নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষায় জীবন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

বুকের মধ্যে কিছু পাথর ছিল
লাল পাথর, নীল পাথর, সবুজ পাথর
অনেক মৃত নদী ছিল, ছিল না কোন সাগর
জানি না কেন উথাল পাথাল হলো সব
সেই পাথর আজ আর নেই এখানে
কে যেন আমায় সাগরের মত ঢেকে দিল
ডুবে গেলাম আমি আমার অজান্তেই
ধোঁয়া ধোঁয়া হল চারপাশ
আমি দেখতে পারি না কিছুই
আকাশে চাঁদের আনাগোনা নেই
বাতাসে মৌমাছিদের গুঞ্জন নেই
হঠাৎ তাকিয়ে দেখি আমার বুকে আমি নেই।
যে আছে সে কে?
তার থাকার কথা ছিল বহুকাল আগে
হাতে হাত রেখে চলার কথা ছিল
কিন্তু আমার আমি কোথায়?
এখানে শুধু অবসাদের মিনার
এখানে শুধু শঙ্খচিলের আর্তনাদ।

আমার গা জুড়ে তোমার গায়ের গন্ধ ছিল
আমার ছন্দে ছিল ধনুক ভাঙ্গার অঙ্গীকার
আমার চোখের বিদ্যুতের বর্ণমালায় আমি লিখেছিলাম
যখন ছিল তোমাকে আমার করে নেবার বিপুল অধিকার
আজ সেসব আকাশের নীল হয়ে আকাশে ছড়িয়ে গেছে
তোমার সেই লাল টিপ
যা আমাকে দেখাতো নক্ষত্রের পথ
তা আজ কেবলই ঘাসের আড়ালে ঘাস
আমাদের চুম্বনের সিলমোহর আজ পরিত্যক্ত
বড় বিষন্ন এই ভোরের শিশির
চারিদিকে শুধু সাগর আর শীতের শীস
আমরা দুটি প্রাণী শুধু এই বিশ্বলোকে
অথচ কেউ কারো না।

কথা ছিল কত, বলা হবে না
ব্যাথা ছিল, শত সহস্র আঘাতের চিহ্ন ছিল
অথচ তুমি জানতে পারবে না
এ অসহ্য জীবন তবু বয়ে যেতে হয়
সব শেষ হয়, কিন্তু তোমার প্রতীক্ষা শেষ হবার নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.