নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

মানুষের মানচিত্র

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৭

এত হাসি-আনন্দের মাঝেও,
অপূর্ণ থাকে মানুষের মন।
উড়ে আসে বৃষ্টির মাতম,
পাহাড় গড়িয়ে চলে একা,
বাজে মৃদঙ্গ-দামামা।
স্থির হয় তারাদের সংলাপ।

ডাকছে মায়া-সঙ্গীত-
পথের শেষে সন্ধ্যার স্বর
সেখানে মানুষ নেই
সেখানে বৃষ্টি-পাহাড় নেই
সেখানে ছন্দ-সংলাপ নেই
সেখানে প্রেম আছে
আছে প্রেমের অসুখ।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৫০

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ।।

২| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৩

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। পা|শে থাকুন।

৩| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: এই কবিতা মায়া সভ্যতার আমলের?

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এখন কি মায়া সভ্যতার কাল?

৪| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ
কশুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:০৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: কবিতায় আবেগ আছে। কিছুটা হাহাকারও যেন আছে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:০৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অভাব আছে,ব্যর্থতাও আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.