নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুক্কা

আমি হনুমান

ছিটকা বাইরাইছি জাবি থিকা সেই 1998 তে। পড়ছিলাম পৃথিবী গোল (ভূগোল) কিন্তএখন দেখি পৃথিবী বান্দরের তৈলাক্ত বাঁশের মত।

আমি হনুমান › বিস্তারিত পোস্টঃ

টি ২০ তে বিলাইদের গো হারার কারন সম্ভবত: আমার মত আম জনতার বদদোয়া

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

রাস্তা বন্ধ করে আর ডাইভারশন করে আমাদের নামায় প্রশিকার মোড়ে, যেখান থেকে স্টেডিয়াম এর দুরত্ব ১০ নং গোলচক্কর থেকে ও কাছে। কোন্ ছোট লেজবিশিষ্ট চতুষ্পদির বুদ্ধিতে রোকেয়া স্মরনি খেলার পুরো সময় বন্ধ থাকে আমরা বুঝি না। প্রতি খেলা এমনকি প‌্র্যাকটিস ম্যাচ এর জন্য আমজনতার যে ভোগান্তি এটা বিলাইদের দুর্দশা একটা কারন মনে হয়। ১০ নং গোলচক্কর থেকে সনি হল পর্যন্ত বন্ধ থাকলেই যেখানে চলে সেখানে এই পুরো রাস্তা বন্ধ রেখে, যানজটে গিনিশ রেকর্ড করতে চলা ঢাকার মানুষের বাড়তি অত্যাচার যে কেন করা হচ্ছে জানিনা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

হেডস্যার বলেছেন:
আমার ও মাথায় আসে না।
ষ্টেডিয়ামে খেলা থাকলে কি পরিমান যে কষ্ট মানুষ করে তার কোন হিসাব নাই।
শেওড়াপাড়া থেকে ১০,১১,১২ এর দিকে মানুষ কিভাবে যাবে তার কোন পথ ও কি বাতলে দেয়া আছে? নাই।
স্বেচ্ছাচারিতার একটা সীমা থাকা উচিত।

ফালতু পরিকল্পনা।

২| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

শেরশাহ০০৭ বলেছেন: ভালা তো.....।

৩| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: আসলে ঐ সব কম বুদ্ধিওয়ালারা দ্বায়িত্ব পালনে অনাগ্রহের কারনেই সাধারন মানুষের দুর্ভোগ বাড়ে । ডাইভারশন করে দিয়ে বিকল্প পথ রাখেনা । যার কারনে ঐ পথ দিয়ে যারা চলাচল করতে চায় , তাদের কষ্টের সীমা থাকেনা । ডাইভারশন করেছেন ভাল কথা - চলাচলের বিকল্প রাস্তা কি রেখেছেন ??? মাথায় কি ঘিলু কম ? আগে থেকে জানান দিয়েছিলেন ? কর্তব্যপরায়ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হত ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বিলাই শব্দের প্রতিবাদ জানাচ্ছি

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬

আমি হনুমান বলেছেন: ওকে "বিড়াল" কইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.