নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Until my death, I\'m Bangladesh

বর্ষন হোমস

শার্লক হোমস,জেমস বন্ড,অ্যারকুল পোয়ারো,তিন গোয়েন্দা,ফেলুদা,ব্যোমক্যাস বোক্সী,মাসুদ রানা সবাইকে প্রথমে মিক্সার মেসিনে দিন।মিক্স করার পর যা বেরিয়ে আসবে সেটা আমি।

বর্ষন হোমস › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ সমস্যা টা কি?

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২১


সিগারেটে একটা শেষ টান দিয়ে এস্ট্রেতে ফেলে আবারও সোফায় শুয়ে চিন্তা করতে শুরু করলাম।আজ কিছুদিন যাবত গল্প লেখার চেষ্টা করছি কিন্তু কিছুতেই মাথায় আসছে না।৩-৪ টা বিয়ার ক্যান পড়ে আছে নিচে।সেগুলোর দিকে তাকালাম, গল্প না লিখতে পারলে আর খাওয়া হচ্ছে না।টাকা যা ছিল তা প্রায় শেষের দিকে।আজ প্রায় ৬ মাস কোন কিছু লেখিনি।সর্বশেষ বইটা ভাল বিক্রি হওয়ায় এতদিন পর্যন্ত চলে গেছে।বাসায় একাই থাকি।
কলিং বেল টা বেজে উঠলো।বন্ধু সিয়াম এসেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . .
- আমি একটা সমস্যায় পড়েছি।
-আধা ঘন্টা ধরে শুধু এটাই বলছো।আর কিছু বলবে?না বললে প্লিজ আসতে পারো।আমার কাজ আছে।
সিয়াম সামনে থাকা পানির গ্লাস টা হাতে নিল।কিছুক্ষণ তাকিয়ে কি যেন চিন্তা করে আবার রেখে দিল।
- জীবনে এত গুলো খুন করেছি।কখনো এত ভয় পাইনি।কত অসসস্থিকির পরিবেশে কাটিয়েছি কিন্তু তা যেন কিছুই ছিল না।খুন করে রক্ত দিয়ে গোসল করেছি।মাথা দিয়ে ফুটবল খেলেছি।পুলিশের দৌর খয়ে সারারাত পানিতে কাটিয়ে দিয়েছি,কবরের পাশে শুয়ে ছিলাম সারা রাত।কিচ্ছু হয় নি।

আমি বিরক্ত হয়ে বললাম,"তুমি আমাকে এসব শোনাচ্ছো কেন?চোখের নিচের কালো দাগ,চোখ লাল হয়ে থাকা,মাথার চুল কেমন উষ্কখুষ্ক এগুলো দেখেই বুঝেছি কোন সমস্যা হয়েছে।
-আজ বেশ কিছুদিন নির্ঘুম রাত কাটছে।
- কেনো?
- ঘুমালেই দেখি কিছু মানুষ বসে আছে একটা কফিনের পাশে।অপেক্ষা করছে কবর দেওয়ার জন্য।আমি সেখানে যাই।আমাকে দেখেও কেউ দেখছে না।আমি কফিনের ঢাকনা টা সরাই।এবং দেখি বিভৎষ্য ভাবে মরা পচাঁ একটা লাশ পড়ে আছে।আমি লাশ টা দেখেই আতঁকে উঠি।কারন লাশটা আমারই।আমি এমন বিভৎস মরা পঁচা আর কখনো দেখিনি।আমার ঘুম ভেঙে যায়।সারা রাত চেষ্টা করেও আর ঘুমোতে পারি না।
- শুধু রাতে ঘুমালেই এমন হয়?
- যখন ঘুমাই তখনই।আর যেদিন এই সপ্ন দেখি তার পর দিন থেকেই আমার নিজের ভেতর প্রচণ্ড অনুশোচনা শুরু হয় ঐ মৃত মানুষ গুলোর জন্য যারা আমার হাতে খুন হয়েছে।যাদেরকে মেরেছি তাদের মৃত্যু যন্ত্রনা যেন আমিই ভোগ করছিলাম প্রতিটা মুহূর্ত।নিজের উপর প্রচণ্ড ঘৃণা জন্মাতে শুরু করে।সারাক্ষণ একটা মানসিক যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে।
- কতদিন ধরে এই সমস্যা?
- ৬ মাস!
আমি মনে মনে পুলকিত বোধ করছিলাম।আরেকটা গল্পের প্লট পেয়েছি মনে হয়!ঠিক গত ৬ মাস আগেই আমার শেষ বই বেরিয়েছে।গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে।
- এখন কি করতে পারি?
- আমি প্রচণ্ড মানসিক চাপে আছি।কোন সমাধান দিতে পারবে?
- তুমি ডাক্তার দেখিয়েছো?
- যা করার সব করেছি।কিন্তু কোন লাভ হয় নি।আজ রাত ১২.১০ এ আত্মহত্যা করেছি।
- কিহ!মজা করছো নিশ্চয়ই।
- না মজা করছি না।আত্মহত্যা করে লাভ হয় নি।মানসিক চাপ টা এখনও আমাকে তারা করে বেড়াচ্ছে!!কোন সমাধান দিতে পারবে?
-হ্যাঁ।অবশ্যই।
-কি?দ্রুত বল।
-কাল একবার এই সময়ে এসো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .

পরদিন সকালে ঘুম ভাঙলো।ভাঙার সাথে সাথেই কাল রাতের সেই ভয়ংকর কথোপকথন টার কথা মনে পড়লো।নাহ,এগুলো সত্যিই নয়।এমনটা কি সম্ভব কখনো।স্বপ্নই হবে।

বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের!বাইরে বেরোলাম।বাড়ির সামনে একটা লাশ পরে আছে।এবং লাশটা সিয়ামের।সিয়াম কাল রাতে ছাত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।কিন্তু লাশ টার একেবারে যাচ্ছেতাই অবস্থা।লাফ দিয়ে আত্মহত্যা করলেও লাশের এমন হওয়া সম্ভবই না।মনে হচ্ছে ঠিক ৬ মাস আগেই সিয়াম মারা যায়।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৭

বিজন রয় বলেছেন: স্বপ্ন আর বাস্তব মিলে গেল গল্পে।

অনেক বানান ভুল আছে।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩৫

বর্ষন হোমস বলেছেন:
সপ্ন নয়,বাস্তবই।শুধু সে ধারনা করেছিল সপ্ন হতে পারে।

ধন্যবাদ।ভাল থাকবেন।

২| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


প্লট নিজেই কিছুটা দরিদ্র ধরণের।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, এত সুন্দর করে স্বপ্নের কথা লিখেছেন!! মনে হলো সত্যি কোন ঘটনাবহ!! এত্ত খুন করেছেন পর্যন্ত পড়ে ভাববছিলাম নাহ! আর পড়বো না। কিন্তু ছেড়ে যেতে মন চাইল না। তবে পড়ে ভালোই হল। স্বপ্নের গল্প শুনে তৃপ্তির শ্বাস ছাড়লাম গল্পের লেখনি দেখে। অসাধারণ গল্প লেখেন আপনি। ভালো লাগলো।

শুভকামনা রইল ভাই, স্বপ্ন তো স্বপ্নই।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৫৮

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

আমিই মিসির আলী বলেছেন: অদ্ভুত আর অমানবিক গল্প...।

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২৩

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।

যেমন টা লিখার চেষ্টা করছিলাম আপনার কাছে তেমনটাই অনুধাবিত হয়েছে।

৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: বর্ষন হোমস ,




মোটামুটি লাগলো । টুইষ্টের ধরন গতানুগতিক ।

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:৪১

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।

চেষ্টা করবো আরো ভাল লিখার।

৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৪

ওমেরা বলেছেন: পুরাটাই সমস্যা !!!

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:১৬

বর্ষন হোমস বলেছেন:
একটা একটা করে বলে ফেলুন।

৭| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:২৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সমস্যার উপর সমস্যা।তবে,সমস্যা টা হয়ত শরীরের উপরের অংশে। ;)
সিয়াম ৬মাস আগেই খরচ হয়ে গেলো,আর খবর পাইলেন আজ???এ কেমন বন্ধু???

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫২

বর্ষন হোমস বলেছেন:
খরচ গতকাল রাতেই হয়েছে।বাট ভেতরে ভেতরে ৬ মাস আগেই হজম হয়ে গিয়েছে।এত সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে নাই।

৮| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩

ওমেরা বলেছেন: জী না আমি অত ভাল মেয়ে না যে সমস্যা গুলো বলে দিব আর আপনি সমস্যার সমাধান করে ফেলবেন !! তা হবে না তা হবে না !

২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫০

বর্ষন হোমস বলেছেন:
আমার মনে হয় আপনারও কালকে একবার এই সময়ে দেখা করা উচিৎ।

৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫৭

ওমেরা বলেছেন: কালকে এই সময় তো আমি হাতে মেহেদী লাগাব কিবোর্ড টিপতে পারব না ।হি হি হি হি ----------

২৪ শে জুন, ২০১৭ রাত ১:০০

বর্ষন হোমস বলেছেন:
তাহলে আপনার জন্য সমবেদনা রইলো।দেখা করতে পারলে আপনার জীবনের সমস্যা গুলোও সমাধান করে দিতাম। ;)

১০| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:০৫

ওমেরা বলেছেন: আলহামদ্ল্লিলাহ ! আমার কোন সমস্যা নেই ! তবু আপনাকে ধন্যবাদ দিলাম ।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৫

বর্ষন হোমস বলেছেন:
আপনাকেও ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য।

শুভকামনা রইলো।

১১| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:২৪

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন +

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৬

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ ধ্রুবক আলো।

ভাল থাকবেন।

১২| ২৪ শে জুন, ২০১৭ ভোর ৪:৩৩

শান্তির দেবদূত বলেছেন: মোটামুটি মানের হয়েছে। গল্পের প্লটটা বেশ কমন। তবে আপনার লেখার স্টাইল সাবলিল, চালিয়ে যান আশা করি সামনে আরও ভালো প্লটের গল্প পাবো আপনার কাছ থেকে শুভেচ্ছা রইল।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

সাথে থাকুন।আশা করি নিরাশ করবো না।

১৩| ২৪ শে জুন, ২০১৭ ভোর ৫:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ একটি সুন্দর গল্প উপস্থাপন করার জন্য ।
ছোট গল্পের সমস্যা অনেক , সবচেয়ে বড় সমস্যা হলো
এর একটি স্বার্থক পরিসমাপ্তি যেখানে শেষ হয়েও হলোনা শেষের
আক্ষেপ থাকার পরেও গল্পের সফল পরিসমাপ্তির অনুভবটা
পাঠক হৃদয়ে এসে যায় । তবে গল্পটি এ সমস্যা উতরাতে পেরেছে
বলেই দেখা যায় । তাই এই ছোট গল্পে সমস্যা তেমন কিছু দেখিনা
যদিও ছোট গল্পের সবগুলি ফরম্যাটকে একসাথে জোড়াতালি
দিয়ে একে আরো খানিকটা লম্বা করা যায় ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৯

বর্ষন হোমস বলেছেন:
হ্যাঁ আরো খানিক টা বড় করা যায়।আপনার সাথে একমত।পরবর্তীতে বড় করে লেখারই চেষ্টা করবো।

ধন্যবাদ আপনার অত্যন্ত মূল্যবান মতামতের জন্য।

১৪| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল ++

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৪

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।

শুভকামনা রইলো।

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: বর্ষন হোমস ,




সমস্যা নেই কোথাও , আনন্দে ভাসুন ...........

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

বর্ষন হোমস বলেছেন:
ভাল থাকবেন।

শুভকামনা রইলো।

১৬| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: গল্পটা সুন্দর হয়েছে। তবে বর্ণনা আরেকটু আকর্ষণীয় হতে পারত। শুভ কামনা।

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

বর্ষন হোমস বলেছেন:
ধন্যবাদ।

পরবর্তীতে চেষ্টা করবো অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.