নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি কবিতা লিখি না। অনেকেই কবি, আমি কবি না। আমি নদী। আমি বয়ে চলছি আজন্ম কাল। বুকে আমার সাগর ডিঙ্গানোর সাধ। আমি বহু জনপদ, স্থল পথ পাড়ি দিয়ে চলে এসেছি সাগরের খুব কাছাকাছি। আমার এখন আনন্দের সময়। অথচ আমার ভয় করছে খুব। বুক জুড়ে নিজেকে হারিয়ে ফেলবার ভয়। অথচ, এ ছিল আমার স্বপ্ন। আজ আমি আমার স্বপ্নের কত কাছাকাছি! কেন তবে এত ভয়? আমার মাঝে এসো তুমি; হে অভয় বাণী, হে আমার যুগ জনমের রাণী।
আমার চিৎকার দীর্ঘতর হচ্ছে। আমি দন্ডায়মান চিরন্তন সত্যের সামনে। যে সত্য আমাকে জন্ম দিয়েছে, আমি তার মধ্যে বিলীন হয়ে যাব। আজ আমি বিলুপ্ত হবো। আমরণ শয়নে স্বপনে যার কথা ভেবেছি, সে আজ আমার এত কাছে! কিন্তু আমি আনমন-উদাসীন হয়ে পড়ছি। বার বার মনে পড়ছে, আমার অতীত। যে অতীতে আমি ফিরে যেতে পারবো না। আমি ফিরতে পারবো না সেই গ্রাম্য বালিকার চকিত চাহনির কাছে, সে দুরন্ত কিশোরের ভেলাটির কাছে। কত গ্রাম, কত জঙ্গল, কত পথ, কত লোকালয় আমি অতিক্রম করেছি- সে খবর আমার ঈশ্বর জানেন।
আজ আমার পার্থিব জগৎ থেকে মুক্ত হবার দিন। আজ আমার চমকিত হবার দিন। হে সমুদ্র, তুমি এসো। আমি তোমাকে আলিঙ্গন করে ধন্য হই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ঠিক বলেছেন। আগে মাথায় আসে নি!
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩
নেপচুন০০৭ বলেছেন: এত গুলা ২ আর কবে আসবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: আর আসবে না।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ+
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৬
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: সমুদ্র কারো কাছে আসে না। যদি আপনি প্রয়োজন অনুভব করেন আপনাকেই যেতে হবে সমুদ্রের কাছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৩৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: রূঢ় রাস্তবতা!
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মরিবার হলো তার সাধ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: পুনর্জন্ম!
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সংখ্য ধন্যবাদ আপু।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৫
মোস্তফা সোহেল বলেছেন: কবি না আপনি কিন্তু কবিতার মত করে অনেক কথাই বলে গেলেন!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৯
নজসু বলেছেন:
সুন্দর।
লেখাটা ২ টা ২২ মিনিটে পাবলিশ করলে আরও জমতো।