিনবাদ জাহাজি বলেছেন:
![]()
আহহারে বেচারা ফেলুবাবুকে তারাতারি ওরস্যালািন সাপ্লাই করেন
২৪ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৮
বর্ষন হোমস বলেছেন:
সাপ্লাই করেছিলাম।কিন্তু ভ্যাজালের এই দেশে স্যালাইনেও ভ্যাজাল।ডায়রিয়া কমার বদলে উলটা বেরে গেছে। ![]()
১১|
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: চেষ্টা ভালো ছিলো, সব বাঙালি গোয়েন্দাকে এক করার চেষ্টা সুন্দর করে সাজিয়ে লিখেছেন +।
যদি কিছু মনে না করেন, শার্লক হোমস তো বাঙালি নয়!!
২৪ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৯
বর্ষন হোমস বলেছেন:
বাঙালি না বলেই তো গল্পে রেখেছি কিন্তু ওনার সাথে আমার কোন কথোপকথন নেই।
১২|
২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৫
বিলিয়ার রহমান বলেছেন: নিজের মতো করে লেখার চেষ্টা করে যান!![]()
একদিনেই কেউ রোমে পৌঁছে যায় না!![]()
শুভকামনা!![]()
২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৮
বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ
ভাল থাকবেন
১৩|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: বর্ষন হোমস ,
মিসির আলীর সাথে আপনাকে তিন গোয়েন্দা গল্প করতে দেখেছে রাস্তায়। তার পরেই পাওয়া গেলো আপনার লাশ । লন্ডনে বসে তো আর শার্লক হোমস এই ঢাকার মাইনকা চিপার মধ্যে চিৎ হয়ে থাকা আপনার লাশের সুরতহাল করতে পারবেনা তাই তার জরুরী তলবে ব্যোমকেশ বোক্সী সত্য অনুসন্ধানে নেমে পড়লো বর্ষনমুখর এই দিনটাতে । কিন্তু সে তো জানেনা এই রকম perfect murder কে করতে পারে কিরিটী রায় ছাড়া ! ওদিকে কিরিটী রায় কুদ্দুইছ্যার চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে বর্ষন মার্ডারটা কে করতে পারে এটা ভাবতে ভাবতেই দুপুর ৩টা বাজিয়ে ফেললো ।
গোয়েন্দা মারফত বিশেষ সূত্রে আগেভাগেই খবর পেয়ে পুলিশের ডিবির লোকেরা ঘেরাও করলো কুদ্দুইছ্যার চায়ের দোকানের এলাকা,সীল করে দিলো রাস্তাঘাট । সেজন্যেই আজ ঢাকায় জ্যাম ছিলো অনেক ............
![]()
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫
বর্ষন হোমস বলেছেন:
বাহঃ
আপনি দেখছি পেছনের গল্পটাও জানেন।
আপনার মত একজনকেই খুজছি আমার সহকারী নিয়োগ দেওয়ার জন্য।কি বলেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কি গোবিন্দ লিখতে গিয়ে, ভুলে গোয়েন্দা লিখেছেন?