নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
রাত এলে মনে পড়ে তোমার কথা
একটা কথাচুপ রূপকথার গল্পের
শেষ লাইনের মতো; যেন দূরতর
দ্বীপ জ্বলা এক সন্ধ্যা আমাদের বুকে
ভর করেছে; ক্ষণজন্মা ভীত বাছুরের মত
মৃদু স্বরে ডাকছে স্বদেশ; যে নদী কোন
তীর খুঁজে পায় নাই, এখানে তার রূপ
খেলা করছে; রাতের গর্ভে বাড়ছে ভোরের
বৃষ্টি শেষের মিষ্টি বাতাস, অল্প একটু
হাসি, গালে টোল, অবাধ্য চুম্বন এবং
তোমার ভেজা চুলে বেঁধে রাখা কদমের ঘ্রাণ।
আমার এবং তোমার স্বপ্ন, যখন সেখানে জোট
বেঁধেছে অতি সংগোপনে নিষিদ্ধ প্রেমে; সেই
কুঞ্জবীথিকায় মন্থন আর বন্ধনের সমুদ্রে তখন
জেগে ওঠেনি কি স্পর্শের বিদ্যুৎ? কর্ষিত জমি
টুকরো টুকরো ধান ক্ষেতে বিভক্ত হয়ে বারবার
ফলাচ্ছে জীবনের আগুন। আমরা সেই ঘরহীন
ঘরের কাছে প্রশ্ন করেছি; এ পৃথিবীর ঝড় এবং
ভূ-কম্পশীল ভূ-কেন্দ্রিক বলয়ের কাছে জেনেছি;
এই যে আক্রান্ত হলাম আমরা আহ্লাদের নিদারুন
পরিণত আকর্ষণে, তার প্রেমতো কখনো বিচ্ছেদ
প্রত্যাশী হয়না ভূমধ্যসাগরীয় অন্ধ পাখির টানে!
©somewhere in net ltd.