নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার কেউ না

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

তোমার মনটা নিষিদ্ধ সঙ্গীতে পরিপূর্ণ
তুমি আজও হেলান দিতে শেখ নি
রেল লাইনের স্লিপারের মত চোখ নেই তোমার
সামুদ্রিক জলোচ্ছ্বাসের মত নেই কেশগুচ্ছ
তোমার শুধু আছে শান্ত, পরিত্যক্ত রক্ত-
যে রক্ত বিপ্লব বোঝে না,
দীর্ঘ পাহাড়ের মত শরীরকে ছিটকে দেয় না।
ভয়ে, তোমার হাতের আঙ্গুলগুলো ডোবা পুকুর হয়েছে-
সারা পৃথিবীকে তুমি পাপে পরিণত করেছ।
কারণ তুমি সুন্দর দন্তবিন্যাস বোঝ না
কারণ তুমি সাপের লেজ ধর নি
কারণ তুমি কখনো ঠোঁট বোঝ নি
তুমি মৃত্যুর মত অনাকাঙ্ক্ষিত
তুমি সৃষ্টিছাড়া ডুবন্ত বীজ
তোমার ভেতর শুধু কুকুরের লালা
তোমার পেট পাথরে পরিপূর্ণ
তোমার কর্ণকুহর বিকট শব্দে ছিন্ন-ভিন্ন হবে
কেন তুমি নিঃশ্বাসের সাথে বিষ শুষে নাও?
তুমি চাঁদের আলো গায়ে মাখ নি কোন দিন
তোমার মস্তিষ্ক এঁটো প্লেটের মত নোংরা
তোমার নাভি শিশিরের মত কেউ ভেজাবে না
প্রেম তোমাকে কখনো ভেজাবে না
তুমি চিরকাল বিতাড়িত হবে
তোমার ভ্রুযুগল চাষবাষ শূন্য
তোমার উরুসন্ধি হিংসায় পরিপূর্ণ
তুমি সাড়া দিতে শেখ নি
তুমি দাঁড়াতে শিখবে না কখনো
তুমি ঘুনে কাটা কাঠের মত ঝরে পড়বে
তুমি শুধু মিথ্যার লজ্জাস্থান
তুমি চিরবিকৃত এক দাঁড়কাক
তুমি লোমের নরক
তুমি নিতম্বের দ্বারা অভিশপ্ত
তুমি কখনো হাসতে শেখ নি
শিরশ্ছেদে তোমার পাপ মোচন হবার নয়
এমনকি নরককুণ্ডও তোমায় দেখে শিউরে উঠবে
তোমার জিহবা কখনো এক টুকরো মেঘ পাবে না
তুমি একদিন হাহাকার করবে-
চিরদিন তুমি হাহাকার করবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
চমৎকার হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার পাঠের ধৈর্য্য অসাধারণ। ভাল থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: এই তুমি'টা কে?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: একজন গৌণ মানুষ, যাকে ইগনৌর করা যায় না।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার পাঠের ধৈর্য্য অসাধারণ। ভাল থাকবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ঘন্টার পর ঘন্টা আমি পড়তে পারি। আমার বিরক্ত লাগে না। বরং আনন্দ পাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চালিয়ে যান ভাই।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভেতর থেকে আপনাকে ধন্যবাদ দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.