নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তোমার ঠোঁটে মহাবিশ্বটাকে হেলে পড়তে দেখি
তোমার বুকে আমি চিরদিন পুড়ে ছাই হবো
ঐ কাজল চোখের আলোয় চলব দীর্ঘ পথ-
আর তোমার কান্নার স্রোতে ভাসাব যৌবন।
তুমি একদিন শহর কিংবা গ্রামের মত ছিলে
ছিলে সেদিন নৃত্যপাগল ঝর্ণার মত জাগ্রত।
আরেকদিন মরুঝড়ের মত ঘুমিয়ে থেকেছ
সেদিন ছিলে অনন্ত নক্ষত্রের অসীম নীলে।
দু’বাহু প্রসারিত করে ছিলে এক রাতে,
যখন একটি উজ্জ্বল তারা খসে পড়েছিল।
তারপর ঊনিশ বৎসরকাল লাটিমের মত ঘুরছি
যেন আর থাকতে নেই কোন বাসনা হৃদয়ের
যেন জীবন গিয়ে ঠেকেছে মহাকালের স্তনেে
নেই আঙ্গুরের রসে নেশাতুর ধমনীর কোলাহল।
আমি এখন উদাস ঘুরে বেড়াই পাহাড়ে ও বনে
কিংবা গোলাপ-বেলী-গাঁদার নাভীমূলে খুঁজি
তোমার যোনীর তরঙ্গ- যেন হিমালয়ের চূড়া
এবং গজল শুনছি, শোনাচ্ছি মৃতগত অনুভবে!
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুকরিয়া!
২| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: চেষ্টা করেছি, করছি, করব। বাকিটা আপনাদের বিবেচনা। ধন্যবাদ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ সুন্দর হয়েছে কবিতা
শুভকামনা আপি
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: শুকরিয়া জনাব!!
৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চেষ্টা করেছি, করছি, করব। বাকিটা আপনাদের বিবেচনা। ধন্যবাদ।
আমার আকছে খাতির নাই। ভালো হলে চিৎকার করে বলব ভালো হয়েছে, ভালো না হলে চিৎকার করে বলব ভালো হয় নাই। হে হে
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬
হাবিব বলেছেন: উজ্জল তারকার মতো খসে পরেছি তোমার বুকে........
দারুণ একখান কবিতা
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ স্যার।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
তারেক ফাহিম বলেছেন: বেশ হয়েছে।
অনবদ্য কবিতা।
২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এখন উদাস ঘুরে বেড়াই পাহাড়ে ও বনে
কিংবা গোলাপ-বেলী-গাঁদার নাভীমূলে খুঁজি
তোমার যোনীর তরঙ্গ- যেন হিমালয়ের চূড়া
এবং গজলল শুনছি, শোনাচ্ছি মৃতগত অনুভবে!
............................................................................
কবি দেখছি অনেক রোমান্টিক ,
নাভীমূল থেকে হিমালয়ের চূড়া
...............................................................
আমি বিমোহিত, চমৎকৃত
১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: দোয়া রাখবেন , যেন আজীবন লিখে যেতে পারি!
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
নুরহোসেন নুর বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা!
অসাধারণ হয়েছে।
ভাল লাগলো।