নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলা একাডেমি-ছবি যেন কথা কয় !

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০০

একেকটা ছবি একেকটা গল্প, একেকটা কবিতা । ফটোগ্রাফি যাদের নেশা তারা এটাকে ভালোবেসেই করে থাকে। যেমন একজন কবি, একজন গল্পকার তার ভেতরের অনুভুতি দিয়ে রচনা করে তার সৃষ্টি ...একজন ফটোগ্রাফারও তার একেকটা ফটোর ভেতরে রচনা করে একেকটা গল্প।



বাংলা একাডেমি থেকে তোলা ছবিগুলো দৃষ্টি নন্দনের চেয়ে এর ঐতিহাসিক গুরুত্বই বেশি।

ভাষা আন্দোলনের ইতিহাস যেন এখানে এলে এখানকার পরিবেশের কারণেই মূর্ত হয়ে উঠে।

বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর। জাতীয় গ্রন্থমেলা অনুষ্ঠিত হয় এই বাংলা একাডেমীতেই।

বর্ধমান হাউজ





ভাষা শহীদ সালাম তোমাদের





নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই





বাংলা একাডেমী প্রাঙ্গনের প্রাচীন বটবৃক্ষ





পুস্তক বিক্রয় কেন্দ্র-১





পুস্তক বিক্রয় কেন্দ্র-২





একুশ মানে মাথা নত না করা





বাংলা একাডেমীর রঙ্গন





কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা





এই মেঘলা দিনে একলা ঘরে থঅকে না তো মন...







তথ্য সূত্র:

১. ছবি: নোকিয়া ৭০০

২. বাংলা একাডেমী-সংক্ষিপ্ত ইতিহাস

৩. উইকিপিডিয়ায় বাংলা একাডেমী

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

সাজিদ ঢাকা বলেছেন: উম ম ম ম ম পোষ্টে ++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩০

আশা জাগানিয়া বলেছেন:
++++চারটা প্লাসের একটাও কাউন্ট হয় নি ! :(

২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৫

ভয়ংকর বোকা বলেছেন: চলনসই হয়েছে, অনেক ভালো হতে পারত। ভালো একটা ক্যামেরা আপনার জন্য জরুরি হয়ে গিয়েছে। বিস্তারিত ফেসবুক এ বলব।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১:২৯

আশা জাগানিয়া বলেছেন:

আকাশ মেঘলা ছিল। পথ পিচ্ছিল ছিল।
তবে আরো ভালো হতে পারতো সত্যিই ।।

আমার পোস্টে কোন দোষ দেখলে অবশ্যই বলবেন।
শুভ রাত্রি।।

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪০

রাফা বলেছেন: খুব সুন্দর পোস্ট।

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

আশা জাগানিয়া বলেছেন:
অনেক ধন্যবাদ রাফা।।

৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম :)

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আশা জাগানিয়া বলেছেন:
এভাবে আগ্রহ জাগানোর জন্যে অনেক ধন্যবাদ মাসুম আপনাকে।।

৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসসালামুআলাইকুম। ব্লগে স্বাগতম ;)

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

আশা জাগানিয়া বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম।
দোয়া করবেন আমার জন্যে :D

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

আরজু পনি বলেছেন:

অন্তর্জালের একটা নিককে এতোটা ভালোবাসা যায় তা "আশা জাগানিয়া" নিকটা না হলে বুঝতাম না !
আমি সত্যিই অবাক হচ্ছি ! অফ লাইনে আজকে যে কয়বার ব্লগ দেখেছি তা আর কোন ব্লগ না ! শুধুই এই ব্লগ দেখেছি !

০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আশা জাগানিয়া বলেছেন:
আত্নপ্রেম :P

=p~ =p~

৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

রাজীব হোসাইন সরকার বলেছেন: এক জীবনে অনেক কিছুই দেখার আছে। বাংতলা একাডেমী তার একটা :)
সুন্দর কিছু ছবি জন্য ভালো লাগা :)

আইডিটা কার একটু বুঝেছি :) #আত্মপ্রেম :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:২০

আশা জাগানিয়া বলেছেন:
আইডিয়াটা আমারই । ছবিগুলো তুলেছিলাম। ভাবলাম দিয়ে দেই ব্লগে । অন্যদের সাথে শেয়ারতো করা হলো ! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.