![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
নদী, তুমি আমাদের মতন নওতো কথার কারিগর
অথচ প্রতিনিয়ত ঐ স্রোতের শব্দে সাড়া দেয় ঈশ্বর!
আমি শুধু তাকিয়ে দেখি তোমার ঐ খেলার শরীর
মুগ্ধ হয়ে দেখি জাম-কাঁঠালের সারিতে তোমার খেলা-
বেত-চালতার, নিসিন্দার গন্ধে তোমার খেলার উচ্ছ্বাস!
এ শুধুই কি খেলা, নাকি আমার প্রতি তোমার অবহেলা!
যত সবুজ হই আমি বিশ্বাসে, তত সতেজ হও তুমি প্রত্যয়ে,
আমায় দিয়েছ মহানিশি, তোমার হয়েছে অসীম এক দীর্ঘশ্বাস-
আর তাই তোমার এ ছুটে চলার শেষ নেই, নেই সীমানা!
তোমার এ অস্ত্বিত্বের জৌলুস ফুরাবে না তাই কোনদিন।
তোমার অনেক আছে বলে তুমি দাও না কাউকে এতটুকু দায়-
তোমার মহাদানের কাছে বিশ্বজগৎটাকে করেছ কত অসহায়!
আমিও তোমার মতো বয়ে যেতে চেয়েছি, হাওয়ায় উপর দিয়ে-
শাপলা-শালুক-পদ্ম-গোখরা বুকের পাঁজরে নিয়ে একটি সন্ধ্যায়।
তোমার আদিম খেলায় আমি ছুঁতে চেয়েছি একটি পূর্ণতম মানব জনম।
আমি যদি তুমি হতাম তবে এভাবে হতাম কি কখনো কারারুদ্ধ,
তোমার চরণে ঢেলে দিতাম কি এ ব্যর্থতার কঠোর অশ্রুপাত?
থাকতো কি জীবনের কোন বন্ধন-স্পন্দন-জিজ্ঞাসা কিংবা অশুদ্ধতা?
২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেকদিন পর লেখলাম। ভাল আছেন ভাই?
২| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: Excellent
২৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।