![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]
একজন লেখক তার চেহারা দেখিয়ে নয় বরং তার শব্দের মধ্যে সুরের ঝংকার তুলে কিভাবে পাঠককে পাগল করতে পারে তা বুঝলাম সামহোয়্যারইন ব্লগের এক ক্ষ্যাপা, পাগলাটে কবির লেখায় ।
হ্যাঁ, তাকে কবিই বলবো ।
আগে যাই লিখেছেন, বর্তমান সময়ে শুধু কবিতাই লিখছেন ।
যদিও তাকে যতদূর বুঝেছি সব ধরণের লেখা তার কাছ থেকে আসা সম্ভব । কিন্তু তাকে আমি কবিই মানবো । অথবা অনুভুতিতে কাঁপন জাগানো শব্দে যাদুকর !
আমি তার পোস্টে মন্তব্য করি মূলত তার কাছ থেকে দারুন দারুন জবাব পেতে । তার পোস্টে ভাবনার প্রকাশ যেমন অসাধারণ, তেমনি প্রতি মন্তব্যে/জবাবে তার প্রকাশ অনন্য ।
ক্ষ্যাপাকে ক্ষ্যাপাতে কি যে আনন্দ !
সে রাগ করলে, অভিমান করলে, বিরক্ত হলে দারুন দারুন কথামালা বেরিয়ে আসে তার ভাবনার ঝুড়ি থেকে ।
তার প্রোফাইলেই মেইল এড্রেস দেয়া আছে, কখনো কখনো যে তার সাথে ব্লগের বাইরে কথা বলতে ইচ্ছে হয় নি তা নয়...বরং নিজেকে এই ভেবে নিয়ন্ত্রণ করেছি যে, তাকে ব্যক্তিগতভাবে চিনতে নয়...বরং তার লেখাই আমি পড়তে চাই ।
এমন কথার প্রাচুর্য দেখে সত্যিই ইদানিং আমারও কথা শিখতে ইচ্ছে করছে নতুন করে ।
শব্দের এই যাদুকরের জন্যে রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ।।
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
আশা জাগানিয়া বলেছেন:
এটা আসলে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম। সেটাই কপি-পেস্ট করে এখানে রেখেছি। ভবিষ্যতে এটাকে আরো বাড়ানোর পরিকল্পনা আছে। আপনার লেখা পছন্দের কবিতাগুলোর লিংক এখানে জড়ো করার পরিকল্পনা আছে।
আর আমি মানে আশা জাগানিয়া আপনার ওখানে মন্তব্য করে নি। তবে এটা কার নিক সেটা ফেসবুকে পাবলিকলি ঘোষণা দেয়া আছে। আপনার সাথেতো ফেসবুকে যোগাযোগ নেই। যদিও আপনার ফেসবুক আইডি আছে কিন্তু আমি জানি না।
আগে সেফ হই। পরে না হয় আপনাকে বলা যাবে আমি কার সহ নিক ... হাহাহাহাহাহা
২| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪২
লেখোয়াড় বলেছেন:
আপনি.............. আ..........নি।
আপনার স্টাইল দেখে মনে হচ্চে আপনার অন্য নিকটি শুরু আ দিয়ে আর শেষ নি দিয়ে।
আপনার ফেসবুক দেখিনি তাই শিওর না, ভুল হতে পারে।
তা আর একটি নিক খোলার দরকার কি?
এত সময় কোথায় পাবেন, আসল নিকে তো জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন, তাও শেষ করতে পারেন না।
এই কাজটি বা এখানে যা করবেন তাসব ওখানেই করলেই তো পারতেন।
দেখি আপনার কি পরিকল্পনা, কি আশা জাগানিয়া।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪
আশা জাগানিয়া বলেছেন:
জ্বি আমি .............. আ..........নি।
আশা জাগানিয়া ।
এটা আসলে মুক্ত আকাশে বন্ধনহীন ভেসে বেড়ানোর মতো।
যখন যা ইচ্ছে তাই করবো।
ওই নিকে সব কিছূ ইচ্ছে মতো করা যায় না যে! .............
এই নেকর পোস্টের বিভিন্নতা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এই নিকের স্বাধীনতা ....
অনেক অনেক ধন্যবাদ রইল প্রিয় শব্দবাজ।।
৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
লেখোয়াড় বলেছেন:
সবাই যদি জানলই আপনারই এই দুইটা নিক তাহলে যখন ইচ্ছা যা করে বা ইচ্ছে মতো কিছু করে কি লাভ হবে? সবাইতো জানবেই আপনিই এটা করছেন বা বলছেন, তাহলে এক নিকে করলে সমস্যা কোথায়?
শুধু শুধু সময় নষ্ট।
কিছু দিন পর আপনার মনে হবে কোনটা ছেড়ে কোনটা রাখি।
তখন আমার কথা মনে পড়বে।
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
আশা জাগানিয়া বলেছেন:
আচ্ছা তাহলে পরিষ্কার করেই বলি।
আমারই ওই নিক থেকে প্রতিদিন বা দিনে একাধিক পোস্ট দিলে নিশ্চিত গালি শুনতে হবে।
যেটা এই নিকে দিবে না। কারণ আমি শুরু থেকেই সবাইকেই সেভাবেই অভ্যস্থ করছি। আবার যদি দিনের পর দিন এই নিকে পোস্ট না্ও দেই তবুও কেউ সেভাবে জিজ্ঞেস করবে না, বা বলবে না যে আমি ব্লগে অনিয়মিত হয়ে গেছি। আমি আসলে মুক্তির স্বাদ পেতেই এই নিক নিয়েছি।
আর ওই নিকে আসলে আমি নিদির্ষ্ট দুই একটা বিষয়ের মধ্যেই নিজেকে আটকে রাখতে চাচ্ছি।
আমার বিশেষ কিছু আগ্রহ, নেশা এসব পোস্ট ওই নিক থেকে প্রকাশ করবো।
হতে পারে সময় নষ্ট। কিন্তু তৃপ্তি পাচ্ছি ।
আর এই ব্লগের নামটা আমার অনেক ভালোবাসার। সেটা তো বুঝতেই পাচ্ছেন।
কোনটা ছেড়ে কোনটা রাখি এই সমস্যা মনে হয় হবে না।
আপনার কথা আমার এমনিতে ও মনে পড়বে। হাহাহাহাহাহা
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
লেখোয়াড় বলেছেন:
আপনার শেষ পোস্টাতে মন্তব্য করা যায় না কেন?
কি সমস্যা?
আর মার্কিন লেডি নিয়ে কি লাভ।
আমাদের দেশের অনেক সমস্যা আছে তা নিয়ে লিখুন না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
আশা জাগানিয়া বলেছেন:
ওটা শুধুই একজন সফল নারীর সংবাদ হিসাবে শেয়ার করা...আর কিছু নয় ।
এই নিকে সাধারণত লগইন হই না (যথেষ্ট সময় বের করতে পারছি না), তাই মন্তব্য বন্ধ করে রেখেছি...আপনাকে অনেকদিন ব্লগে দেখা যাচ্ছে না ...
৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অথবা অনুভুতিতে কাঁপন জাগানো শব্দে যাদুকর !
"অঝথাই আলোড়িত হই"
আপনার সাথে আমার ভাবনার সাদৃশ্যপূর্ণ লেখাগুলো খুঁজে পেলাম !
ধন্যবাদ এবং ভালথাকুন ।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৪
আশা জাগানিয়া বলেছেন:
শব্দের যাদুকর বা শব্দ যাদুকর।
ভাবনারা কখনো মিলে যায়...
আপনিও ভালো থাকুন স্বপ্নচারী গ্রানমা।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনি "লেখোয়ার" এর পাশে কবিতায় আমাকে রেখেছেন,
খুব-খুবই অবাক হচ্ছি !!!
আপনাকে এই নিকে তো দেখা যায় না !
ভালো থাকুন ।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬
আশা জাগানিয়া বলেছেন: অবাক হওয়ার কিছু নেই। আপনাকে এবং অন্যান্যদেরকে যেন আরজুপনি (যখন আরজুপনি নিক থেকে ব্লগিং করা হয়) থেকে সহজেই ফলো করতে পারি তাই এই লিঙ্ক ব্যবস্থা করা। তবে এটা এখন এই নিক থেকেও বেশ কাজে দিবে তা বুঝতে পারছি।
আপনার ব্লগের লেখা পড়ার সময়ই লিঙ্কের মাধ্যমে ফলো করার ভাবনাটা মাথায় এসেছিল, তাই আপনার নামটা প্রথমে এসেছে, তারপর কবিতায় স্বাভাবিকভাবেই লেখোয়াড়ের নাম এসেছে।
আপনিও অনেক ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬
লেখোয়াড় বলেছেন:
"আমি তার পোস্টে মন্তব্য করি মূলত তার কাছ থেকে দারুন দারুন জবাব পেতে"
............... আপনি আমার ওখানে কোন মন্তব্য করেননি................
আপনার অন্য কোন নিক আছে কিনা জানিনা।
আমার সম্পর্কে যা বলেছেন সব সত্যি নয়।