![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]
মাসুমার কথা মনে আছে আপনাদের ?
নরসিংদীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে পাশ করে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত অবস্থায় অবরোধের সময় বাসের ভেতরের আগুনেই তার জীবনের সব আশা শেষ হয়ে যায় । হাসপাতালে ১৪ দিন থাকার পরও আশা আর পূরণ হয় নি তার ।
আজ তার জন্মদিন ।
শুভ জন্মদিন বোন ।
আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি সেই জীবনেই শান্তি পাও ।।
একনজরে মাসুমার সংক্ষিপ্ত পরিচয় ।
Masuma Heru
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক
স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় ।
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল-এর আবাসিক ছাত্রী ছিলেন ।
Baduar char high school থেকে এসএসসি এবং
নরসিংদী সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন ।
সেই সময়ে সমকাল পত্রিকায় তার যে খবরটি ছাপা হয়েছিল ।
স্বপ্ন ছিল বড় ব্যাঙকার হবো ।
ছবি আর কিছু তথ্য মাসুমার ফেসবুক প্রোফাইল থেকে নেয়া, কিছু তার বান্ধবীদের কাছ থেকে নেয়া ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা , শুভকামনা মাসুমা আপুর জন্য
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯
আশা জাগানিয়া বলেছেন: শুভেচ্ছা আমরা শুধু আকাশের ঠিকানাতেই পাঠাতে পারি।তবু্ও নিজেকে এই বলেই স্বান্তনা দেয়া।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: প্যাথেটিক
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩
আশা জাগানিয়া বলেছেন: এভাবেই ঝলসে যাচ্ছে মেধাবী দেশ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
বটবৃক্ষ~ বলেছেন:
আমরা এমন কোন মাসুমাকে আর হারাতে চাইনা!!
ধ্বংসাত্মক রাজনীতির অবসান হোক।
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
আশা জাগানিয়া বলেছেন: এদেরকে আমরাই ভোট দিয়ে ক্ষমতা দেই, আমাদেরকে সুযোগমতো ঝলসে দেবার জন্য।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কত সহজেই আমরা বিস্মৃত হই
মাসুমাদের,সনিদের স্বপ্ন থেকে !!
@ বটবৃক্ষ ধ্বংসাত্মক রাজনীতির অবসান হোক।
তাদের অনন্ত জীবন সুখের হোক ।
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০
আশা জাগানিয়া বলেছেন: এই রাজনীতিকেতো আমরাই প্রশ্রয় দিয়ে এই অবস্থায় নিয়ে এসেছি। তৈরী করেছি ফ্রাঙ্কেস্টাইন।
তার জন্য শুভকামনা ছাড়া আর কিছুই করার নেই আমাদের।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ জন্মদিন মাসুমা।
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪
আশা জাগানিয়া বলেছেন: পরপারে সৃষ্টিকর্তা যেনো আমাদের শুভেচ্ছা পৌঁছে দেন।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৬
আমি অপদার্থ বলেছেন: শুভ জন্মদিন বোন ।
আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি সেই জীবনেই শান্তি পাও ।।
২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
আশা জাগানিয়া বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি সেই জীবনেই শান্তি পাও ।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২০
খেয়া ঘাট বলেছেন: চোখ জলে ভরে গেলো।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০
আশা জাগানিয়া বলেছেন:
৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৪
নিমচাঁদ বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক দূর্বত্তায়নের ইতিহাসে এই রকম অনেক মাসুমা প্রাণ দিয়েছেন ।
মনে খুব ব্যাথা লাগে যখন ফেসবুকে দেখি , অনেক শিক্ষিত লোকজন এই রকম রাজনৈতিক দলগুলার দালালী, আই রিপিট ,দালালী করতেছে ।
মাসুমার জন্য পরম করুণাময়ের কাছে দোয়া কামনা করা ছাড়া কিছুই করার নেই । কারণ এই রকম মৃত্যু এখন কালচারের অংশ হয়ে গিয়েছে ।কেউ এদের এভাবে মেরে ক্ষমতায় এসেছে , কেউ আস্তে চাচ্ছে ।
মুদ্রার দুই পিঠে লোগো ভিন্ন থাকে , কিন্তু মূল্যমান, আকার এক এবং অভিন্ন।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩১
আশা জাগানিয়া বলেছেন:
অনেক শিক্ষিত লোকজন এই রকম রাজনৈতিক দলগুলার দালালী, আই রিপিট ,দালালী করতেছে ।
এই দালালীটা বাদ দিয়ে সচেতন হওয়াটা জরুরী ।
১০| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভ জন্মদিন মাসুমা আপু।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩২
আশা জাগানিয়া বলেছেন:
মৈত্রী হলের পূর্ণমিলনীতে ওকে খুব মিস করেছি
১১| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: শুভেচ্ছা কারে দিমু? বোনটাই তো নাই।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৩
আশা জাগানিয়া বলেছেন:
মাসুমার আত্না শান্তিতে থাকুক ।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনে পড়েছে
ভুলতে পারাটাও মনে হয় দরকার হয়ে পড়েছে...
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৪
আশা জাগানিয়া বলেছেন:
রাজনীতির বলিতে এখন আর মেধার কোন দাম নেই...জীবনের তো নেইই
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭
বেগুন – দা ব্রিঞ্জাল বলেছেন: শুভ জন্মদিন মাসুমা আপু।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫
আশা জাগানিয়া বলেছেন:
মাসুমার আত্না শান্তিতে থাকুক ।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
মামুন রশিদ বলেছেন: এমন মৃত্যু আর চাই না । শেষ হোক এই অমানিশাকাল ।
০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৬
আশা জাগানিয়া বলেছেন:
শেষ হোক রাজনীতির এই মরণ খেলা ।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ হলো আবার।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২১
আশা জাগানিয়া বলেছেন:
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন বোন ।
আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি সেই জীবনেই শান্তি পাও ।।
আপু আপনাকে শুভেচ্ছা।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৩
আশা জাগানিয়া বলেছেন:
আমরা এটুকু্ই মাসুমার জন্যে চাইতে পারি...শুভকামনাটুকু ।
তবে এই নারকীয় খেলার শেষ হওয়া দরকার ।
১৭| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কার স্বপ্ন যে কী ভাবে ধূলোয় মিশে যাবে তা আমরা কেউ জানি না যেমনটি হয়েছে মাসুমার। মাসুমার জন্য হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫
আশা জাগানিয়া বলেছেন:
স্বপ্ন স্বপ্নই থেকে যায়
জীবন থেমে যায়
মাসুমার আত্না ওই পারে শঅন্তিতে থাকুক ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭
আশা জাগানিয়া বলেছেন:

আর কোন মাসুমার কথা এভাবে মনে থাকতো কি না জানি না , তবে একই পরিবেশে আমরা দু'জনেই কাটিয়েছি জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি করে বছর । একই লনে হেঁটেছি পরীক্ষার আগের দুশ্চিন্তার সন্ধ্যেগুলো । একই ছাদে গিয়েছি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ।
তাই কষ্টটা বেশিই লাগছে