নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাশা জাগানিয়া

সুসম্পর্ক নির্ভর করে যত্ন এবং আন্তরিকতার উপর।

আশা জাগানিয়া

বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখি [আরজু নাসরিন পনি]

আশা জাগানিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কবিতারা : ১০০০তম কবিতা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল।


তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন
অরণ্য এবং শ্বাপদের কথা বলতেন
পতিত জমি আবাদের কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।

আমি উচ্চারিত সত্যের মতো
স্বপ্নের কথা বলছি।
উনুনের আগুনে আলোকিত
একটি উজ্জ্বল জানালার কথা বলছি।
আমি আমার মা'য়ের কথা বলছি,
তিনি বলতেন প্রবহমান নদী
যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।

যে কবিতা শুনতে জানে না
সে নদীতে ভাসতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মাছের সঙ্গে খেলা করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মা'য়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি বিচলিত স্নেহের কথা বলছি
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি
আমি আমার ভালোবাসার কথা বলছি।
ভালোবাসা দিলে মা মরে যায়
যুদ্ধ আসে ভালোবেসে
মা'য়ের ছেলেরা চলে যায়,
আমি আমার ভাইয়ের কথা বলছি।

যে কবিতা শুনতে জানে না
সে সন্তানের জন্য মরতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সূর্যকে হৃদপিন্ডে ধরে রাখতে পারে না।

আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল
কারণ তিনি ক্রীতদাস ছিলেন।

আমরা কি তা'র মতো কবিতার কথা বলতে পারবো,
আমরা কি তা'র মতো স্বাধীনতার কথা বলতে পারবো!
তিনি মৃত্তিকার গভীরে
কর্ষণের কথা বলতেন
অবগাহিত ক্ষেত্রে
পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন
সবত্সা গাভীর মত
দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

যে কর্ষণ করে তাঁর প্রতিটি স্বেদবিন্দু কবিতা
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।

যে কবিতা শুনতে জানে না
শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে।
যে কবিতা শুনতে জানে না
সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্ষুধার্ত থেকে যাবে।

যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ
আমাদের শস্যকে বিপর্যস্ত করলো
তখন আমরা শ্রাবণের মেঘের মত
যূথবদ্ধ হলাম।
বর্ষণের স্নিগ্ধ প্রলেপে
মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম।
বারিসিক্ত ভূমিতে
পরিচ্ছন্ন বীজ বপন করলাম।
সুগঠিত স্বেদবিন্দুর মত
শস্যের সৌকর্য অবলোকন করলাম,
এবং এক অবিশ্বাস্য আঘ্রাণ
আনিঃশ্বাস গ্রহণ করলাম।
তখন বিষসর্প প্রভুগণ
অন্ধকার গহ্বরে প্রবেশ করলো
এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মত
রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম।
তখন আমরা সমবেত কন্ঠে
কবিতাকে ধারণ করলাম।
দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা
রক্তজবার মত প্রতিরোধের উচ্চারণ কবিতা।

যে কবিতা শুনতে জানে না
পরভৃতের গ্লানি তাকে ভূলুন্ঠিত করবে।
যে কবিতা শুনতে জানে না
অভ্যূত্থানের জলোচ্ছ্বাস তাকে নতজানু করবে।
যে কবিতা শুনতে জানে না
পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে।

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তিনি স্বপ্নের মত সত্য ভাষণের কথা বলতেন
সুপ্রাচীন সংগীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।

যখন কবিকে হত্যা করা হল
তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মত
সৌভ্রত্রে সম্মিলিত হলাম।
প্রজ্জ্বলিত সূর্যের মত অগ্নিগর্ভ হলাম।
ক্ষিপ্রগতি বিদ্যুতের মত
ত্রিভূবন পরিভ্রমণ করলাম।
এবং হিংস্র ঘাতক নতজানু হয়ে
কবিতার কাছে প্রাণভিক্ষা চাইলো।

তখন আমরা দুঃখকে ক্রোধ
এবং ক্রোধকে আনন্দিত করলাম।

নদী এবং সমুদ্রে মোহনার মত
সম্মিলিত কন্ঠস্বর কবিতা
অবদমিত ক্রোধের আনন্দিত উত্সারণ কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে তরঙ্গের সৌহার্দ থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে।
যে কবিতা শুনতে জানে না
সে মূক ও বধির থেকে যাবে।
আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর পিঠে রক্তজবার মত ক্ষত ছিল
আমি একগুচ্ছ রক্তজবার কথা বলছি।

আমি জলোচ্ছ্বাসের মত
অভ্যূত্থানের কথা বলছি
উত্‌ক্ষিপ্ত নক্ষত্রের মত
কমলের চোখের কথা বলছি
প্রস্ফুটিত পুষ্পের মত
সহস্র ক্ষতের কথা বলছি
আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি
আমি বহ্নমান মৃত্যু
এবং স্বাধীনতার কথা বলছি।

যখন রাজশক্তি আমাদের আঘাত করলো
তখন আমরা প্রাচীণ সংগীতের মত
ঋজু এবং সংহত হলাম।
পর্বত শৃংগের মত
মহাকাশকে স্পর্শ করলাম।
দিকচক্রবালের মত
দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম;
এবং শ্বেত সন্ত্রাসকে
সমূলে উত্পাটিত করলাম।

তখন আমরা নক্ষত্রপুঞ্জের মত
উজ্জ্বল এবং প্রশান্ত হলাম।

উত্‌ক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা
স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উম্মোচন কবিতা।

যে কবিতা শুনতে জানে না
সে নীলিমাকে স্পর্শ করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না।

আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি শ্রমজীবী মানুষের
উদ্বেল অভিযাত্রার কথা বলছি
আদিবাস অরণ্যের
অনার্য সংহতির কথা বলছি
শৃংখলিত বৃক্ষের
উর্দ্ধমুখী অহংকারের কথা বলছি,
আমি অতীত এবং সমকালের কথা বলছি।
শৃংখলিত বৃক্ষের উর্দ্ধমুখী অহংকার কবিতা
আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা।

যে কবিতা শুনতে জানে না
যূথভ্রষ্ট বিশৃংখলা তাকে বিপর্যস্ত করবে।
যে কবিতা শুনতে জানে না
বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম হীনমন্য থেকে যাবে।

যখন আমরা নগরীতে প্রবেশ করলাম
তখন চতুর্দিকে ক্ষুধা।
নিঃসঙ্গ মৃত্তিকা শস্যহীন
ফলবতী বৃক্ষরাজি নিস্ফল
এবং ভাসমান ভূখন্ডের মত
ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত।

যখন আমরা নগরীতে প্রবেশ করলাম
তখন আদিগন্ত বিশৃংখলা।
নিরুদ্দিষ্ট সন্তানের জননী শোকসন্তপ্ত
দীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্ত
এবং রক্তবর্ণ কমলের মত
বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন।
তখন আমরা পূর্বপুরুষকে
স্মরণ করলাম।
প্রপিতামহের বীর গাঁথা
স্মরণ করলাম।
আদিবাসী অরণ্য এবং নতজানু শ্বাপদের কথা
স্মরণ করলাম।

তখন আমরা পর্বতের মত অবিচল
এবং ধ্রুবনক্ষত্রের মত স্থির লক্ষ্য হলাম।

আমি কিংবদন্তীর কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি স্থির লক্ষ্য মানুষের
সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি
শ্রেণীযুদ্ধের অলিন্দে
ইতিহাসের বিচরণের কথা বলছি
আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি।

স্বপ্নের মত সত্যভাষণ ইতিহাস
ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা
যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না
যে অসুখী সে কবিতা লিখতে পারে না।

যে উদ্গত অংকুরের মত আনন্দিত
সে কবি
যে সত্যের মত স্বপ্নভাবী
সে কবি
যখন মানুষ মানুষকে ভালবাসবে
তখন প্রত্যেকে কবি।

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমি বিচলিত বর্তমান
এবং অন্তিম সংগ্রামের কথা বলছি।

খন্ডযুদ্ধের বিরতিতে
আমরা ভূমি কর্ষণ করেছি।
হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে
পরিচ্ছন্ন বীজ বপন করেছি।
এবং প্রবহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে
শস্যের পরিচর্যা করছি।

আমাদের মুখাবয়ব অসুন্দর
কারণ বিকৃতির প্রতি ঘৃণা
মানুষকে কুশ্রী করে দ্যায়।
আমাদের কণ্ঠস্বর রূঢ়
কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ
কণ্ঠকে কর্কশ করে তোলে।
আমাদের পৃষ্ঠদেশে নাক্ষত্রিক ক্ষতচিহ্ন
কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক
আমাদেরকে বারবার বধ্যভূমিতে উপনীত করেছে।

আমি কিংবদন্তির কথা বলছি
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
আমার সন্তানেরা
আমি তোমাদের বলছি।
যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ
সূর্যের মত সত্য হবে
সেই ভবিষ্যতের কথা বলছি,
সেই ভবিষ্যতের কবিতার কথা বলছি।

আমি বিষসর্প প্রভুদের
চির প্রয়াণের কথা বলছি
দ্বন্দ্ব এবং বিরোধের
পরিসমাপ্তির কথা বলছি
সুতীব্র ঘৃণার
চূড়ান্ত অবসানের কথা বলছি।

আমি সুপুরুষ ভালবাসার
সুকণ্ঠ সংগীতের কথা বলছি।

যে কর্ষণ করে
শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।
যে মত্স্য লালন করে
প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে।
যে গাভীর পরিচর্যা করে
জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে।
যে লৌহখন্ডকে প্রজ্জ্বলিত করে
ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে।
দীর্ঘদেহ পুত্রগণ
আমি তোমাদের বলছি।
আমি আমার মায়ের কথা বলছি
বোনের মৃত্যুর কথা বলছি
ভাইয়ের যুদ্ধের কথা বলছি
আমি আমার ভালবাসার কথা বলছি।
আমি কবি এবং কবিতার কথা বলছি।

সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা
সুপুরুষ ভালবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা
রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা।

আমরা কি তাঁর মত কবিতার কথা বলতে পারবো
আমরা কি তাঁর মত স্বাধীনতার কথা বলতে পারবো।

কবিতা : আমি কিংবদন্তির কথা বলছি
কবি :আবু জাফর ওবায়দুল্লাহ



সুপ্রিয় ব্লগার আরিফ জেবতিক এর বই "তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ" বইয়ের ঘটনা প্রসঙ্গে কথা এসেছে যে, কবিতা লিখতে হলে আগে ১০০০ (একহাজার ) কবিতা পড়তে হবে । জানিনা কতোগুলো কবিতা এতোদিনে পড়েছি । তাই এখানে হিসেব রাখার উদ্দেশ্যে সংগ্রহ অভিযান চালালাম ।
কারো বিশেষ পছন্দের কোন কবিতা থাকলে কবির নাম, কবিতা সহ কবিতাটি শেয়ার করতে পারেন ।
এটি হলো ১০০০তম কবিতা। এর পরেরটা হবে ৯৯৯তম কবিতা। এভাবে যেদিন ১ম কবিতা আসবে তারপর কবিতা লেখার সাহস করবো আশা করি ।
শুভ বিজয় দিবস ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

ইমরাজ কবির মুন বলেছেন: ইয়েহ! ১

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

আশা জাগানিয়া বলেছেন: প্রথম হওয়ার অভিজ্ঞতা সত্যিই মধুর ।

কবিতা পড়া শুরু হোক এইবার...
বিজয়ের শুভেচ্ছা রইল, মুন ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতাটা এপিক!
কিছু বানান নিয়ে কনফিউজড ||

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

আশা জাগানিয়া বলেছেন:
কোন বানান গুলো ? বললে অভিধান দেখে নিশ্চিত হয়ে নিতাম ।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মত্স্য উদ্গত

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

আশা জাগানিয়া বলেছেন:
মতস্য < মৎস্য
উদগত < উদগত (এটার বানান ঠিক আছে)
মূল বইয়ের কবিতা দেখে বানানটা ঠিক করে দিব শিগগীরই ।
ধন্যবাদ মুন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

নিমগ্ন বলেছেন: কবিতায় ১ম লাইক আপু!
কিন্তু.......

এটি হলো ১০০০তম কবিতা। এর পরেরটা হবে ৯৯৯তম কবিতা

(??)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

আশা জাগানিয়া বলেছেন:

অনেক ধন্যবাদ, নিমগ্ন।
১০০০ তম কবিতা কবে ছুঁবো জানিনা । ততদিন বেঁচে থাকবো কিনা তাও জানিনা । তাই উল্টো করে হিসেব করা শুরু করলাম ।
কাউন্ট ডাউন আর কি ।
খেয়াল করার জন্যে বিশেষ ধন্যবাদ ।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ১০০০তম কবিতা পাঠের সাক্ষি হয়ে রইলাম।১ এ আসতে তো অনেক সময়ের ব্যাপার।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

আশা জাগানিয়া বলেছেন:
নিজেকে কবিতার ব্যাপারে অনুপ্রাণিত করার এর চেয়ে সহজ উপায় খুজেঁ পেলাম না...রীতিমতো ১০০০তম কবিতা !

১ থেকে শুরু করলে হাপিয়ে উঠতাম, কবে ১০০০ ছুঁবো...
নিজের বুদ্ধিতে নিজেই মুগ্ধ ...হাহাহাহাহা

সাক্ষি হিসেবে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো , রুহী ।
আশা করি এই সহস্র পথ পাড়ি দিতে আপনাকে সাথে পাবো ।
বিজয়ের শুভেচ্ছা...।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আপনার পড়ার সামান্য কিছু পাবেন আমার ঘরে। সাথে আমার লেখার ও একটু আলোচনা সমালোচনা হয়ে যেত। যাইহোক সব মিলিয়ে ভাল থাকবেন, জীবন পথের যাত্রা শুভ থাকুক সব সময়।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

আশা জাগানিয়া বলেছেন:
আপনার ব্লগে ভুত-প্রেতরা ঘুরে বেড়ায়...আমিও সেভাবেই ঘুরে বেড়াই আপনার লেখায় B-))

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: না আসলে খবর আছে,



আমার কিন্তু চোখ আছে- কান্দন জানি :((

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

আশা জাগানিয়া বলেছেন: এটা আপাতত রাখুন
দেখা হবে বিজয়ে ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও ১০০০ তম কবিতা পাঠ করলাম। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

আশা জাগানিয়া বলেছেন: শুভ সকাল।
পাঠে অনেক ধন্যবাদ রাজপুত্র।
ভাবছি পুরোটা মুখস্ত করে ফেলবো ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫

আমি নাহিয়ান বলছি বলেছেন: ১০০০ তম
কবিতা পাঠ করলাম....
ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

আশা জাগানিয়া বলেছেন:
পাঠে অনেক ধন্যবাদ, নাহিয়ান ।
শুভেচ্ছা রইল।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

উল্টা দূরবীন বলেছেন: একহাজার তম কবিতার সাক্ষী আমি। শুভকামনা রইলো। সেই সাথে আমার ব্লগে আমন্ত্রণ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

আশা জাগানিয়া বলেছেন:
সাক্ষি হিসেবে আপনাকে পেয়ে ভালো লাগলো ।

আপনার ব্লগ ঘুরে এসেছি ।
আশাকরি লাইক বাটন আর মন্তব্যের ঘরে আওয়াজ পেয়েছেন ।
শুভেচ্ছা রইল ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: আমিও সাক্ষী হয়ে রইলুম।কবিতা পাঠ নিঃসীম...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

আশা জাগানিয়া বলেছেন: সাক্ষী...ঠিক বানান কোনটা ?
সাক্ষি না সাক্ষী..আচ্ছা আমি অভিধান দেখে নিশ্চিত হয়ে নিব ।
পাঠে অনেক ধন্যবাদ, রুদ্র ।
শুভেচ্ছা সতত ।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

"যে কর্ষণ করে
শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে।"

কেমনে? জমি সব উধাও হয়ে যাচ্ছে এপার্টমেন্ট আর কারখানার ভেতরে :(


অনেক প্রিয় একটি কবিতা.... হে আশা জাগানিয়া!
১০০০ কবিতার কথা বলে আপনি আশা জাগালেন... এজন্য ধন্যবাদ :)


প্রথমটি কিঞ্চিৎ দীর্ঘ... ৯৯৯ থেকে কি ক্রমহ্রাসমানভাবে দৈর্ঘ্য কমতে থাকবে?
শুভেচ্ছা জানবেন :)

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: 'মুখস্ত' কিছুদিন যাবৎ ভীনগ্রহী শব্দ। :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.