নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

পাওয়ার পলিটিক্স

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

এগুলো কেউ কাউকে শেখায় না। পাঠ্য বইয়ে পাবেন না। মিডিয়া নিয়ে যারা কাজ করে, তারা বলে না। এগুলো শিখতে হয় ভাই ব্রাদারের আড্ডায়। নিচের প্রতিটি বিষয় হতে পারে আমাদের আড্ডার টপিক। আসেন আড্ডা দেই, পাওয়ার পলিটিক্স শিখি।


১। উর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনই প্রভাবিত করতে যাবেন না।
২। কখনই বন্ধুদের উপর বেশি আস্থা রাখবেন না, কীভাবে শত্রুদের ব্যবহার করবেন তা শিখুন।
৩। আপনার উদ্দেশ্য গোপন রাখুন।
৪। সর্বদা প্রয়োজনের চেয়ে কম কথা বলুন।
৫। জীবনের প্রায় সব প্রাপ্তিই খ্যাতির উপর নির্ভর করে- আপনার জীবন দিয়ে এটি রক্ষা করুন।
৬। সমস্ত কিছুর বিনিময়ে অন্যের মনোযোগ আকর্ষণ করুন।
৭। আপনার কাজটি করাবার জন্য অন্যকে খুঁজুন, তবে কাজ শেষে নিজের কৃতিত্ব নিন।
৮। সবাইকে আপনার কাছে আসতে দিন- প্রয়োজনে টোপ ব্যবহার করুন।
৯। কর্মের মাধ্যমে আপনাকে জয়ী হতে হবে, তর্ক দিয়ে নয়।
১০ অসুখী এবং দুর্ভাগা মানুষদের এড়িয়ে চলুন।
১১। মানুষ আপনার উপর নির্ভরশীল থাকুক।
১২। আপনার শিকারকে দুর্বল বানাবার ক্ষেত্রে সৎ এবং উদার হন।
১৩। কারো সাহায্যের চাওয়ার সময়, তার ব্যক্তিগত স্বার্থের দিকে ইংগিত করুন, তাদের দয়া বা কৃতজ্ঞতা ভিক্ষা চাইতে যাবেন না।
১৪। চারপাশের মানুষগুলোর বন্ধু হবার ভান করুন, গুপ্তচর হিসাবে কাজ করুন।
১৫। আপনার শত্রুকে সম্পূর্ণরূপে পিষে ফেলুন, যাতে সে আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে।
১৬। কারো কাছে সম্মান পেতে চাইলে নিজেকে আড়াল করতে শিখুন।
১৭। অন্যদের অস্থিতিশীলতার মধ্যে রাখুন, কিন্তু অবিশ্বাস্য গতিতে আপনার নিজের কাজ শেষ করে ফেলুন।
১৮। নিজেকে রক্ষার জন্য দুর্গ তৈরি করবেন না- বিচ্ছিন্নতা বিপজ্জনক।
১৯। আপনি কার সাথে কাজ করছেন তা ভালমত জানুন - ভুল ব্যক্তির সাথে তর্কে জড়াবেন না।
২০। কারও সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।
২১। আপনার শত্রুরা যেন আপনাকে বোকা ভাবে।
২২। আত্মসমর্পণ করুন কিন্তু দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন।
২৩। আপনার আপন শক্তিতে মনোনিবেশ করুন।
২৪। নিখুঁতভাবে প্রতিপক্ষের বিরোধিতা করুন।
২৫। যে কোন কাজের জন্য নিজেকে বারবার তৈরি করুন।
২৬। নিজের হাতে কোন অন্যায় করবেন না।
২৭। আপনার নিজের সফলতার জন্যই অন্যের প্রয়োজন নিয়ে কাজ করতে হবে।
২৮। প্রতিটি পদক্ষেপ নিন সাহসের সাথে।
২৯। যে কোন কাজ সম্পাদনের জন্য সর্বশেষ পর্যন্ত পরিকল্পনা করুন।
৩০। আপনার সাফল্যকে নিজের জন্য সহজলভ্য করে ফেলুন।
৩১। সবকিছুর জন্য বিকল্প তৈরী করুন, এবং এক সময় আপনি যে ভুল করতেন, তা অন্যদের করতে দিন।
৩২। মানুষের কল্পনা শক্তি নিয়ে খেলতে হবে।
৩৩। প্রত্যেক মানুষের শক্তির উৎস আবিষ্কার করুন।
৩৪। আপনার নিজস্ব স্টাইলের প্রতি আস্থাশীল হন: রাজার মত সম্মানিত হতে চাইলে একজন রাজার মতো আচরণ করুন।
৩৫। সময়ানুবর্তীতার শিল্পকে আয়ত্ত্ব করুন।
৩৬। আপনার কাছে কখনোই আসবে না এমন জিনিসগুলি আবিষ্কার করুন, এবং সেগুলি উপেক্ষা করুন।
৩৭। হৃদয়ের শক্তি দিয়ে আকর্ষণীয় চশমা তৈরি করুন যেন, যা দেখেন তাই ভাল লাগে।
৩৮। আপনার পছন্দ মতো ভাবুনন, তবে অন্যের পছন্দ মতো আচরণ করুন।
৩৯। মাছ ধরতে চাইলে জলাশয়ে আলোড়ন তুলুন।
৪০। কোন কিছু ফ্রিতে পাওয়ার চেষ্টা করবেন না।
৪১। নিজস্ব উপায়ে শক্তি অর্জন করুন।
৪২। নেতাকে আঘাত করুন, দেখবেন তার অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে।
৪৩। অন্যের হৃদয় এবং মন নিয়ে কাজ করুন।
৪৪। মিরর এফেক্ট(যে যেমন, তার সাথে তেমন আচরণ) দিয়ে মানুষকে দুর্বল বা উত্তেজিত করা যায়।
৪৫। পরিবর্তনের প্রয়োজনীয়তা নিজে বুঝুন এবং অন্যকে বোঝান, তবে একবারে খুব বেশি কিছু করবেন না।
৪৬। কখনও কারও কাছে নিজেকে খুব নিখুঁতভাবে প্রদর্শন করবেন না।
৪৭। আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করেছিলেন, অর্জনের পর তা পেরিয়ে যাবেন না; কখন থামতে হবে তা শিখুন।
৪৮। অনিশ্চিয়তার মধ্যে থাকুন এবং তা উপভোগ করুন।

বি:দ্র: টপিকগুলো Robert Greene-এর The 48 Laws of Power বই থেকে অনুবাদ করা (চেষ্টা) হয়েছে। আগ্রহ থাকলে বইটি পড়ে দেখতে পারেন।



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: চমতকার পোস্ট ।

এগুলো শুধু রিতীনীতি ই নয় বরং মেনে চলা সবার উচিত ।আর মেনে চললে আখেরে নিজের ই লাভ।তবে অন্যের মন নিয়ে হয়ত কাজ করা যেতে পারে তবে মন নিয়ে খেলা করা কখনো উচিত নয়।

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই।
৩২ নং টপিকে অন্যের কল্পনা শক্তি নিয়ে খেলা করতে বলা হয়েছে। এটা বোধয় কার্য সিদ্ধি করতে দরকার পড়ে। যেমন: ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর ক্ষেত্রে এই কৌশল বেশ কাজে দেয়।

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



কথার কথা

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: কিন্তু কাজে লাগাতে পারলে, এগুলোই হতে পারে কাজের কথা।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: অনেক দামী দামী সব কথা।

১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেকে এগুলো মেনে চলে, আনেকে মানতে পারে না। যারা মানতে পারে না, তারা ধরা খায়।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

মোঃ সাকিব বলেছেন: মানুষ হয়ে জন্মে পশু হিসাবে বাঁচার জন্য উল্লেখিত ৪৮টি পরামর্শ মেনে চলুন। আর যদি মানুষ হয়ে জন্মে মানুষ হিসাবে মরতে চান উল্লেখিত ৪৮টি পরামর্শ ঘৃণার সাথে ত্যাগ করে মানুষতো বটেই সমস্ত প্রাণীর জন্যও উদার হউন।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আপনার মতো উদার মনের মানুষের পলিটিক্সে আসা উচিৎ! তা না হলে এই সূত্রগুলো ভুল প্রমাণিত হবে না।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

শাহ আজিজ বলেছেন: আমি বেশ কজন শীর্ষ রাজনিতিকের মধ্যে এই থিওরি নিয়ে কাজ করতে দেখেছি কিন্তু দুঃখের বিষয় সবার পতন দেখেছি এই দু চোখে । নিজের ব্যাসিক কিছু না থাকলে এই থিওরিতে বেশিদিন চলা যায়না এই যেমন ধরুন অর্থ বিত্ত , সামাজিক খ্যাতি , পেশা যেমন শিক্ষক বা আইনজীবী ইত্যাদি , রাজনৈতিক ধ্যান ধারনা অপরিহার্য বা রাজনীতির সাথে যুক্ত ইত্যাদি। বারবার বা কখনই কেবলা পরিবর্তন শুভ নয় । তবে চলতি বাংলাদেশের রাজনৈতিক দোলনায় তা আবশ্যিক ।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: রাজনীতিতে বেসিক খুবই সাধারণ মানের হলেও, জনসমর্থন অর্জন করা সম্ভব। শুধু দরকার, অটল থেকে কাজ করে যাবার মানসিকতা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু কিছু স্বার্থপরের মতো।নিজেকে গড়ে তোলতে হবে আধুনিক চিন্তা ধারায়,থাকতে হবে কুসংস্কার মুক্ত।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: তবে দিন শেষে আমরা ফিরে যাই আপন পরিবারের কাছে। তখন মনে হয়, আরেকটু স্বার্থপর হলেই ভাল হতো। আধুনিকতাও তাই বলে। আধুনিক সমাজ হলো পুঁজিবাদী সমাজ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: কিন্তু কাজে লাগাতে পারলে, এগুলোই হতে পারে কাজের কথা।

-আপনার বেলায় কাজ করছে, আপনি পাওয়ার পলিটিশিয়ান?

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আমার জীবনে এখনো কাজ করে নি। তবে Robert Greene-এর জীবনে নিশ্চই কাজ করেছে।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমার জীবনে এখনো কাজ করে নি। তবে Robert Greene-এর জীবনে নিশ্চই কাজ করেছে। "

সাড়ে ৮ বিলিয়নের মাঝে ১জনের জন্য কাজ করেছে?

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেকের জীবনেই কাজ করেছে, তবে তারা সবগুলো থিউরি সম্পর্কে হয়তো সচেতন ছিলেন না। আপনি কি কোন পয়েন্টের ব্যাপারে দ্বিমত পোষন করেন? কিংবা পাওয়ার বিষয়ক অন্য কোন থিউরি জানা থাকলে জানাবেন। ধন্যবাদ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: মানলে জীবন সহজ সরল সুন্দর হতো। বলা সহজ মানা কঠিন

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: মনের কথা বলেছেন ভাই।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫

মোবারক বলেছেন: ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.