নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমাদের স্বপ্নগুলো পূর্ণতা নাইবা পেলো,
দিনগুলো কাটুক এলোমেলো।
আমাদের জীবন জোয়ার ছুটুক আকাশ পানে,
প্রতিটি মুহূর্ত থাক অজানা অভিমানে।
আমাদের কথাগুলো না বলা থাক,
আমাদের ইচ্ছেগুলো অন্ধ প্রেমে ডুবে যাক।
প্রতিটি নক্ষত্র জাগুক আমাদের রাত্রির কারাগারে,
প্রত্যেক অনুভূতি মিশে যাক অকূল পারাবারে।
ডানাভাঙা স্নিগ্ধ সন্ধ্যায় তবু জ্বলবে আলো,
আমি আমার সত্য দিয়েই তোমায় বেসে যাবো ভালো।
যে প্রেমেতে ভয় নেই, ক্ষয় নেই,
যে প্রেম বুকের ভেতর নাড়া দেয়-
আমাদের সচেতনতার অজান্তেই।
গুনে গুনে রেখে দেবো সেসব বিস্মৃতির কাব্য,
বেলা অবেলার মিলনমেলায় শুধু তোমাকেই ভাববো।
তুমি রবে নিরব আঁধারে, আবেগে চিরন্তন,
যুগ যুগ বেঁচে থাক এই সব অদেখা শোক-
আমাদের রয়ে যাবে অবিচ্ছেদ্য বন্ধন।
বুক ফুলিয়ে বলবো তবুও আমি তোমাদেরই লোক।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৮
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: নিয়মিত লিখতে পারছি না। ব্যস্ততা বেশি।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
শায়মা বলেছেন: তন্দ্রাকুমারী কেমন আছো??
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: খুব ভাল আছি...
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ, অসাধারণ...
শুভ দুপুর.....