নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

এই কবিতায় প্রেম নেই

২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭


তুমি উলঙ্গ তরবারি,
আমি প্রেমিক তোমারই
তোমার প্রথম পরশে
চির বিমূঢ় হই;
রক্তে রঞ্জিত প্রতিটি অঙ্গ,
তবুও রণে ভঙ্গ দিলাম কই!
তোমার সঙ্গ আমায় ডাকে,
প্রিয় নাম ধরে প্রতিটি রাতে।
মন চায় শুধু তোমার প্রসঙ্গ!
আমার সকল সত্য স্বপ্ন,
শুধুই তোমার জন্য।
শুধু তোমারই আকাশে,
আমার শুকতারা হাসে।
তোমার কঠিন হৃদয়ে-
তোমার জটিল বিন্যাসে,
আমার গানের সুর-
খেলা করে গভীর আশ্বাসে;
আলো আসে, ভোর হয়ে আসে।

তোমার ছবি আঁকব নিরবধি-
বাঁধা দাও যদি, শুনবো না।
তোমার যৌবন করব চুম্বন-
চলে গেলে জাত, থামব না।
বধির যদি হই, হবো!
তবুও তোমার শিৎকারেই
আমার শৃঙ্গার।
আমি যে তোমার,
যুগ যনমের সাথী-
তুমি যদি হও গভীর রাত,
আমি হবো বাতি।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: কবিতা টা দুবার এসেছে। এডিট করে ঠিক করে নিবেন।

২৯ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৮

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: এডিট করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.