![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে নিলাম সাংবাদিকতা। মানুষ আর প্রকৃতির মাঝে খুঁজে বেড়িয়েছি নানা উপকরণ। তত্ব আর তথ্যের যেখানে সমন্বয় আমি সেখানেই খুঁজেছি সংবাদ- আমার পরিতৃপ্তি।
মাঝে মাঝে যখন শত ব্যস্ততার মাঝে ভাবনা নামক শব্দের সাথে কিছু আলাপ হয় তখন একটি বিষয়'ই আমি সবসময় ভাবি। বিষয়টি যদিও আপেকিক্ষ! তারপরও কেন জানি, কোন কারণে বার বার আমাকে ভাবায়। আমার ভাবনার শুরু এবং শেষটুকু যেন ঐ ভালবাসাকে নিয়ে। ভালবাসা কি কখনও আমার মাঝে ছিল কিংবা আমি কি ভালবাসার মাঝে কখনও ছিলাম। হয়তো ! আবার হয়তো না।
তারপরও একটা বিষয় সত্য যে ভালবাসাকে কেন জানি খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর সবটুকু ঐ ভালবাসার জন্য। যে ভালবাসার জন্য আমি, আমরা খুব কাছাকাছি। মাঝে মাঝে ভালবাসার রঙ, তুলি দিয়ে ভালবাসার উদ্যানে ভালবাসার ফুল ফুটাই। যদিও শত ব্যস্ততার বেড়াজালে ভালবাসাকে মাঝে মাঝে ভূলে গিয়ে মনে হয় ভালবাসা বোধহয় আমার চারপাশে নেই!!! বড্ড একা। নিঃসঙ্গ। নির্বাক আবার কখনো স্ববাক হয়ে যাই এই ভালবাসার জন্যই।
মাঝে মাঝে কেন জানি এত আপন মনে হয় আমার চারপাশের মানুষগুলিকে। মনে হয় কতকাল কতবছর ধরে আমি চিনি এই মানুষগুলোকে। যেন হাজার বছরের পরিচিত এই মানুষগুলোর মূখ। আবার যখন কারও মূখ কখনো দেখা হয়নি, শুধু কথা ও কন্ঠের সংমিশ্রণে কারও সাথে পরিচিত হই তখনও মনে হয় কত আপন, কতকাল ধরে যে তাকে চিনি। সেই গানটি........“আমি চিনি গো চিনি তোমারে.....................ওগো বিদিশীনি।”
চেনা অচেনা মুখগুলোর প্রতি আমার ভালবাসার চিরকুটমালা যে কত বড় তা হয়তো বলে বুঝানো যাবে না। হয়তো আমার কন্ঠে এমন কোন কথামালা নেই যে তা দিয়ে তাদের সম্বোধন করি। মাঝে মাঝে যখন ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততার মাঝে হাবুডুবু খাই তখন লাইফটা বড় পাংশে মনে হয়। মনে হয় জীবনের শুরু আর শেষ হয়তো এই অদমের বোঝা হবে না আর কখনই। তখন হয়তো বুঝতেও পারি না।
ঠিক তার বিপরীত।
যখন লাইফের এ যাত্রায় কেউ, কোন মানব-মানবী, পরিচিত কিংবা অপরিচিত মূখ চোখের সম্মুখে ভেসে উঠে, যখন তাকে নিয়ে ভাবতে থাকি, যখন আমার সবটুকু তাকে নিয়ে, তখন মনে হয় প্রভু তুমি আমাকে আরও সাড়ে সাত'শ বছর পূর্নঃজন্ম দিও। যাতে আমি বারবার ফিরে আসতে পারি সেই মানুষগুলোর কাছে। শুনতে পারি তাদের সেই কথামালা। জানতে পারি তাদের সুখ-দুঃখ। আর যেন বারবার জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন:
ঠিক বলেছো বন্ধু।
আমি যেন বারবার জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
২| ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: comment by: অপ্সরা বলেছেন: জন্ম আমার ধন্য হলো মাগো.....
এত সুন্দর একটা দেশে জনম নিয়েছো ভালোবেসে বুক ভরবেনা বন্ধু!!!
যদি রক্ত প্রয়োজন হয়
আরো একটি গ্রুপ
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
প্রভু তুমি আমাকে আরও সাড়ে সাত'শ বছর পূর্নঃজন্ম দিও। যাতে আমি বারবার ফিরে আসতে পারি সেই মানুষগুলোর কাছে। শুনতে পারি তাদের সেই কথামালা। জানতে পারি তাদের সুখ-দুঃখ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৪
চিকনমিয়া বলেছেন: খবর কিতা ভালানি? আমগো ভাবী ভালানি?
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১
ভাস্কর চৌধুরী বলেছেন:
ব্যস্ততা আর ব্যস্ততার মাঝে হাবুডুবু খাই তখন লাইফটা বড় পাংশে মনে হয়। মনে হয় জীবনের শুরু আর শেষ হয়তো এই অদমের বোঝা হবে না আর কখনই।
আপনাদের দোয়ায় সবাই ভালো!!! আপনার খবর কি?
৪| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১৪
ইসমাইল মাহমুদ বলেছেন: কিতা বেটা তুইতো ভালা সাহিত্যিক কথা বার্তা শিখে ফেলেছিস? এক সময় তুই রবীন্দ্র-নজরুলকেও ফেল করে দিবি!? আতেল হবার সখ জেগেছে নাকি? এসব ছাইড়া ভালা অইয়া যা, নইলে তোর কপালে খারাপি আছে ।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
সবই ইসমাইল এর মার পুলার দোয়া!!!
৫| ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে প্রকাশিত কবিতা চাই একুশে সংকলনের জন্য। লিংক দিন, অথবা ইমেলে পাঠান এ্যাটাচ করে। অন্য কারো কবিতা ভালো লেগে থাকলে তারও লিংক দিয়ে সহায়তা করুন। বিস্তারিত Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
ভালো উদ্যোগ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০১
আবু সালেহ বলেছেন: ভালবাসাকে কেন জানি খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর সবটুকু ঐ ভালবাসার জন্য। যে ভালবাসার জন্য আমি, আমরা খুব কাছাকাছি..................
++++++
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
ভাস্কর চৌধুরী বলেছেন:
যদিও শত ব্যস্ততার বেড়াজালে ভালবাসাকে মাঝে মাঝে ভূলে গিয়ে মনে হয় ভালবাসা বোধহয় আমার চারপাশে নেই!!! বড্ড একা। নিঃসঙ্গ। নির্বাক আবার কখনো স্ববাক হয়ে যাই এই ভালবাসার জন্যই।
সালেহ ভাই প্লাস কিন্তু পাইনি!!!!
৭| ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
নম্রতা বলেছেন: ভাবনা ও ছবি ....এত সুন্দর ....যেন আবার সেই মাটির কাছে ফিরে যাওয়া !
ভাল থাকুন কবি !
২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
বারবার যেন জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
আপনিও ভালো থাকুন কবি আপু।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
অপ্সরা বলেছেন: কেমন আছো????????????
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
ভাস্কর চৌধুরী বলেছেন:
খুব খারাপ আছি!!!
তোমার অবস্থা কি?
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৪
মুনিয়া বলেছেন: কেমন আছেন ভাস্করদা?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
আরে মুনিয়া আপু য়ে!!! অনেক দিন পর আপনার দেখা পেলাম। কেমন আছেন আপনি?????
আমি ভালো নেই খুব একটা।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
তাজা কলম বলেছেন: যখন লাইফের এ যাত্রায় কেউ, কোন মানব-মানবী, পরিচিত কিংবা অপরিচিত মূখ চোখের সম্মুখে ভেসে উঠে, যখন তাকে নিয়ে ভাবতে থাকি, যখন আমার সবটুকু তাকে নিয়ে, তখন মনে হয় প্রভু তুমি আমাকে আরও সাড়ে সাত'শ বছর পূর্নঃজন্ম দিও। যাতে আমি বারবার ফিরে আসতে পারি সেই মানুষগুলোর কাছে। শুনতে পারি তাদের সেই কথামালা। জানতে পারি তাদের সুখ-দুঃখ। আর যেন বারবার জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
++++++++++++++++++++++ ভালবাসার জন্য বারবার জন্ম হোক আমার, তোমার, সকলের--
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
জয় হউক ভালোবাসার।
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগল।
কেমন আছেন আপনি???
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
জিনাত বলেছেন: তারপরও একটা বিষয় সত্য যে ভালবাসাকে কেন জানি খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর সবটুকু ঐ ভালবাসার জন্য। যে ভালবাসার জন্য আমি, আমরা খুব কাছাকাছি।..........বেশ তো !শুভ হোক ফাল্গুনের বারতা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
ফাগুনের মাতাল হাওয়ায় আপনার জন্য উষ্ণ ভালবাসা!!!
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬
বাসু শ্রীমঙ্গল বলেছেন:
এ তো ভালোবাসার মাখা-মাখি!!!
ভালোবাসার জয় হউক....................................................+++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
ভাস্কর চৌধুরী বলেছেন:
জয় হউক ভালোবাসার....................
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২
জিনাত বলেছেন: আপনার কবিতা বের হয়েছে কোনটা ?কবিতা পড়ার জন্য ধন্যবাদ
১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৪
ভাস্কর চৌধুরী বলেছেন:
কেমন আছেন?
১৪| ১৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
সৈয়দা আরুফা ইয়াসমিন নিপা বলেছেন: মাঝে মাঝে ভালবাসার রঙ, তুলি দিয়ে ভালবাসার উদ্যানে ভালবাসার ফুল ফুটাই। যদিও শত ব্যস্ততার বেড়াজালে ভালবাসাকে মাঝে মাঝে ভূলে গিয়ে মনে হয় ভালবাসা বোধহয় আমার চারপাশে নেই!!! বড্ড একা। নিঃসঙ্গ
১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
নির্বাক আবার কখনো স্ববাক হয়ে যাই এই ভালবাসার জন্যই।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২১
জিনাত বলেছেন: akta notun kicu korte chai apnader sahajjo chara somvob noy plzzz ....amer last post ta akber dakhun
১৬| ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২২
জিনাত বলেছেন: akta notun kicu korte chai apnader sahajjo chara somvob noy plzzz ....amer last post ta akber dakhun
১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
অবশ্যই.................................................................
১৭| ২২ শে মে, ২০১০ রাত ৮:২২
সাগর ঢাকা বলেছেন: আমি সৈকত , ২ দিন আগে হোটেল এর খবর জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম
২৩ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০১
ভাস্কর চৌধুরী বলেছেন:
ধন্যবাদ...............................।
১৮| ০৪ ঠা জুন, ২০১০ রাত ১০:৫৩
আলী প্রাণ বলেছেন: কেমন আছেন দাদা....
ইচ্ছে করলেই আপনার ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে সেইভ করে রাখতে পারেন
১২ ই জুন, ২০১০ দুপুর ১:২২
ভাস্কর চৌধুরী বলেছেন:
বেশ একটা ভালো না!!!
তুমি কেমন আছো?
কেমন চলছে জীবন সংগ্রাম?
১৯| ১৫ ই জুলাই, ২০১০ ভোর ৬:৩১
আরিয়ানা বলেছেন: চমৎকার লাগলো লেখাটি !!
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩০
ভাস্কর চৌধুরী বলেছেন:
মেলাদিন পর.................!!!!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২০| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো? লেখা থেকে নিজেকে এভাবে সরিয়ে রেখেছো? লেখায় ফিরে এসো... যতটুকু সময় পাও।
ভালো থেকো সবসময়
১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
ভালো আছি বেশ!!
আপনিও ভালো থাকবেন।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ভাল লাগলো আপনার ভাবনা গুলো
১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ............
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০২
অপ্সরা বলেছেন: জন্ম আমার ধন্য হলো মাগো.....
এত সুন্দর একটা দেশে জনম নিয়েছো ভালোবেসে বুক ভরবেনা বন্ধু!!!