নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
নিশ্চুপ সন্ধ্যা নেমে এসেছে আজ ধরায়
কোথাও কেউ নেই চারিদিক করে ধু ধু
যেন সব সঙ্গীত গেছে ইঙ্গিতের ছন্দে থেমে
মানুষ-পশু-পাখি শোকের মাতম করে শুধু।
বহু দিন আগে আমি করেছি কি ভুল মনে মনে?
আজকের বৃথা জন্মের ধ্বনি তাই মন্থরতায় মিশে যায়
ঘাসের ঘন ঝোপে মায়া প্রদীপ জ্বলে জ্বলে নিভে হায়
হৃদয়ের স্বপ্ন বাজে অলক্ষ্যে তবু দেখো জাগতিক বুননে।
আমাদের দেশও একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে-
যখন স্নিগ্ধ চাঁদের আলোয় আমরা নেমেছিলাম পথে
বিবেকের ঘোলা জলে কারা যেন ডুবে যাচ্ছিল সেদিন
আমরা সাঁতরে পার হচ্ছিলাম কালো জলের অতল গহ্বরে।
নরম অন্ধকারে লালাভ আকাশটা আজ ভয়ে জড়োসড়ো
কোথায় যাচ্ছে কারা, নেই তার কোন খবর তাই আজ
আমাদের টগবগে যৌবন যেন ঝলসানো রুটির জাহাজ
টকটকে জলে ঢেকে গেছে পাকস্থলীর সব কারুকাজ।
তবুও সবকিছু শূন্য থেকেই শুরু হয় এই সত্য মানি
পাহাড়ে পাহাড়ে ভবিষ্যতের প্রতিটি লগ্নে হোক জানাজানি
আমরা ভেসে উঠবো যে জলে সেখানে আমাদের অধিকার
উল্কাপিণ্ড থেকে ছুটে আসুক বুদ্বুদ ঘুচাক সব অপবাদ।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২২ রাত ১১:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লেগেছে।