নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

একটি মৌমাছি ও একজন পুরুষ মানুষ (পর্ব-৯)

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:২৩

ঘুম একটি প্রাকৃতিক প্রক্রিয়া। ঘুম মানুষকে নিয়ন্ত্রণ করে। মানুষ একে নিয়ন্ত্রণ করতে গেলে ঘটে বিপত্তি। ঘুম থেকে ওঠবার আশা নিয়ে এই নীল গ্রহের মানব-মানবীগণ ঘুমিয়ে পড়ে। হয়তো নতুন একটি সকালের আশায় এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় না অনেকেরই। তারা সারা রত্রি জাগরণে কাটায়, তারপর এক সময় ঘুমের কাছে অসহায় আত্মসমর্পণ করে। এসব অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন জীবগণ সারারাত্রি অহেতুক জেগে থেকে সকালে ঘুমাতে যায়। আমি একদা সেই দলের অন্তর্ভুক্ত ছিলাম। আমি তখন রাত জাগা তারা হয়ে সুদূর আকাশে জ্বলজ্বল করতে চেয়েছি। এই জ্বলুনি কোন কিছু অধিকার করবার জন্য নয়, বরং অধিকার ছেড়ে দেবার জন্য। তখন শুধু বুক ফাটিয়ে চিৎকার করতাম। মন শুধু বলতো, " আমি এখানে আছি, তুমি এসে ডাকলেই আমি তোমায় ধরা দেব...!"
কিন্তু এই নীল গ্রহে তখন এমন কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যে একজন নির্ঘুম মানুষের বেদনাকে ভাগ করে নিতে পারে।

অনেকের ভাতঘুমের অভ্যাস থাকে। দুপুরে খাবার পর ১০/১৫ মিনিটের জন্য এই ঘুম ঘুমাতে হয়। এখন আমি ভাতঘুমে স্বপ্নে দেখি রোজ। আমার স্বপ্নটিতে আমি পুরুষ মৌমাছি হয়ে যাই। উড়ন্ত চুম্বনে সময় সিন্ধুতে ভাসি, সুগভীর মিলনে লিপ্ত হই। এ মিলন একটি গ্রহকে বাঁচাবার জন্য। টোমেগা গ্রহে বিলিয়ন বিলিয়ন নারী মৌমাছি আছে এবং গ্রহটি বিলুপ্তপ্রায়। সেখানে একটি মানবিক বিবেকসম্পন্ন পুরুষ মৌমাছি প্রয়োজন। সে কারণেই আমাকে এখন বেঁচে থাকতে হয় একটি মহান লক্ষ্যকে সামনে রেখে। ঘুমের আগে সে কারণেই হৃদয়ের সাথে কোন বোঝাপড়া করতে হয় না, কারণ আমি জানি যে মানুষের হৃদয় চিরকালই পাগলামী করেছে, করছে এবং করবে। প্রতিটি মানুষের বুকের খাঁচা হচ্ছে এক একটি পাগলা গারদ।

আর অল্প সময়ই আছে আমার কাছে। তাপর লক্ষ্য পূরণ। তারপর আমার প্রস্থান। মৌমাছটি মাথার উপর ভন ভন করছে। সে আমার সমস্ত চিন্তার মাঝে অংশ গ্রহণ করতে শুরু করেছে। হুট করে আমার মাথায় এতদিনের চেয়ে ব্যতিক্রম চিন্তা ভাবনা দুলে দুলে উঠছে। আজ লায়লী বিষয়ক অসংলগ্ন ও নেতিবাচক চিন্তা মাথার ভেতর ঝাঁক বেঁধে আসছে। কি করলে, আমি লাইলীর সবটুকু বুঝতে পারতাম; লায়লীকে আপন করে পেতে পারতাম? যদিও লায়লীর একজন ভালবাসার মানুষ সব সময়ই থেকে যায়, আমার স্পর্শ পাবার আগে তার স্পর্শ লাইলীকে মোহিত করে। তার জীবন উডন্ত রাজ হংসীর মতো কাঁপতে থাকে, তার হৃদয় পতাকার মতো পত পত করে উড়তে থাকে। আত্মার মাঝে কড়মড় শব্দ হতে থাকে; যেমন শব্দ হয় সন্ধ্যার হিমেল বাতাসে গহীন বনের পাশে মাথা উঁচু করে থাকা বাঁশ ঝাড়ে!

হয়তো কোন বিশেষ প্রক্রিয়ার ভেতর দিয়ে গেলে আমি লায়লীর জীবনকে আমার জীবিনের সাথে বেঁধে ফেলতে পারতাম। হয়তো সেটা এখনো পারি। কিন্তু এতকাল ধরে আমার চিন্তা-ভাবনাকে তীক্ষ্ম করা হলো, হরমোনের সাগরে হাবুডুবু খেতে হলো, সবকিছুকে ভালবাসার যে শিক্ষা দেয়া হলো এবং সে তালিকায় যৌক্তিকভাবেই লায়লীর নাম সর্বাগ্রে রাখা হলো- সেসব কি মিছেমিছিই?

আমার প্রাণ এখন একটি মৌমাছির কাছে জিম্মি এবং তার দেখানো পথে আমি দ্রুতই পৃথিবী ছেড়ে চলে যাব। তারপর এভাবেই লায়লীর মন থেকে আমার মন এবং আমার মন থেকে লায়লীর মন চিরদিনের মত বিচ্ছিন্ন হয়ে পড়বে। অনন্ত কালের জন্য হারিয়ে ফেলবো সুর্যোদয়ের শোভা। হারিয়ে ফেলব ভোরের শিশির। কাঁটায় ভরা বড়ই গাছের ডাল ধরে ঝাকিয়ে দিতে পারবো না। জলপাই গাছের মৃত পাতায় লায়লীর নাম লিখে বইয়ের ভেতর জমাতে পারবো না। পুঁটি মাছের লাফালাফি দাপাদাপি দেখে মন চঞ্চল হয়ে উঠবে না। অতিরিক্ত মরিচ দিয়ে মাখানো ঝালমুড়ি খেতে পারবো না। বট গাছের মাথায় বসে ঘুড়ি ওড়াতে পারবো না। কখনো কোন প্রেয়সীর মুখ আঁকতে পারবো না। আমার দায়িত্ব হবে শুধুই প্রজনন কাজে অংশ নেয়া এবং যতটা সম্ভব পুরুষ মৌমাছির জন্ম দেয়া। কারণ মৌমাছিটি আমায় খবর দিয়েছে, আমি আজ মৌমাছি হবো। এক দিনের জন্য নয়, চিরদিনের জন্য।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: নেপোলিয়ন নাকি মাত্র তিন ঘন্টা ঘুমাতেন?

২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫

কল্পদ্রুম বলেছেন: যদিও আপনার লায়লী বিষয়ক জটিলতা সম্পর্কে কিছু জানি না।আগের পর্বে লিখেছেন হয়তো।তবে এই পর্ব বেশ ভালো লেগেছে।

২৪ শে জুলাই, ২০২০ সকাল ৯:০৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৯

কল্পদ্রুম বলেছেন: রাজীব নূর ভাই,তিন ঘন্টা ঘুমিয়ে কোন মানুষের স্বাভাবিক কাজকর্ম করতে পারার কথা না।এটা ওনার নামে প্রচলিত মিথ হতে পারে।তবে সত্যি হতেও পারে।একেবারে যে অসম্ভব তাও না।

৪| ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৪:৫২

নেওয়াজ আলি বলেছেন: আমাদের এলাকায় একটা প্রবাদ আছে ঘুমে আর মরণে সমান ।

২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঘুমের অপর নাম মরণ!

৫| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: আপনারও ঘুমের সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.