![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তিই পরিচ্ছন্ন মত প্রকাশের একমাত্র মাধ্যম, গালাগালি নোংরা মানসিকতার পরিচায়ক, বন্ধু শত্রু... সবাইকে স্বাগতম।
আইজ থুক্কু গতকইল্য (২৪ আশ্বিন ১৪১৮) আমাগো শ্রদ্ধেয় ছুডু ভাইয়া ছন্দের কারিগর শব্দের ঘুষখোর ভাবনার ছুতোর লাজুক মেয়ের--মতো / সেতো লজ্জাবতী থুক্কু মহাকবি ত্রাতুল সুধাসদন দত্তের নেংটু ডে দিবাগত রাইত! মহাকালের এমনতরো যুগসন্ধিক্ষনে আমরা নাদান পাঙ্খা উনার বিদেহী থুক্কু সদেহী আত্মার উত্তরোত্তর সমৃদ্ধি এবং আমাগের শ্রদ্ধেয়া হনলুলু অববাহিকার লোকাল কোন ফুলি বেগমের সাথে চাঁদনী রাতে বদনা হাতে সাগর কিনারে মাছধরা নাও, বাঁশিতে দূর কোন সুর আর মুখোমুখি দুজন অতি সাধারণ মানুষ, প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে মুগ্ধ নির্বাক হয়ে চেয়ে থাকা অনাদী কালের কায়মনোরথ কইল্যান কামনায় মধ্যরাতের বাড্ডে উইশ কইরতাছি! যারা যারা উনার মিলাদ মাহফিলে অংশগ্রহন কইরবার চান পাটি বিছাইয়া জলদি কইরা বইসা পড়েন!
ভাল থেকো বন্ধু তুমি ,ভাল থেকো নিত্যদিন
শব্দ নিয়ে যাও খেলে যাও ভাবনা দিয়ে বাজাও বীন
জীবনের প্রতিক্ষন
যাও হারিয়ে নিত্য কোন
বন কিবা দুর অচিন গায়
কল্পনাতে যাও ডুবে ভাই
বাস্তবে নয় কোনওদিনও
যাও ডুবে যাও ভাবনায়
১১ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫২
হুপফূলফরইভার বলেছেন: শারদীয় শুভ্রতায় যাক কেটে সব ত্রাতুলীয় প্রহর!
২| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৭
জলমেঘ বলেছেন: ত্রাতুল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১১ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৫
হুপফূলফরইভার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছার সাথে সাথে আরো একটা দোআ রইলু ত্রাতুল ভাইয়া যেন শীগ্গির উনার কল্পিত হনলুলু অববাহিকার লোকাল কোন ফুলি বেগমের সাথে চাঁদনী রাতে বদনা হাতে সাগর কিনারে মাছধরার অবাধ সামাজিক আনুষ্ঠানিকতা সেরে ফেলতে পারেন!
৩| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:১৫
মুনসী১৬১২ বলেছেন: শব্দরা করুক খেলা আপন মনে
প্রতি ক্ষণে ক্ষণে
শুজদি
১১ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৯
হুপফূলফরইভার বলেছেন: জীবনের প্রতিক্ষন
যাও হারিয়ে নিত্য কোন
বন কিবা দুর অচিন গায়
কল্পনাতে যাও ডুবে ভাই
বাস্তবে নয় কোনওদিনও
যাও ডুবে যাও ভাবনায়
৪| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৭
কামরুল হাসান শািহ বলেছেন: কবিরে জন্মদিনের শুভেচ্ছা
সাথে জন্মদিনের পোশাক উপহার
১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০০
হুপফূলফরইভার বলেছেন: কবির জন্মদিনের শুভ্রতা তাড়িয়ে নিক সব মনের সবার ক্লান্তি, ঘৃণা, শ্লেষ, ক্লেদ
৫| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৭
ত্রাতুল বলেছেন:
পিছলে প্রায় বের হয়ে গেছিলাম। এইটা একটা কাজ করলা?
আর কি সব কথা!! বিরাট লজ্জার ব্যাপার! :!>
নিরীহ মানুষকে না খোঁচাইলে ভাল লাগে না তাই না?
ভাল থেকো। বন্ধু থেকো।
কখনও যদি কোন কিছু কষ্ট দেয় অন্তত আমাকে একটু কথা বলার সুযোগ দিও। ভুল ধারণা নিয়ে চুপ হয়ে যেও না। এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই আমার।
@নীরব, জলমেঘ, মুনসী -- অনেক ধন্যবাদ এবং দোয়াপ্রার্থী।
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০০
হুপফূলফরইভার বলেছেন:
৬| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৫৪
স্বদেশ হাসনাইন বলেছেন: শুভ জন্মদিন সুপার ডিটেইলিং ত্রাতুল
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৩
হুপফূলফরইভার বলেছেন: হা হা হা! কবি ত্রাতুলের দারুন আরেকটা গুন যুক্ত হল "সুপার ডিটেইলিং"
শব্দের উইপোকা, ছন্দের সুতোর,সুপার ডিটেইলিং
আপনাকেও অসংখ অগনিত শুভেচ্ছা স্বদেশ হাসনাইন ব্রো!
৭| ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:২৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন:
শুভ জন্মদিন ত্রাতুল!
জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
হুপফূলফরইভার বলেছেন: পৌছে যাক সব শরতের শুভ্রতা নিয়ে
ত্রাতুলের দ্বারে, অনাবিল পুর্নতা যাক দিয়ে
তারে!
৮| ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৭
পটল বলেছেন:
বলিতে বাঁধে গলায় আমার, যদি দেরীর কারণে গলাচাপা খাই
তারপরও রিস্ক নিয়া জন্মদিনের শুভএচ্ছা দিয়া যাই:
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৮
হুপফূলফরইভার বলেছেন: বাহ বাহ! বেলুনগুলো দারুনস তো?
৯| ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৭
রেজোওয়ানা বলেছেন: শুভ জন্মদিন
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
হুপফূলফরইভার বলেছেন: পৌছে যাক বাড্ডে বয়ের দোরে!
১০| ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫১
জামিনদার বলেছেন: ত্রাতুল আমারো পছন্দের একজন ব্লগার।
শুভ জন্মদিন ত্রাতুল।
১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
হুপফূলফরইভার বলেছেন: Shubho jonmodin badde boy~ 4m another ur fav pangkha "Blogger jamindar"
১১| ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০০
সাকিন উল আলম ইভান বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল ভাইরে
১১ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
হুপফূলফরইভার বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক রাশি রাশি ত্রাতুলের দ্বারে শব্দের পিটে চড়ে!
১২| ১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৫
হাসান তারেক বলেছেন: হুপু ভাই অনেক দিন পরে ব্লগে এলেন কি ব্যস্ত ছিলেন নাকি ?
আর ত্রাতুল ভাই শুভেচ্ছা !!!
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯
হুপফূলফরইভার বলেছেন: বলতে পারেন অনেকটা স্বেচ্ছায়ই নিজেকে কাজে ব্যাস্ত রাখার চেস্টা! মাঝে মধ্যে রোবট হয়ে যেতে ভীষন ইচ্ছে হয়~ অথবা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারেই কমপ্লিট যাযাবর!
আবার ভার্চুয়াল জগতের এই আপনাদের আন্তরিক ইন্টারেকশন খুব মিছ করি, মন চায় সারাদিনই নেট এ বসে বসে একেকজনকে হাই, হেল্লু, হিল্লুউউউ দিই! এইজনরে কাতুকুতু ওইজনরে দিই কপট রাগের আহ্লাদি ঝারি!
হি হি হি~
কেমন আছেন হাসান তারেক ভাই?
১৩| ১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২৪
ত্রাতুল বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা @ প্রিয় অগ্রজ স্বদেশ হাসনাইন, বন্ধু লাবণ্য, ভ্রাতা পটল, বড় আপু রেজোওয়ানা, জামিনদার ভাই, ইভান ভাইয়া, কামরুল হাসান শাহি এবং হাসান তারেক।
ভাল থাকুন, সৃজনে থাকুন। শুভ সময়।
১৪| ১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১০
স্বপ্নময়ী_আমি বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল ভাই
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৫
হুপফূলফরইভার বলেছেন: হে হে হে! এই নেন এক কাপ ব্লাক টি
১৫| ১১ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৫
বড় বিলাই বলেছেন: Happy birthday
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৮
হুপফূলফরইভার বলেছেন: Boro bilai apur badde wish pouse jak shobdo khadok tratul er gohobore
১৬| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৫
শিপু ভাই বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল।
১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৬
হুপফূলফরইভার বলেছেন: নিরন্তর শুভেচ্ছা পৌছে যাক বাড্ডে বয়ের দোরে~
সাজ প্রভাতে সান্ধ ভোরে~
১৭| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল।
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৬
হুপফূলফরইভার বলেছেন: হাচি থেকে হাচ্চি
ত্রাতুলের জন্মদিনে খেয়েছিণু কাচ্চি
য়্যাফনে খাবেন?
১৮| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৭
শায়মা বলেছেন: ত্রাতুলের জন্য উপহার।
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৭
হুপফূলফরইভার বলেছেন:
আমার উফার কৈ?
১৯| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৫
নস্টালজিক বলেছেন: শুভ জন্মদিন, ত্রাতুল!
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৮
হুপফূলফরইভার বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক বাড্ডে বয়ের দোরে
২০| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৫
নিভৃত নয়ন বলেছেন: দুঃখিত ত্রাতুল ভাই, আপনাকে সময় মত শুভেচ্ছা জানাতে পারি নাই বলে।
শুভ জন্মদিন ভাইয়া।:-)
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮
হুপফূলফরইভার বলেছেন: শুভেচ্ছা পৌছে যাক বাড্ডে বয়ের দুয়ারে!????? এএএএক রাশি বার্তা নিয়ে
২১| ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৩
ময়নামতি বলেছেন: সূখী তোমার জীবন সাথী
শুভ হউক উৎসব রাতী।
জন্ম দিনের কেক একা খাওয়ার আয়োজন চলবে না ..........................
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৩
হুপফূলফরইভার বলেছেন: হা হা হা! প্রিয় নজরুল ইসলাম ভাই, অনে------ক দেরীতে জবাব দেয়ার জইন্যে আন্তরিক দুঃখিত!
আন্নের "জন্ম দিনের কেক একা খাওয়ার আয়োজন চলবে না " কতাডা হুইন্না সেই ঐতিহাসিক শ্লোগানটা মনে পরে গেল
"হেনী কলেজের টিয়া লৈ
চুদুর বুদুর চইলতনাআ চইলতনাআআ!"
২২| ১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
আমি লিখতে চাই না বলেছেন: শায়মা বলেছেন: ত্রাতুলের জন্য উপহার।
জন্মদিনের পার্টি মনে হয়তেছে।
ত্রাতুল কই, ওরে উইশ করবো। কেকটা তারা তারি কাটেন না কেন?
সন্ধ্যার সময় কেক আর গরম চা ভালো নাস্তা।
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৫
হুপফূলফরইভার বলেছেন: লেখক বলেছেন, আপনের জইন্যেও একরাশি শুভনাস্তা,
থুক্কু কেক নাস্তা!
২৩| ১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
শিশিরের বিন্দু বলেছেন: ত্রাতুল ভাইয়ারে খপ্পর আছে। আমার কেক কই?
হ্যাপি বার্থডে ভাইয়া। আর তোমার জন্য শুভ কামনা রইলো।
কথা নাই।
৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৮
হুপফূলফরইভার বলেছেন: ( হুম!
লাইফিজ্বিউটিফুল!
আসমানে কাউয়া পাখি উইড়া বেড়ায়
তাই দেইখা মরি আমি কস্টিত হিংসায়?
২৪| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন, ত্রাতুল!
২৫| ১১ ই অক্টোবর, ২০১১ রাত ১০:০৫
ত্রাতুল বলেছেন:
অনেক ধন্যবাদ @ স্বপ্নময়ী_আমি, বড় বিলাই আপু, শিপু ভাই, বৃভেস, রানা ভাই, নয়ন, ময়নামতি ভাই, আমি লিখতে চাই না, বিন্দুমনি এবং প্রিয় সায়েম ভাই।
স্পেশাল থ্যাংক্স টু শায়মা আপু ফর দ্যা স্পেশাল গিফটস।
সবাই দোয়া করবেন আমার জন্য।
আপনাদের জন্যেও অনেক শুভকামনা রইলো।
পার্টিহোস্ট সবাইকে কেক-কুক ঠিকমতো খাইয়ে দিবে আশা করি।
২৬| ১২ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৪
নাআমি বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল!
http://www.youtube.com/watch?v=vbnSxCvjFFU
জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল ........
১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১০
হুপফূলফরইভার বলেছেন: অনেক অনেক লেইটুইষু টু আওয়ার ডিয়ার ত্রেতুল ভাইয়া! তবে অগ্রিম ইউষুও ধরে নিতে পারেন!
২৭| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় ত্রাতুলের জন্য।
২৮| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৩
রিয়েল ডেমোন বলেছেন: আমি মেইলে উইশ করেছি
২৯| ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৫৪
ত্রাতুল বলেছেন:
@ নাআমি আপু, দোয়া করবেন আর গানের জন্য থ্যাংক্স।
@ মাহী ফ্লোরা, নামের সাথে 'প্রিয়' দেখে হাসি পাচ্ছে। এনিওয়ে তেংস।
@ রিয়েল ডেমোন, হুম তুমিই জিতছো।
৩০| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০১
আমি তুমি আমরা বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল।
৩১| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:১০
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ত্রাতুলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা
৩২| ১৩ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৪৭
ময়নামতি বলেছেন: ত্রাতুল সাহেবকে জন্ম দিনের শুভেচ্ছা............................................
আমাদের এত বন্ধুবান্ধবদের বানর ভরা চিড়িয়াখানায় ভর্তি করে আপনি কোথায় ছিলেন , আমরাতো হনুমানের লেজে পা দিয়ে বসে আছি, না পারি ছাড়াতে না পারি ঢুকতে।
মোটরসাইকেল আপনাকে এভাবে ভেংচি না দিলে চিরকাল তাহমিনার কাছেই আপনাকে খুজতে হত।
যাক কেমন আছেন , কাল কমেন্ট করব এমন সময় আপনার মোটর সাইকেল আরোহী সহিত আমার বিজলী চলে যাওয়ায় মন খারাপ করে আমার মোটর সাইকেল চড়ে বাড়ী চলে গিয়েছি অবশ্য কাউকে দুই সিডেন্ট করিনি।
ধন্যবাদ।
৩৩| ১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
মিরাজ is বলেছেন: লেট শুভ জন্মদিন প্রিয় লেখক এবং মানুষকে। অনন্তকাল ভালো কাটুক সেই কামনা করি।
৩৪| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫৩
ত্রাতুল বলেছেন:
অনেক ধন্যবাদ @ আমি তুমি আমরা, বিতর্কিত উন্মাদ মানব, ময়নামতি, মিরাজ।
দোয়াপ্রার্থী।
৩৫| ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৬
মাহী ফ্লোরা বলেছেন: প্রিয়র পরে একটা মিসটেক হইছে ব্লগার লিখতে তা-ড়াহুড়ায় ভুইলা গেছি।
৩৬| ১৫ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৮
ত্রাতুল বলেছেন:
ব্যাপার না, আমরা বুঝতে পেরেছি! @ মাহী ফ্লোরা
আপনি একটুও চিন্তা নিয়েন না।
৩৭| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১০:২৪
মিঠাপুর বলেছেন: শুভ জন্মদিন, ত্রাতুল....
৩৮| ১৭ ই অক্টোবর, ২০১১ রাত ১১:১৪
ছোটমির্জা বলেছেন: বাড্ডে
৩৯| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৪৮
হানিফ রাশেদীন বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল।
৪০| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৪
সুপান্থ সুরাহী বলেছেন:
বিলম্বিত নেংটা দিনের কান্দন...
৪১| ০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫
মাহী ফ্লোরা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল হুপু ভাইয়া।
১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৮
হুপফূলফরইভার বলেছেন: ঈদের শুভেচ্ছা দেরীতে নেয়ার জন্য আন্তরিকভাবে খুশি হইলাম! আনন্দচিত্তে তাহা গ্রহণ করুন!
৪২| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আপনি কই হোপু ভাই
৪৩| ১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:২১
টুনা বলেছেন: শুভ জন্মদিন ফর ত্রাতুল এবং
ঈদ মোবারক ফর অল।
তারপর বলেন কেমন আছেন?
৪৪| ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৬
কাউন্সেলর বলেছেন: পটল বলেছেন: বলিতে বাঁধে গলায় আমার, যদি দেরীর কারণে গলাচাপা খাই
তারপরও রিস্ক নিয়া জন্মদিনের শুভচ্ছা দিয়া যাই।
৪৫| ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৭
রোজেল০০৭ বলেছেন: শুভ জন্মদিন ত্রাতুল।
৪৬| ১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
ত্রাতুল বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞত @চয়ন, টুনা, কাউন্সেলর, রোজেল।
৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৪৫
কাউন্সেলর বলেছেন: আমি কিন্তু রোজ এসে দেখে যাই। আজ স্বয়ংত্রাতুল কে দেখে অনেক ভালো লাগছে। ভালো থাকবেন। শুভকামনা অনেক।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১১ রাত ২:৫৫
নীরব 009 বলেছেন: ১ম ভাল লাগা থুক্কু পিলাচ
অনেক অনেক শুভ কামনা রইলো ত্রাতুল ভাইয়ের প্রতি।