নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
আমি কোথায় হারিয়ে যাই প্রতি মুহূর্তে?
এখানে আমার মৃত হৃদয়বাহী নগ্ন শরীর
এ শরীরে জমে ছিলো বহু ব্যথাহীন কথা
আমি বলতে গিয়ে কেন নিশ্চুপ হয়ে রই?
অনেক সময় এই হৃদয়ে শয্যা পেতে
অপেক্ষায় ছিল শরীরের যন্ত্রণার স্তুপ
তুমি এসে নিভিয়ে দেবে বলে সে জ্বলেছে
টুপ করে কেন শেষ হয়ে গেছে ছেলেবেলা?
একদিন গল্পে বোঝাই নৌকার গলুই চালাতাম-
পেছনে ফিরে দেখতাম কালসাপ চেয়ে আছে
শশা ফুল শতশত ফুটে আছে ক্ষেতের আলে
আকাশ পেতেছে উনুন, শীতের হিম বাতাসে।
তবে কি সবকিছু শেষ হয়ে গেছে আজ?
মানুষ কি ভুলেছে সে দীর্ঘ মিছিল-শ্লোগান
যখন নারীর মত ব্যথাতুর কোন এক আতা বন
সারারাত দুলেছে ক্ষমার অতলতা বুকে নিয়ে।
সেখানে আবার যেতে ইচ্ছে হয় সরিয়ে সময়
যেখানে রেখে এসেছি আমি পৃথিবীর সব বিস্ময়
সবকিছু নুয়ে পড়ে, প্রশ্নহীন এক বিপুল সংশয়
ঝড়ে পড়ে সেই পথে একটি শূন্য-নিঃস্ব-হৃদয়।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৫
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:৪৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর