নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

আসুন, দেশী পোশাক পরিধান করি...দেশী পোশাকের প্রচার করি

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

একটা তালিকা বানাতে চাচ্ছি...

প্রধাণত ঢাকা শহর কেন্দ্রীক। তবে ঢাকার বাইরেও তথ্য পেলে সংযুক্ত করা হবে।

কোথায় কোথায় দেশী কাপড়ের দোকান আছে-

তৈরী পোশাক কোথায় কোথায় পাওয়া যায়-

দাম কেমন হবে-



এই তথ্যগুলো থাকলে যারা আসলেই দেশী কাপড় কিনতে চায়, দেশী পোশাক পড়তে চায় তাদের খুব সুবিধে হবে। আর প্রচারও বাড়বে দেশী পোশাকের।



প্রতিটা মার্কেট/দোকানের নাম সহ পোশাকের ধরণ আর দামের কিছুটা বর্ণনা থাকলে পাঠক যারা ক্রেতা তাদের মূল্যায়ন করতে সুবিধে হবে।



আজিজ সুপার মার্কেট-

───────────

লোকেশনঃ

শাহবাগ থেকে পশ্চিমে কাটাবনের দিকে যেতে, বিএসএমএমইউ (প্রাক্তন পিজি) হাসপাতালের মার্কেটটার পরের মার্কেটই আজিজ সুপার মার্কেট।



বর্ণনাঃ

এখানে ছেলেদের তৈরী পোশাক থেকে শুরু করে, বাচ্চাদের পোশাক এবং মেয়েদের শাড়ী, সালোয়ার-কামিজও পাওয়া যায়। দামও হাতের নাগালের মধ্যে। কিন্তু একেবারেই দেশী স্বাদ পাবেন।

আর দেখতেও বেশ সুন্দর-নজরকাড়া।



উল্লেখযোগ্য কয়েকটা দোকানঃ

দেশাল, লাল নীল সাদা কালো .... ইত্যাদি





বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেটঃ

──────────

লোকেশনঃ

মিরপুর রোডে অবস্থিত, ঢাকা কলেজের বিপরীতে।



বর্ণনা

দাম তো কমই । দাম রেঞ্জে বলা একটু কঠিন । যা মনে হয়েছে ৩০০ থেকে ১২০০ এর মধ্যেই সব । বেশীর ভাগ কাপড়ে দামাদামি খুব বেশী করা যায় না, আসলে করার নেইও ।

আর এই মার্কেটর কাপড় গুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় ।

একটু খুঁজতে পারলে বেশ দারুণ কাপড়ও কিনতে পারা যাবে।





বেনারসী পল্লী

───────

লোকেশনঃ

মিরপুর









তথ্য পেতে সাহায্য করেছেনঃ

মোঃ খালিদ রহমান

কাজী মৈত্রী

তথ্য প্রাপ্তি সাপেক্ষে পোস্ট এডিট করা হবে।

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ আপি।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

আশা জাগানিয়া বলেছেন:

আপনার জানামতো কোন দেশীয় পোশাকের দোকান থাকলে বললে পোস্টে এ্যাড করে দিতে পারি।

আসলে আমি নিজ্ওে বেশ কিছু জানি....সময় নিয়ে এ্যাড করে দিব ভাবছি।

আড়ং, বুনন, মেলা এ জাতীয় আরো অনেক তৈরী পোশাকের দোকান আছে....সবই দেয়া হবে।

তবে বিজ্ঞাপনের নামে এদের নগ্ন প্রচার রোধ করার কাজটা আমাদেরই চালাতে হবে।

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। সবক্ষেত্রে দেশ প্রেম চাই। দেশ প্রেমে উ্দ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আশা জাগল। ।অনেকে ই দেশি পোষাক পরিধান করে দেশী পোষাকের প্রচারে অংশ নিবে।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

আশা জাগানিয়া বলেছেন:

উদ্দেশ্য একই সাথে-

দেশী পোশাকের প্রচার


সানি লিউন বা এই জাতীয় উদ্ভট সঙস্কৃতি রুখে দেওয়ার চেষ্টা আর


দেশী পোশাকের বিজ্ঞাপনের নামে নগ্নতার প্রচার রোধের চেষ্টা

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

এসএমফারুক৮৮ বলেছেন: এই পোস্টটা আরও এক সপ্তাহ আগে দিলে ভাল হতো।

অনেক ধন্যবাদ আপু।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

আশা জাগানিয়া বলেছেন:

এই পোস্টের মুল কথাগুলোর প্রচার সারাবছর রাখবো ভাবছি।

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দেশী পোশাকের দোকানের তালিকাটি এভাবে সমৃদ্ধ করলে অনেকের কাজে আসবে ;)

ধন্যবাদ :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

আশা জাগানিয়া বলেছেন:

তবুও নিজের দেশের মানুষেরই কাজে লাগবে। সেও অনেক স্বস্তির বিষয় ।

:)

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

আম্মানসুরা বলেছেন: ভালো পোষ্ট। আজিজে যাওয়া হয়। মিরপুরেও যাব।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ আম্মানসুরা।

আপনার খোঁজে থাকলে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

মামুন রশিদ বলেছেন: পোস্ট এত ছোট কেন ?

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

আশা জাগানিয়া বলেছেন:

আসলে কাজটা শুরু করেছিলাম ফেসবুকে স্ট্যাটাস হিসেবে।

কিন্তু আমি যেহেতু ব্লগের মানুষ তাই ভাবলাম ব্লগে পোস্ট দিয়ে প্রচারের কাজটা শুরু করি। এবং পর্যায়ক্রমে তথ্য প্রাপ্তি সাপেক্ষে পোস্ট এডিট করে তাতে সংযুক্ত করে দেয়া হবে নতুন সব তথ্য।।


আপনার জানা থাকলে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

সারাবছর ধরেই চলবে দেশি পোশাকের প্রচারের কাজ।

ধন্যবাদ মামুন।।

৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

কাফের বলেছেন: ভালো কাজ

আমাদের দেশের সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক রেখে বাজার ছেয়ে আছে জংলীদের মত অদ্ভূত অদ্ভূত সব পোশাকে।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

আশা জাগানিয়া বলেছেন:

এই প্রচারের কাজটা আমদেরকেই যে নিতে হবে।

আর কে কি করলো বা করলো না, তা ভেবে বসে থাকতে চাচ্ছি না।


জানি ব্লগাররা অনেকই সচেতন। তাই সবাই একযোগে কাজ করতে পারবো।

ধন্যবাদ রইলো আপনাকে।।

৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

সমুদ্র কন্যা বলেছেন: এমনতো অনেক দোকানই আছে। অনেকে ব্যক্তিগতভাবেও কাজ করছে, শখের বশে বা সেটাকেই পেশা হিসেবে নিয়ে। তাদের যখনই এমন কারো খোঁজ পাবো লিস্ট দিয়ে যাবো।

খুব ভাল কাজ আপু। চেষ্টা করবো যথাসম্ভব সাহায্য করবার।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

আশা জাগানিয়া বলেছেন:

হ্যাঁ, এটা খুব দরকারী একটা কথা বলেছেন। এই শখের বশে করা কাজটাকেই যদি আমরা প্রমোট করতে পারি। তবে তা খুবই ভালো কাজ হবে।


কর্মসংস্থান,

নারীর অর্থনৈতিক স্বাবলম্বন


এই সুবিধাগুলোর কথা প্রথমেই বলা যায়।

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পাঞ্জাবী কিনলাম এইবার আজিজ থিকা।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩১

আশা জাগানিয়া বলেছেন:

বাহ দারুণ !

১০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

প‌্যাপিলন বলেছেন: দেশী কাপড়ের অসংখ্য ভালো দিক আছে সেদিকে যাচ্ছিনা, তবে আমি কিছু খারাপ দিকের কথা বলি।

- দেশি কাপড় সিল্ক/এন্ডি সিল্ক বা সুতির ওপরই হয়ে থাকে বিধায় সাধারণ সাবান/পাউডার দিয়ে ধোয়া যায়না। সাধারণ সাবানে 2/3 বার ধোয়া হলে কাপড়েরর রঙ থাকেনা, আর কাপড়ও তেনার মতো হয়ে যায়। কাজেই দেশি কাপড়কে ঠিক রাখতে হলে ড্রাই ওয়াশের বিকল্প নাই। আর ড্রাই ওয়াসের খরচটা কিন্তু বেশ ভালই। দোকানীরা ইদানিং শ্যাম্পু দিয়ে ধোয়ার কথা বলেন কিন্তু তাতেও কাপড় টিকছেনা।

যারা বাড়িতে এসি, গাড়িতে এসি এবং অফিসে এসিতে থাকেন তারাও দেশী কাপড় স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন কারণ ঘাম থেকে প্রটেক্ট রাখতে পারলে কাপড় দীর্ঘদিন পড়া যায়। কাজেই দেখা যাচ্ছে যে উচ্চবিত্তেরাই স্বচ্ছন্দে দেশি কাপড় ব্যবহার করতে পারেন। মধ্যবিত্ত বা নিম্নবিত্তেরা খুব কমই কাপড় কেনার সুযোগ জোটে সেক্ষেত্রে তাদের টেকসইয়ের দিকে দৃষ্টি দিতে হয়। ছেলেরাও তবু 200-500 টাকার মধ্যে দেশিয় টি শার্ট কিনতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে 2000-3000 টাকা বা তারও বেশি টাকা দিয়ে জামা কিনে যদি সেটা বেশিদিন পড়তে না পারে তাহলে ঠিক সাশ্রয়ী হয়না।

- বিতর্কের খাতিরে নয়, সম্পুর্ন অভিজ্ঞতা থেকে বললাম। এই সমস্যাগুলোর প্রতি দেশি কাপড় বিক্রেতাদের নজর দেয়া উচিত।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

আশা জাগানিয়া বলেছেন:

খুব ভালো কিছু দিক তুলে ধরেছেন। এই বিষয়গুলো অবশ্যই বিক্রেতাদের ভেবে দেখতে হবে...বিশেষ করে যারা কাপড় বুননের সাথে জড়িত।

আশা করি দোষ গুলো নিয়ে আলাদা আরেকটা পোস্ট দিব। তখন আপনার দেয়া পরামর্শগুলো থাকবে ইনশাহআল্লাহ।

১১| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮

মিথিলা মাহমুদ বলেছেন: "দেশী দশ", বসুন্ধরা শপিং সেন্টার, এখন গুলশান-তেজগাও লিংক রোড এ। সোবহানবাগ রোড এর রাস্তার দুপাশেই বেশ অনেকগুলো দেশী বুটিক হাউস আছে। আমার মনে হয় না দেশী কাপড় কেনার জায়গার অভাব আছে, অভাবটা ইচ্ছায়। :(

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

আশা জাগানিয়া বলেছেন:

একটু ডিটেইলস পেলে ভালো হতো।

আর হ্যাঁ, ঠিকই বলেছেন। অভাবটা ইচ্ছার :(

১২| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

বোকামন বলেছেন:
সচেতনতামূলক পোস্টের জন্য সাধুবাদ জানাচ্ছি
দেশী পোশাক জয়ী হোক।।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩২

আশা জাগানিয়া বলেছেন:

দেশী পোশাকের জয় হোক।

অনেক ধন্যবাদ বোকামন।।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: এইরকম একটা পোস্ট চাচ্ছিলাম। এরকম একটা পোস্ট স্টিকি হিসেবেও চাইছিলাম!

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

আশা জাগানিয়া বলেছেন:

ওয়াচ থেকে সেফ করে না মোটে !

আর স্টিকি !

:(

১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: মোহাম্মদপুর তাজমহল রোডে একটা দোকানে গিয়েছিলাম ওদের ওয়েব পোর্টাল বানিয়ে দেয়ার কাজে! সম্পূর্ণ দেশী তাঁতের বানানো মেয়েদের সেলোয়ার কামিজ ই মূলত প্রধান! ঈদের পরে ওদের ওয়েব পোর্টালের কাজ টা পাবার কথা! দোকানের নাম টা মনে করতে পারছিনা, একটু খোজ নিয়ে আপডেট করে দিতে পারেন!

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

আশা জাগানিয়া বলেছেন:

একটু ডিটেইলস পেলে পোস্টে এ্যাড করে দিতে পারতাম।

অবশ্য এই পোস্টের কাজ সারাবছর চলবে...কাজেই একসময় দিলেই হবে।।

আন্তরিকতায় অনেক ধন্যবাদ অভি।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫

আমিনুর রহমান বলেছেন:



বেনারশী পল্লী'র লোকেশন হবেঃ
মিরপুর - ১০ এর এ ব্লক
তবে সবাই সাধারণত ১০ নং বলতে ১০ নং গোল চক্কর কে বুঝায় তাই লোকেশন তা বুঝাতে লিখতে হয়

মিরপুর - ১০ (অরিজিনাল) এর এ ব্লক


তবে ঢাকার বাইরে সোনারগাঁও - জামদানী শাড়ির জন্য প্রসিদ্ধ ।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭

আশা জাগানিয়া বলেছেন:

আচ্ছা, এই অংশটুকু আমি কপি-পেস্ট করে আপডেট করে দিচ্ছি।।

অনেক কৃতজ্ঞতা রইল আমিনুর।।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

আমিনুর রহমান বলেছেন:




বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট এর কথা আপনি উল্লেখ করেছেন। সেখানে কম টাকায় পোশাক পাওয়া যায় সত্য কিন্তু আমাদের দেশীয় পোশাকের সংজ্ঞায় সে সব পোষাক মনে হয় সংজ্ঞায়িত হয় না। ওখানে বেশিরভাগই গার্মেণ্টস এর স্টক বা রিজেক্ট পন্য বিক্রি হয়।

আড়ং বা দেশী দশের নাম দিতে পারেন আপনার পোষ্টে উল্লেখ করতে পারেন। তাছাড়া প্রবর্তনা, রঙ, কারিতাসের মত অনেক নামি দামি দেশীয় পোশাক প্রস্তুতকারকের আছে ...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

আশা জাগানিয়া বলেছেন:

আমি আসলে দামী, সুলভ সব কিছুরই খোঁজ দেবার ইচ্ছে রাখি ।
ওখান থেকে খুজলে ভালো কাপড় কিন্তু পা্ওয়া যায় । আর টেকসই তো বটেই ।

আপনার তথ্যগুলো সহ সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ পোস্ট দেবার ইচ্ছে রাখি ।

অনেক ধন্যবাদ আমিনুর ।

দুঃখিত, জবাব দিতে একটু দেরী হয়ে গেল ।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো প্রচেস্টা - চালিয়ে যান ------

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

আশা জাগানিয়া বলেছেন:

ইচ্ছে আছে এই বিষয়ে কাজ করার, আশা করি সাথেই পাবো ।।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে নিয়ে রাখছি এই পোস্টটা। আশা করি পরবর্তীতে আরও তথ্য যোগ হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

আশা জাগানিয়া বলেছেন:

হ্যাঁ, তথ্য আরো যোগ করার আশা রাখি ।
ধন্যবাদ প্রোফেসর সাথে থাকার জন্যে ।।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: আগের পোষ্টে কমেন্ট দিতারি নাই :((

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

আশা জাগানিয়া বলেছেন: আমিও দ্রুত জবাব দিতে না পারার জন্য দুঃখিত, পাইলট।

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

মোঃ ইসহাক খান বলেছেন: ফেসবুকে আপনার প্রচারণা দেখেছি। ভাল উদ্যোগ। সফল হোক।

২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

আশা জাগানিয়া বলেছেন: ধন্যবাদ গল্পকার ইসহাক খান।
ভালো থাকুন।

২১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

শহুরে আগন্তুক বলেছেন: আপনি আমাকে কোথা থেকে কোথা থেকে গিফট করছেন তা বলেন !! B-) :#)

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬

আশা জাগানিয়া বলেছেন: এই পোস্টের কনসেপ্ট এবং প্রচার একটা ভালো গিফট হতে পারে, তাই না ?

২২| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার উদ্যোগ পনি আপা।

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭

আশা জাগানিয়া বলেছেন: উদ্যোগটাকে চালু রাখতে পারলে ভালো হতো।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ আমার মাটি আমার
পোশাক টি চাই দেশি
দেশ প্রেমে এস তবে প্রমান করি
হে বাঙালি আমরা বাংলাদেশী

সুন্দর উদ্দ্যুগ
ঈদ শুভেচ্ছা আপু

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

আশা জাগানিয়া বলেছেন: আমরা দেশপ্রেমের কথা বলে মুখে ফেনা তুলে ফেলি কিন্তু চিকিৎসার জন্যে বিদেশ যাই, পরি বিদেশী পোশাক।
আপনাকেও শুভেচ্ছা ।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

টুম্পা মনি বলেছেন: চমৎকার উদ্যোগ :D :D

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

আশা জাগানিয়া বলেছেন: আশা করি পাশেই পাবো।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার আড়ং এর পাঞ্জাবী পাওয়া-না পাওয়া ব্যাপারটা খোলাসা হওয়ার আগেই ওই পোস্ট ডিলিটেড :| ||

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১

আশা জাগানিয়া বলেছেন: খুবই দুঃখজনক!

২৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৭

আশা জাগানিয়া বলেছেন:

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

এই আয়েজনটা আশা করি সারাবছর ধরেই চালানোর চেষ্টা করবো । সবাইকেই আশা করি পাশেই পাবো।

ঈদের শুভেচ্ছা রইল ♥
সব্বাইকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.