নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
যে জলে ঢেকে রাখা যেতো বুকের কষ্ট
তার স্পর্শে দেবীদের পায়ে ফুল ফুটেছে
যখন স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে উঠেছে দেশ,
লাল-নীল-সাদা কাপড় উড়ে গেছে এবং
উষ্ণ অভ্যর্থনা পায়নি এশিয়ার মেষপালক;
তখন কোন সুরে গেয়েছ তুমি নিন্দিত বুক?
তোমার জন্য কয়েক মাস ধরে অভুক্ত থাকে
মানুষ বিহীন একটি নাম পরিচয়হীন রাষ্ট্র।
কথা বলা হচ্ছে অহেতুক মাথা খাটিয়ে
যেন অমর একুশে ফেব্রুয়ারির অন্য সংশয়।
যেন কথা বলা যায় না কোন মতে!
খপ করে ধরে নিয়ে যাওয়া একটি অনুভূতি
দুমড়ে মুচড়ে পিঠের ব্যাগগুলো ছিনিয়ে
ফেলে দিচ্ছে অহেতুক কর্তৃপক্ষের ভয়ে।
যেখানে শান্তিতে ঘুমানো উচিত নয় কারোরই
কারণ একটি বুক জুড়ে জলের অভাব।
নাতিশীতোষ্ণ ছন্দেরা আজ খুব যেনো নোংরা
তাই আভাস মিলছে একটি রোবটের উচ্চারণ!
আজ থেকে কাব্যিক বিন্যাসে পরিবর্তন ঘটবে।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৩
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৫০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: তখন কোন সুরে গেয়েছ তুমি নিন্দিত বুক?
তোমার জন্য কয়েকমাস ধরে অভুক্ত থাকে
মানুষ বিহীন এক নাম পরিচয়হীন রাষ্ট্র!
সত্যি অতি সুপাঠ্য।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জুলাই, ২০২২ সকাল ৯:৫৬
সনজিত বলেছেন: মনোমুগ্ধকর
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৪
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।