নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Until my death, I\'m Bangladesh

বর্ষন হোমস

শার্লক হোমস,জেমস বন্ড,অ্যারকুল পোয়ারো,তিন গোয়েন্দা,ফেলুদা,ব্যোমক্যাস বোক্সী,মাসুদ রানা সবাইকে প্রথমে মিক্সার মেসিনে দিন।মিক্স করার পর যা বেরিয়ে আসবে সেটা আমি।

বর্ষন হোমস › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার-ইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

ইন্টারনেট এ পরিচ্ছন্নতার কাজ চলছে।অর্থাৎ সকল পর্ণ সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে।শিশুদের উপযোগী করে তোলার জন্যে এই ব্যবস্থা।খুবই ভালো উদ্যোগ। কিন্তু যখন দেখলাম সামহোয়্যার ইন ব্লগ কে ওনারা পর্ণ সাইটের তালিকায় ফেললেন এবং এই ব্লগ কেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন তখন মনে হইলো ফাইযলামির ও একটা সীমা আছে।আর সীমার একজন ভাই আছে।ঐটা হইতেছে আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার।প্রথম দিকে অনেকে এইটাকে টেকনিকাল প্রবলেম মনে করলেও পড়ে দেখলেন যে না ওনারা সজ্ঞানেই সামহোয়্যার-ইন কে পর্ণ সাইটের তালিকা ভুক্ত করেছেন।অর্থাৎ সামহোয়্যার-ইন ব্লগ একটা পর্ণ-সাইট আর এই ব্লগের ব্লগাররা সবাই পর্ণস্টার!
আর এই ধরণের পর্ণস্টার বাংলাদেশের লেখালেখির জগতে প্রবেশ করে অনেকেই বেশ সাফল্যের মুখ দেখতে পেয়েছেন।রকমারি বেস্টসেলার বইয়ের তালিকায় শীর্ষে থাকা বেশ কয়েকজন লেখকই সামহোয়্যার-ইন এর প্রাক্তন ব্লগার এবং ওনাদের লেখালেখির হাতে খড়ি এই ব্লগেই।যাইহোক সামহোয়্যার-ইন এর ব্যপারে অনেক কিছু বলার আছে সেগুলো বলতে চাচ্ছি না।
কথা হচ্ছে যখন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার কে জিজ্ঞেস করা হলো সামহোয়্যার-ইন তো পর্ণ সাইট না।তাহলে একে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন?
তখন উনি বললেন,"নিশ্চয় কোনো কারণ আছে৷ নিশ্চয় অশ্লীল কোনো কনটেন্ট আছে৷ আমরা তো পর্নো বলতে শুধুমাত্র ‘ন্যাংটা' ছবি বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটক এরকম বহু জিনিস আছে যে সব জায়গাতে অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়৷ আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না৷ অতএব কন্টেন্টের মধ্যে থাকতে পারে... ৷ সামহোয়্যার-ইন ব্লগ একসময় খুবই বিতর্কিত ব্লগ ছিল৷ এদের কনটেন্টগুলো শুধুমাত্র সরকারবিরোধী না, আরো জঘন্য ছিল৷ যে কোনো বিষয়ে যাকে তাকে যেখানে সেখানে আক্রমণ করত তারা৷ নাস্তিকতার জন্যও দায়ী ছিল তারা৷ সুতরাং এরকম কোনো কনটেন্টের জন্যও এটা হতে পারে৷ ওভারঅল একটা সম্পূর্ণ নিরাপদ ইন্টারনেট চাই আমরা৷ আমরা ফেসবুক, ইউটিউবকে ধরবো৷ ইন্ডিভিজুয়াল অ্যাপস যেগুলো আছে সেগুলোও ধরব৷ আমাদের জন্য প্রতিজ্ঞা হচ্ছে শিশুর জন্য এটা নিরাপদ করে যাব৷"
ওনার এই উত্তর দেখে আমি রীতিমত ভরকে গেলাম+ভাষার মাসে ভাষাহীন হয়ে গেলাম!কারণ উনি যদি সত্যিই এই কথা মাথায় রেখে শিশুদের জন্যে পরিচ্ছন্ন ইন্টারনেট বানাতে চান তাহলে ইন্টারনেট বলে কোন কিছু বাংলাদেশে আর অবশিষ্ট থাকবে না।
উনি যেই অভিযোগ সামহোয়্যার-ইন এর বিরুদ্ধে এনেছেন সেই জিনিস সামহোয়্যার-ইন এর চেয়ে ফেসবুকে হাজার গুনে বেশি চর্চা করা হয়ে থাকে।।তাহলে ওনার উচিৎ হবে বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া।
ফেসবুকের পরেই বর্তমানে বাংলাদেশে সবচে বেশি ব্যবহৃত হচ্ছে ইস্নটাগ্রাম।ইন্সটাগ্রামে যে কি পরিমাণ নগ্ন,অর্ধ নগ্ন ছবি রয়েছে তা নিশ্চয়ই আমাকে বলতে হবে না।
তারপর ইউটিউবে সালমান মুক্তাদিরের ভিডিও না হয় ওরে ধমক দিয়ে সরিয়ে দিলেন।
কিন্তু বিদেশি ইউটিউবারদের ক্ষেত্রেও কি ঐ একই ধমকা ধমকিই প্রযোজ্য হবে?এবার দেন ইউটিউব বন্ধ কইরা।
কোন জায়গায় জানি শুনছিলাম গুগলে যত ছবি আছে তার বেশির ভাগই নগ্ন ছবি।বেশির ভাগ না হোক নগ্ন ছবির তো আর অভাব নাই।এবার গুগল সার্চ ইঞ্জিন সরায় দ্যান বাংলাদেশ থেকে।
তাছাড়া উনি যেই কথাটা বললেন যে শুধু মাত্র ন্যাংটা ছবিই নয় নাটক কিংবা লেখাতে বহু অনুচ্চারিত শব্দ রয়েছে তাও উল্লেখ করা যাবে না।তাহলে দেখুন বাংলা কবিতা লেখাও মনে হয় বন্ধ করে দিতে হবে।সাহিত্যের বিভিন্ন শাখায় এই ধরণের শব্দ আরো বেশি উচ্চারিত হয় বোধহয়।এটা উনিই ভালো বলতে পারবেন কেননা বাংলা এম এ করেছেন উনি।
এইভাবে বলতে থাকলে শেষে আর কিছুই অবশিষ্ট থাকবে না।
আরেকটা বিষয় হচ্ছে ওনারা বার বার শিশু দের জন্যে ইন্টারনেট শিশুদের জন্যে ইন্টারনেট বলতে কি বোঝাচ্ছেন!ওনারা শিশুদের কে কেন ইন্টারনেটে আনতে চাচ্ছেন।যেখানে শিশুদেরকে ইন্টারনেট থেকে দূরে রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদেরকে কেন ইন্টারনেট এ আনতে চাচ্ছেন!বিভিন্ন সময়ে পরিচালিত অনেক রিসার্সে দেখা গিয়েছে মোবাইল,কম্পিউটারের স্ক্রিন এর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে তা শিশুদের বিকাশে বাধা হয়ে দাড়াতে পারে।
ওনাদের এই সামহোয়্যার-ইন ব্লগ বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।আশা রাখি ওনারা আরো ভেবে দেখবেন বিষয়টি।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: কি কারনে যেন সামহোয়ার ওপেন করলে সামহোয়ারের তলায় কিছু প্রশ্নবোধক পোস্ট এসে থাকে। বিশেষত পেডোফাইল বিষয়ক ছবি সমৃদ্ধ এক পো্স্ট যার ছবিটি বেশ অনৈতিক। দিনের পর দিন সামহোয়ার ওপেন করলেই আমাকে ঐ জঘন্য ছবিটা দেখতে হয়। পেডোফিলিয়া নিয়ে আমার কোন আগ্রহ নেই, কখনও তা নিয়ে সার্চ দেই নি। তাও কেন যে আসে তা বুঝতে পারছি না। কেউ যদি সামহোয়ার সম্পর্কে কিছু না জানে, তবে সেইসব পোস্টের শিরোনাম দেখার পর সামহোয়ার বিষয়ে নেতিবাচক ধারনা হতে পারে। মনে করতে পারে সামহোয়ারে বুঝি কেবল সেইসব পোস্টই এসে থাকে।

হ্যা, সবচেয়ে বেশী নগ্নতা থাকে উইডিপিডিয়াতে। সেইসব পেজ আবার ১৮+ ও নয়। কোন ওয়ার্নিং নেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

বর্ষন হোমস বলেছেন:
এসবের কিছুই কারণ নয়।সামুকে আগেও বন্ধ করার চেষ্টা করা হয়েছে।এখন বন্ধ করতে তো একটা কারণ চাই।তারা আরেকটু ভালো কোন কারণ দেখাতে পারতেন হয়তো।এত অপ্রাসঙ্গিক কারণ দেখাবেন ভাবিনি।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

মাহমুদুর রহমান বলেছেন: আশ্চর্য ব্যাপার।এটা পর্ণ সাইট মানে?
উনি কি এই ব্লগে কখনও বিচরন করেছিলেন?
আমার তো মনে হয় না।না জেনে একটা সাইট সম্পর্কে কথা বলাওটাও অন্যায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

বর্ষন হোমস বলেছেন: সবাই সব জায়গায় বিচরণ করে না।কিছু জায়গা আপনি বলতে পারেন সকলের জন্যে নয়।গরু ছাগলের জন্যে এ জায়গা মানুষের জন্যে আরেক জায়গা।বুঝে নিতে হবে

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~ ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩১

বর্ষন হোমস বলেছেন: :-0 :-0 :-0

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: আমারও প্রশ্ন একই, "শিশুদের জন্য ইন্টাররেট" বলতে কি বুঝানো হচ্ছে??? শিশুরা কি পড়াশুনা-খেলাধুলা বাদ দিয়ে ইন্টারনেটে মিনা-টম-জেরি-মোটু-পাতলু-ডরেমন.......দেখবে? অ-অা-ক-খ-১-২-...........নেটে শিখবে? চোখ নষ্ট করার বুদ্ধি। যেখানে সব শিশুদের ১৬-১৮ বছরের পূর্বে মোবাইল এবং নেট ব্যবহার করা উচিত নয় বলা হচ্ছে, সেখানে আমাদের দেশে "শিশুদের জন্য ইন্টাররেট" !! হাহাহা........হাসব নাকি কাঁদব !! নেট দিলে শিশুরা আগে নোংরা কাজেই ব্যবহার করবে !!!

আরো একটা প্রশ্ন, কোন পর্ণ সাইট কি বন্ধ হয়েছে?? উত্তর মনে হয়, না !!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫

বর্ষন হোমস বলেছেন: ওনারা এই বিষয় গুলো বুঝেন একটু কম।কারণ ওনাদের বাচ্চা কাচ্চারা এই দেশে বড় হয় না।তাদেরকে কখনো এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে হয় না।তাদের কে বাংলাদেশের এই সমস্যা গুলোর মুখোমুখি হতে হয় না।ফলে প্রত্যকটা সেক্টরেই তাদের কাজের প্রতি দায়বদ্ধতা কম।নতুন সিদ্ধান্তের প্রভাব টা কেমন হবে সেগুলো নিয়ে ভাবেন কম।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: তথ্য মন্ত্রীর মতো আমারও বলতে ইচ্ছা করছে- এখানে বিএনপির হাত আছে কিনা খতিয়ে দেখা দরকার।

যোগ্য পদে যোগ্য লোক না থাকলে এরকমই হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

বর্ষন হোমস বলেছেন: খতিয়ে দেখার প্রয়োজন নেই।একটু চিন্তা করলেই বুঝবেন এখানে বিএনপির কোন হাত নেই।সামহোয়্যারইন বন্ধ করলে কাদের লাভ বেশি হবে সেইটা চিন্তা করেন।
আমি বরঞ্চ ভাবছি কোন ভাবে সামহোয়্যারইন বন্ধের মাধ্যমে কি ঢাকা প্যারিসে পরিণত হবে কিনা।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: মাথা পুরো গরম হয়ে গেলো এই লেখাটা পড়ে। ব্যাটারা ইউটিউব, গুগল সার্চ ইঞ্জিন বন্ধ করে দিক, দেখি...

আমি ক্রোম দিয়ে ঢুকতে পারিনি বলে পোস্ট কররে হয়েছে ছবি ছাড়া...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১

বর্ষন হোমস বলেছেন: ওনারা ওগুলো কখনই বন্ধ করবেন না।তাদের সেই ক্ষমতা নেই।তারা সেখানে ইনডিভিজুয়াল ইউজারদের ধরে ধরে ধমকা ধমকির পদ্ধতি অবলম্বন করবেন।
তথ্য প্রযুক্তি সম্পর্কে নূন্যতম ধারণা থাকলেও ওনারা বুঝতেন যে এসব চালানোর হাজারটা উপায় আছেই।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

অগ্নি সারথি বলেছেন: শিশুদের জন্য ইন্টারনেট একটা শিশুতোষ কথাবার্তা! তারে কেউ লেবেঞ্চুস (শিশুদের উপযোগী) ধরায়া দে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাইট ম্যান টু দ্যা রাইট চেয়ার পলিসি না থাকায় এসব অর্বাচীন কথাবার্তা ও কাজকর্ম চলছে। সামহোয়্যার ইন ব্লগ বন্ধের পাঁয়তারা বন্ধ করুন। ইন্টারনেট এমন এক সমুদ্র, যা থেকে দু'চার চামচ পানি তুলে সমুদ্র শুকানো যায় না। আবোল তাবোল কাজ করে সময় নষ্ট করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.