নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তারপরও কথা থাকে

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০

যদি হতে একটি জলের বিন্দু
আমি নিশ্চিত ভয়ে জমে যেতাম
কারণ তুমি শুধুই আমার মৌনতা।

যদি হতে চাঁদ হারা এক রাত
আমি নিশ্চিত ঝিঁ ঝিঁ পোকা হতাম
কারণ আমি নই তোমার যৌনতা।

যদি হতে নিশ্চুপ এক পাথর খণ্ড
আমি নিশ্চিত ঝড় হয় বয়ে যেতাম
কারণ আমি নই তোমার শূন্যতা।

যদি হতে পথ হারা এক পথিক
আমি নিশ্চিত তোমার পথ হতাম
কারণ আমি নই তোমার যন্ত্রণা।

যদি হতে দুলতে থাকা দোলনা
আমি নিশ্চিত তোমার লতা হতাম
কারণ আমি নই তোমার অপেক্ষা।

যদি হতে জ্বলতে থাকা সবুজ গাছ
আমি নিশ্চিত তোমার শীতলতা হতাম
কারণ আমি নই তোমার কল্পনা।

যদি হতে হারিয়ে যাওয়া এক শহর
আমি নিশ্চিত তোমার রক্ষী হতাম
কারণ আমি নই তোমার হাহাকার।

যদি হতে মেঘে ঢাকা এক আকাশ
আমি নিশ্চিত তোমার রং হতাম
কারণ আমি নই তোমার বিষন্নতা।

যদি হতে সদ্য ফোটা লাল গোলাপ
আমি নিশ্চিত তোমার কাঁটা হতাম
কারণ আমি নই তোমার দূরত্ব।

যদি হতে কবিতার বই কিংবা খাতা
আমি নিশ্চিত তোমার অন্তর্মিল হতাম
কারণ আমি নই তোমার বিরহ।

যদি হতে আমাজন নদী কিংবা নীল
আমি নিশ্চিত তোমার গর্ভের মাছ হতাম
কারণ আমি নই তোমার দারিদ্র্য।

যদি হতে কোন নামহারা শোকে একাকী
আমি নিশ্চিত তোমার নিশ্বাস হতাম
কারণ আমি নই তোমার সমাধি।

যদি হতে তুমি হাসিময় এক দিন
আমি নিশ্চিত তোমার আলো হতাম
কারণ আমি নই তোমার অন্ধকার।

যদি হতে একটি গানের রেশ
আমি নিশ্চিত অদৃশ্য হয়ে যেতাম
কারণ তুমি শুধুই আমার স্তব্ধতা।






মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে জুন, ২০২২ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.